Tokyo Olympics 2020: বন্দনার হ্যাটট্রিকে শেষ আটের আশা ভারতের

ম্যাচের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন বন্দনা। তাঁর গোলে ভর করেই ভারত বারবার ম্যাচে ফিরে এসেছে।

Tokyo Olympics 2020: বন্দনার হ্যাটট্রিকে শেষ আটের আশা ভারতের
Tokyo Olympics 2020: বন্দনার হ্যাটট্রিকে শেষ আটের আশা ভারতের
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2021 | 12:26 PM

টোকিও: অলিম্পিকে ইতিহাস ভারতের বন্দনা কাটারিয়ার (Vandana Katariya)। মেয়েদের হকিতে টোকিওয় (Tokyo) আজ, শনিবার মুখোমুখি হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা। ভারতের (India) হয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন বন্দনা। অলিম্পিকে এর আগে ভারতের কোনও মেয়ে কখনও হকিতে হ্যাটট্রিক করেননি। বন্দনার ইতিহাসে ঢুপে পড়ার পাশাপাশি দারুণ জয়ও পেল ভারত। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে ৪-৩ ব্যবধানে ম্যাচ জেতার পাশাপাশি কোয়ার্টার ফাইনালের (quarterfinal) আশাও বাঁচিয়ে রাখলেন রানি রামপালরা।

ম্যাচের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন বন্দনা। তাঁর গোলে ভর করেই ভারত বারবার ম্যাচে ফিরে এসেছে। ম্যাচের বয়স যখন ৪ মিনিট, তখন প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন বন্দনা। ট্যারিন গ্লাসবি প্রথম কোয়ার্টারের শেষের দিকে সমতা ফেরান। ম্যাচের ১৭ মিনিটে বন্দনা দ্বিতীয় গোল করে ভারতকে ফের এগিয়ে দেন। ৩০ মিনিটে আবার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এরিন হান্টার ২-২ করেন। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই রানি রামপালের পাস থেকে নেহা গোল (৩২ মিনিটে) করে ফের ব্যবধান বাড়ান। ম্যাচ জিততে মরিয়া প্রোটিয়ারা তীব্র চাপ তৈরি করে। ৭ মিনিটের মধ্যে ফের সমতায় ফেরান ৩৯ মিনিটে মারিজেন মারিস। রুদ্ধশ্বাস ম্যাচে স্কোর লাইন যখন ৩-৩ দাঁড়িয়ে তখন ফের জ্বলে ওঠে বন্দনার স্টিক। ৪৯ মিনিটে হ্যাটট্রিক করেন বন্দনা।

এ গ্রুপের প্রথম তিন ম্যাচে নেদারল্যান্ডস, জার্মানি ও গ্রেট ব্রিটেনের কাছে এর আগে হেরেছে ভারত। তবে আয়ার্ল্যান্ডকে ১-০ ব্যবধানে হারায় রানিরা। তারপর আজ বন্দনার দুরন্ত হ্যাটট্রিকে ভর করে জিতল ভারত। তবে শেষ আটে ওঠার জন্য রানিদের নজর থাকবে আয়ার্ল্যান্ড বনাম গ্রেট ব্রিটেনের ম্যাচের দিকে। সেই ম্যাচে আয়ার্ল্যান্ড হেরে গেলে রানিরা কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারবেন। ফলে এখনই স্বস্তি নেই বন্দনাদের।

অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০