হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল বাংলা
অভিমণ্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদারের চওড়া ব্যাটে ভর করে বড় জয় পেল বাংলা।
কলকাতা: টানা ২ ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াল বাংলা (Bengal Cricket Team)। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) জম্মু-কাশ্মীরকে (Jammu Kashmir team) ৮২ রানে হারাল অরুণ লালের দল। অভিমণ্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদারের চওড়া ব্যাটে ভর করে বড় জয় পেল বাংলা। জয়ের সুবাদে বিজয় হাজারে ট্রফিতে এখনও ভেসে রইলেন অনুষ্টুপ-শাহবাজরা।
আরও পড়ুন: শূন্য নয়, ভরা গ্যালারিতেই অলিম্পিক চাইছে আয়োজকরা
টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় জম্মু-কাশ্মীর। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৬৮ রান তোলে বাংলা। পরভেজ রসুলদের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেন অনুষ্টুপ-অভিমণ্যুরা। শতরান থেকে মাত্র এক রান দূরে থেমে যান অভিমণ্যু ঈশ্বরণ। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ৯২ রানে অপরাজিত থাকেন। ঋত্বিক রায়চৌধুরী করেন ৫৫ রান। ৪২ রানে আউট হন কাইফ আহমেদ। ১৭ বলে অপরাজিত ৪৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন শাহবাজ আহমেদ। ইনিংসে সাজানো ৪টি ছয় ও ৪টি চার।
আরও পড়ুন: ড্র করলেই ইতিহাস কৃষ্ণা-উইলিয়ামসদের
জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ২৮৬ রানে শেষ হয়ে যায় জম্মু-কাশ্মীরের ইনিংস। বল হাতে ৪ উইকেট নেন অর্ণব নন্দী। মুকেশ কুমার নেন ২ উইকেট। ১টি করে উইকেট সংগ্রহ করেন ইশান পোড়েল আর শাহবাজ আহমেদ।
আরও পড়ুন: ভাইয়ের অভিষেকে উচ্ছ্বসিত সামি
বাংলার গ্রুপ থেকে ইতিমধ্যেই নক আউটে চলে গিয়েছে সৌরাষ্ট্র। ১ মার্চ হরিয়ানার সঙ্গে খেলা রয়েছে বাংলার।