TOKYO OLYMPICS 2020 : নারীশক্তির হাত ধরে কি কাল পদক হ্যাটট্রিকের হাতছানি?

বৃহস্পতিবার ভারত দেখেছে ঝলক। শুক্রবার কি দেশ দেখবে পদক? এই স্বপ্ন নিয়েই তো আজ রাতে ঘুমোতে যাবে ভারতের ক্রীড়াপ্রেমীরা।

TOKYO OLYMPICS 2020 : নারীশক্তির হাত ধরে কি কাল পদক হ্যাটট্রিকের হাতছানি?
সিন্ধু, দীপিকা, লভলীনা-তিন মহিলার দিকে পদকের জন্য শুক্রবার তাকিয়ে থাকবে ভারত
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2021 | 8:26 PM

টোকিওঃ সাত সকালে দীপিকা কুমারি। তার একটু পরেই লভলীনা।আর দুপুরে পিভি সিন্ধু। অলিম্পিকে এই তিন নারীর হাত ধরেই কি বাড়বে আরও পদকের সম্ভাবণা? সম্ভাবণা যে ক্রমশ উজ্জ্বল হচ্ছে। দীপিকা-লভলীনারা শুক্রবারই চূড়ান্ত করে ফেলতে পারেন পদক। সিন্ধু এগোবেন একধাপ। আরও ইভেন্ট  থাকলেও কাল গোটা ভারতের নজর থাকবে ভারতের এই তিন মহিলা তারকার দিকেই।

সকাল ছটায় মহিলাদের তীরন্দাজির প্রিকোয়ার্টার ফাইনালে নামবেন দীপিকা কুমারি। সেই ম্যাচ জিতলে দীপিকার পদক জিততে লাগবে আর মাত্র ২টি ম্যাচ। শুক্রবারই দীপিকাদের ইভেন্টের ফাইনালও। যদি দীপিকা তিনটি হার্ডল টপকাতে পারেন, তবে কালকেই বাড়বে ভারতের আরও একটি পদকসংখ্যা। বুধবার দীপিকা যেভাবে নজর কেড়েছেন, তাতে অনেকেই আশা করছেন শুক্রে আসতে পারে পদক।

অন্যদিকে মহিলাদের ৬৯ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে নামছেন ভারতের বক্সার লভলীনা। জিতে সেমিফাইনালে উঠলেই পদক নিশ্চিত হয়ে যাবে ভারতীয় মহিলা বক্সারের। অর্থাৎ এখন পদক থেকে মাত্র ১ ধাপ দূরেই রয়েছেন লভলীনা। পদক নিশ্চিত করলে লভলীনা হবেন দ্বিতীয়চ মহিলা ভারতীয় বক্সার, যিনি অলিম্পিকে পদক পাবেন।

তৃতীয় হলেন পিভি সিন্ধু। শুক্রবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবেন হায়দরাবাদী শাটলার। জিতলেই পদকের দিকে আরও একধাপ এগোবেন সিন্ধু। শুক্রবার জিতলে আর একটা ম্যাচ জিততে হবে সিন্ধুকে। তবে আরও একটা পদক নিশ্চিত হবে ভারতের।

বৃহস্পতিবার ভারত দেখেছে ঝলক। শুক্রবার কি দেশ দেখবে পদক? এই স্বপ্ন নিয়েই তো আজ রাতে ঘুমোতে যাবে ভারতের ক্রীড়াপ্রেমীরা।

                   অলিম্পিকের আরও খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০