Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Washington Plane Crash: শাপোকোয়েন্সের ভয়াবহ স্মৃতি ওয়াশিংটনে, প্লেনে ছিল স্কেটিং টিমও!

Washington Plane Crash: এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৮ জন যাত্রীর দেহ উদ্ধার করা গিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বটেই, এই বিমান দুর্ঘটনা আশঙ্কিত করে তুলেছে সারা বিশ্বকে। খেলার দুনিয়াতেও আতঙ্কের ছায়া।

Washington Plane Crash: শাপোকোয়েন্সের ভয়াবহ স্মৃতি ওয়াশিংটনে, প্লেনে ছিল স্কেটিং টিমও!
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Jan 30, 2025 | 3:32 PM

ওয়াশিংটন: ভয়াবহ বিমান দুর্ঘটনার স্মৃতি ফিরল আমেরিকায়। খেলার দুনিয়ার আতঙ্ক হয়ে রয়েছে ব্রাজিলের শাপোকোয়েন্সে ক্লাবের সেই ভয়াবহ ঘটনা। ২০১৬ সালে শাপোকোয়েন্সের ফুটবল টিম, কোচ-সাপোর্ট স্টাফ, এমনকি ২১ জন সাংবাদিকও ছিলেন সেই বিমানে। যা কলম্বিয়ার মাটিতে ভেঙে পড়ে। ৭৭ জনের মৃত্যু হয়েছিল সেই দুর্ঘটনায়। বুধবার গভীর রাতে ওয়াশিংটনের পোটোম্যাক নদীতে ভেঙে পড়েছে একটি ৬৪ জন যাত্রীবাহী বিমান। আকাশ পথেই আমেরিকান সেনার ব্ল্যাক হক হেলিকাপ্টরের সঙ্গে সংঘর্ষের ফলে এই বিমান দুর্ঘটনা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৮ জন যাত্রীর দেহ উদ্ধার করা গিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বটেই, এই বিমান দুর্ঘটনা আশঙ্কিত করে তুলেছে সারা বিশ্বকে। খেলার দুনিয়াতেও আতঙ্কের ছায়া। দুই রাশিয়ান কিংবদন্তি আইস স্কেটার ওই বিমানেই ছিলেন। শুধু তাই নয়, আরও ১৩ জন কিশোর-কিশোরীও, যারা আবার আইস স্কেটিং প্লেয়ার, তারাও ওই বিমানে ছিল, এমনই ধারণা করা হচ্ছে।

ইয়েভজেনিয়া সিসকোভা এবং ভাদিম নাওমোভ স্কেটিংয়ের দুনিয়ায় অত্যন্ত পরিচিত নাম। ১৯৯৪ সালে দু’জন মিলে ফিগার স্কেটিংয়ে চ্যাম্পিয়নও হয়েছিলেন। পরে সিসকোভা ও নাওমোভ বিয়েও করেন। ১৯৯৮ সাল থেকে তাঁরা মার্কিন মুলুকেই থাকেন। দু’জনেই কোচিং করান। ২০-২৬ জানুয়ারি কানসাসের উইচিটাতে ছিল স্কেটিং টুর্নামেন্ট। সেখানেই টিম নিয়ে গিয়েছিলেন সিসকোভা ও নাওমোভ। এঁদেরই ছেলে ম্যাক্সিমও গিয়েছিলেন ওই টুর্নামেন্ট খেলতে। বাবা-মায়ের সঙ্গে ওয়াশিংটন ফিরছিলেন, এমনই মনে করা হচ্ছে। এঁদের খোঁজ এখন পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, রাশিয়ার প্রাক্তন স্কেটার, যিনি এখন আমেরিকার হয়েই নামেন বিভিন্ন টুর্নামেন্টে, ইনা ভলিয়ানস্কায়াও নিখোঁজ। তিনিও ওই বিমানে ছিলেন, এমনই বলা হচ্ছে। ইনা ওয়াশিংটন ফিগার স্কেটিং ক্লাবের কোচিংও করান।

রাশিয়ার তরফে যে খবর প্রকাশ করা হয়েছে, তাতে উদ্বেগ আরও বাড়ছে। সিসকোভা ও নাওমোভর সঙ্গে ১৩ জন স্কেটারও ফিরছিল। যারা অধিকাংশই রাশিয়ান। কিন্তু আমেরিকাতেই থাকত। বয়সও কম। তাদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। ধরে নেওয়া হচ্ছে, এরাও সিসকোভা আর নাওমোভের সঙ্গেই ফিরছিল ওই বিমানে। সাম্প্রতিক কালে এত বড় বিমান দুর্ঘটনা ঘটেনি। আর তাতে একসঙ্গে এত খেলোয়াড় জড়িয়ে পড়বেন, তাও ঘটেনি। উদ্ধারকার্য শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু সরকারি ভাবে এখনও সব তথ্য জানা যায়নি।