১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ভারতের বাজার মাতাচ্ছে শাওমির এই দু’টি ফোন
রেডমি নোট ১০ প্রো ম্যাক্স এবং শাওমি এমআই ১০ আই, এই দু'টি ফোন রয়েছে এই তালিকায়।
আজকাল স্মার্টফোন কেনার ক্ষেত্রে গ্যাজেটপ্রেমীরা বাকি সবকিছু ছেড়ে আগে নজর দেন ফোনের ক্যামেরা কোয়ালিটির উপর। স্টোরেজ ভ্যারিয়েন্টের পাশাপাশি অবশ্যই দেখে নেওয়া হয় ক্যামেরা কনফিগারেশন। ব্যাক প্যানেল এবং ফ্রন্টে পছন্দসই ভ্যারিয়েন্টে ক্যামেরা পেলে তবেই সেই ফোন কিনবেন বলে ঠিক করেন গ্যাজেটপ্রেমীরা। কারণ যুগ এখন সোশ্যাল মিডিয়ার। সেলফি হোক বা এমনি ছবি, সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে তাক লাগিয়ে দেওয়ার মতো ছবি পোস্ট করতে না পারলে আপনি ট্রেন্ডে থাকবেন না। অতএব ফোনের ক্যামেরা ভাল হওয়ার ভীষণভাবে প্রয়োজনীয়।
সম্প্রতি ভারতের বাজারে বেশ কিছু ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসরের ফোন লঞ্চ হয়েছে। তবে তার মধ্যে জনপ্রিয় হয়েছে শাওমির দু’টি ফোন।
রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
রেডমি নোট ১০ প্রো ম্যাক্স- এর ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং HM2 প্রাইমারি ক্যামেরা। এর সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো সেনসর, একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। সেই সঙ্গে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা।
শাওমি এমআই ১০ আই
তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোন। শাওমি এমআই ১০ আই- এর ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশনের ফোনের দাম ২১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশনের ফোনের দাম ২৩,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং HM2 প্রাইমারি ক্যামেরা। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর।