ওয়ার্নারহীন অস্ট্রেলিয়ার পরীক্ষা নেবে ভারত, বলছেন স্মিথ
TV9 বাংলা ডিজিটাল- ডেভিড ওয়ার্নারকে (Davi warner) ছাড়াই সিরিজের প্রথম টেস্টে নামতে হবে অস্ট্রেলিয়াকে। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে নতুন দুই ওপেনার জো বার্নস ও মার্কাস হ্যারিসকে খেলানো হতে পারে। নতুন ওপেনিং কম্বিনেশন পরীক্ষার মুখে ফেলবে অস্ট্রেলিয়াকে, মনে করছেন স্টিভ স্মিথ (Steve Smith)। ভার্চুয়াল প্রেস মিটে অস্ট্রেলিয়ার এক নম্বর ব্যাটসম্যান বলেছেন, ‘ওয়ার্নারের না থাকাটা অবশ্যই চাপের। আর […]
TV9 বাংলা ডিজিটাল- ডেভিড ওয়ার্নারকে (Davi warner) ছাড়াই সিরিজের প্রথম টেস্টে নামতে হবে অস্ট্রেলিয়াকে। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে নতুন দুই ওপেনার জো বার্নস ও মার্কাস হ্যারিসকে খেলানো হতে পারে। নতুন ওপেনিং কম্বিনেশন পরীক্ষার মুখে ফেলবে অস্ট্রেলিয়াকে, মনে করছেন স্টিভ স্মিথ (Steve Smith)। ভার্চুয়াল প্রেস মিটে অস্ট্রেলিয়ার এক নম্বর ব্যাটসম্যান বলেছেন, ‘ওয়ার্নারের না থাকাটা অবশ্যই চাপের। আর এটা ভারতের মতো টিমের বিরুদ্ধে আমাদের ব্যাটিং গভীরতাকে নিশ্চিত ভাবে পরীক্ষার মুখে ফেলবে।’
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট (India-Australia test series) সিরিজের দিকে তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব। করোনার পর প্রথম সারির দুটো টিম নামছে মুখোমুখি। স্মিথ যা নিয়ে বলেই দিচ্ছেন, ‘ভারত গত বার আমাদের মাঠে এসে হারিয়ে গিয়েছিল। ওরা অত্যন্ত ভালো টিম। আমার তো মনে হয় সিরিজটা দারুণ উত্তেজক হতে চলেছে। টিমে যেই থাকুক না কেন, আশা করি আমরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারব।’
আরও পড়ুন – আইসিসি র্যাঙ্কিংয়ে তৃতীয় রাহুল, একধাপ উঠলেন কোহলি
সফরের প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসবেন ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি। অভিভাবকত্বের ছুটি নেওয়া নিয়ে অনেকেই অনেক বিরূপ মন্তব্যও করেছেন। স্মিথ অবশ্য বিরাটের পাশেই দাঁড়াচ্ছেন। অজি ব্যাটসম্যান বলেছেন, ‘বিরাটের না থাকাটা অবশ্যই ভারতের পক্ষে বিরাট ক্ষতি। ও বিশ্বমানের ব্যাটসম্যান। কিন্তু একই সঙ্গে ওকে কিছু কৃতিত্বও দিতে হবে। আমি খুব ভালো করে জানি, এই সিরিজটা খেলার জন্য কতটা মুখিয়ে আছে ও। কিন্তু ও একই সঙ্গে মানুষও তো। ক্রিকেটের বাইরেও ওর একটা জীবন আছে। ওকে আমি কৃতিত্ব দেব এই কারণে, প্রথম সন্তানের জন্মের সময় ও স্ত্রীর পাশে থাকতে চেয়েছে।’
ভারতের বোলিং বিভাগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন স্মিথ। ইশান্ত শর্মা না থাকলেও জশপ্রীত বুমরা, মহম্মদ সামির মতো পেসাররা যে কোনও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। স্মিথের কথায়, ‘ইশান্তকে না পেলে ভারতের সমস্যা তো হবেই। ও টিমের বোলিং স্তম্ভ। প্রচুর অভিজ্ঞতা। তার পরও বলব, ওদের বোলিংটা খুব ভালো। অভিজ্ঞতাও ভরপুর। সামি প্রচুর ক্রিকেট খেলেছে। বুমরা এক দিকে যেমন কোয়ালিটি বোলার, তেমনই যথেষ্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এর সঙ্গে ভারতের স্পিনার ভালো। অশ্বিন, জাডেজা, কুলদীপ- যেই খেলুক না কেন, প্রত্যেকে নিজের সেরাটা দিতে জানে।’
আরও পড়ুন – প্রয়াত ৮২ বিশ্বকাপের নায়ক পাওলো রোসি
নির্বাসনের জন্য গত সিরিজে খেলতে পারেননি। যে সিরিজটা বিরাট কোহলির ভারত ২-১ জিতেছিল। ভারতের ঐতিহাসিক সিরিজ জয় টিভিতে দেখেছিলেন স্মিথ। সেটা যে যন্ত্রণার ছিল, মেনেও নিচ্ছেন। ‘আমি কিছুটা দেখেছিলাম ওই সিরিজের। মাঠের বাইরে বসে থাকা খুবই যন্ত্রণার। সবচেয়ে বড় এটা মেনে নেওয়া, কেউ যখন বুঝতে পারে, সে চাইলে পরিস্থিতির কিছুটা বদল আনতে পারে, কিন্তু মাঠে নামার সুযোগ তার নেই। আমার ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়েছিল।’