IND VS ENG: “আমরা সেই দল যাদের সবাই হারাতে চায়”

 চলতি সিরিজে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তুল্যমূল্য লড়াই চলছে। আজ থেকে শুরু হয়েছে চতুর্থ টেস্ট। ওভালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছে ইংল্যান্ড

IND VS ENG: আমরা সেই দল যাদের সবাই হারাতে চায়
বিরাটের দাবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2021 | 5:06 PM

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টে হার ভারতীয় ক্রিকেটারদের নিয়ে সমালোচনা কিছুটা বাড়িয়েছে। কিন্তু সেটা দলের অত্মবিশ্বাসে কোনও চিড় ধরাতে পারেনি। একটা টেস্ট হার নিয়ে কোনও মাথা ব্যথা নেই ভারত অধিনায়কের। বরং আত্মবিশ্বাসের সুরে ভারত বলছেন, ”আমরা সেই দল যাদের সবাই হারাতে চায়।”

তিনি এবং কোচ রবি শাস্ত্রী একসঙ্গে মিলে এমন একটা দল তৈরি করেছেন যেখানে সবাই সবার পাশে। বিরাট বলেছেন, ”আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াই করি। বিশ্বের যে প্রান্তেই খেলি না কেন, সব দল চায় আমাদের হারাতে। আর এটাই আমেদের গর্বিত কর। ”

লন্ডনে একটি অনুষ্ঠানে গোটা দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও দলের কোচ রবি শাস্ত্রী। অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার কোচ বলেন, ”উদ্দেশ্য একটাই, পিজিটিভ ক্রিকেট খেলা এবং জয়ের লক্ষ্যে মাঠে নামা। কাজটা আরও সহজ হয়ে যায় যখন দলের অধিনায়ক ও বাকি সব ক্রিকেটার একই মানসিকতা নিয়ে মাঠে নামে।”

চলতি সিরিজে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তুল্যমূল্য লড়াই চলছে। আজ থেকে শুরু হয়েছে চতুর্থ টেস্ট। ওভালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছে ইংল্যান্ড। তবে সবাইকে চমক দিয়ে এই টেস্টেও ভারত প্রথম দলে রাখেনি রবিচন্দ্রন অশ্বিনকে। স্পিন বোলিংয়ের জন্য ভরসা রাখা হয়েছে রবীন্দ্র জাদেজার ওপরই।

অবাক করার মত আরও একটা সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। লর্ডসে জয়ের নায়ক মহম্মদ সামি কেন দলে নেই। ওভালে তাঁর জায়গায় খেলানো হচ্ছে উমেশ যাদবকে। কারণ? টসে তেমন কোনও উত্তর দিতে পারেননি ভারত অধিনায়ক। শুধু বলেছেন, তাঁরা দল হিসেবে মাঠে নামেন কোনও ব্যাক্তি বিশেষকে আলাদা গুরুত্ব দেওয়া হয় না এই ভারতীয় দলে।