TOKYO OLYMPICS 2020 : ক্রিকেট থেকে জ্যাভলিনে, ফাইনালে নীরজের পাক প্রতিপক্ষকে চিনুন
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি। এশিয়ান গেমসের একটি পুরনো ছবি। পোডিয়ামে পদক গলায় নীরজ চোপড়া ও পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম। নীরজের গলায় সোনার পদক। আর আর্শাদের গলায় ব্রোঞ্জ।
টোকিওঃ জ্যাভলিন থ্রো করে ইতিহাস সৃষ্টি করে প্রথম ভারতীয় হিসেবে ফাইনাল রাউন্ডে নীরজ চোপ়ড়া। তাও ১ নম্বরে থেকে। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি। এশিয়ান গেমসের একটি পুরনো ছবি। পোডিয়ামে পদক গলায় নীরজ চোপড়া ও পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম। নীরজের গলায় সোনার পদক। আর আর্শাদের গলায় ব্রোঞ্জ।
ক্রিকেট হোক বা হকি-যে কোনও খেলা ভারত বনাম পাকিস্তান মানে ক্রীড়াপ্রেমীদের মধ্যে আলাদা উৎসাহ। আর জ্যাভলিন থ্রোয়ে গ্রুপ এ থেকে যখন নীরজ চোপড়া প্রথম হয়ে উঠেছেন, তখন গ্রুপ বি-তে প্রথম হয়ে ফাইনালে আর্শাদ নাদিম। নীরজ চোপড়া স্কোর করেছেন ৮৫.৬৫। অন্যদিকে আর্শাদ স্কোর করেছেন ৮৫.১৬। পয়েন্টের বিচারে লড়াই একেবারে সেয়ানে সেয়ানে। জ্যাভলিনের ফাইনালেও যে ভারত-পাকিস্তান লড়াই যে একেবারে হাড্ডাহাড্ডি হবে, তা কোয়ালিফাইং রাউন্ডের ফলাফলেই স্পষ্ট।
নীরজের প্রতিপক্ষ পাক নাদিম অবশ্য প্রথমে ভাবেননি জ্যাভলিন থ্রো করবেন। শুরুতে ক্রিকেট খেলতেন। ভেবেছিলেন ক্রিকেটই খেলবেন।পরে জ্যাভিলন কোচের নজরে পড়ে খেলা বদলালেন। আর সেখান থেকেই ধীরে ধীরে সাফল্যের সরণীতে। এশিয়ান গেমসে পেয়েছেন ব্রোঞ্জ। যেখানে নীরজ চোপড়া জেতেন সোনা। অলিম্পিকের কোয়ালিফাইং রাউন্ডের পর সেই ছবি এবার ভাইরাল।
ফাইনাল লড়াইয়ের আগে যে ভারত এগিয়ে , নেটিজেনরা সেই পুরনো ছবি পোস্ট করে জানিয়ে দিচ্ছে ঘনঘন। শুধু তাই নয়, পয়েন্টেও যে কয়েক দশমিক এগিয়ে নীরজ।
অলিম্পিকের আরও খবর জানতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০