ভারতে ৫জি ফোন আনতে চলেছে রিয়েলমি, নারজো ৩০ সিরিজে লঞ্চ হবে ৪জি ফোনও

জানা গিয়েছে, রিয়েলমি ন্যাজরোর- এই দু'টি ফোন অর্থাৎ ন্যাজরো ৩০ প্রো এবং ন্যাজরো ৩০এ- এই দু'টি মডেল লঞ্চ হবে।

ভারতে ৫জি ফোন আনতে চলেছে রিয়েলমি, নারজো ৩০ সিরিজে লঞ্চ হবে ৪জি ফোনও
ভারতে ক্রমশ ৫জি ফোনের চাহিদা বাড়ছে। আর সেই কথা মাথায় রেখেই ৪জি ফোনের সঙ্গেই ৫জি ফোন লঞ্চ করবে রিয়েলমি ন্যাজরো ৩০।
Follow Us:
| Updated on: Jun 18, 2021 | 11:27 AM

ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে রিয়েলমি নারজো ৩০। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রিয়েলমির ভারত এবং ইউরোপের সিইও মাধব শেঠ। রিয়েলমি নারজো ৩০ সিরিজে থাকবে দু’টি নতুন মডেল। রিয়েলমি নারজো ৩০ প্রো ৫জি এবং রিয়েলমি নারজো ৩০এ- এই দু’টি মডেল লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে ৪জি এবং ৫জি- দু’ধরনের পরিষেবাই থাকবে। গত ফেব্রুয়ারি মাসে এই দু’টি মডেলই গ্লোবালি লঞ্চ হয়েছে।

ভারতে ক্রমশ ৫জি ফোনের চাহিদা বাড়ছে। আর সেই কথা মাথায় রেখেই ৪জি ফোনের সঙ্গেই ৫জি ফোন লঞ্চ করবে রিয়েলমি ন্যাজরো ৩০। ৫জি ফোন সংক্রান্ত যাবতীয় টেস্টিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন মাধব শেঠ। এবার শুধু ভারতে লঞ্চ হওয়ার পালা। তবে কবে এই ফোন লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি রিয়েলমি সংস্থার তরফে।

জানা গিয়েছে, রিয়েলমি নারজোর- এই দু’টি ফোন অর্থাৎ নারজো ৩০ প্রো এবং নারজো ৩০এ- এই দু’টি মডেলে থাকবে Realme UI 2.0। এছাড়াও থাকবে অ্যানড্রয়েড ১১ ভার্সান।

রিয়েলমি নারজো ৩০ প্রো এবং রিয়েলমি নারজো ৩০এ-এর সম্ভাব্য ফিচার এবং ডিজাইন-

১। রিয়েলমি নারজো ৩০ প্রো ফোনে থাকতে পারে 800U 5G processor।

২। এই প্রসেসর ৭০০ প্রসেসরের সিরিজের তুলনায় ১১ শতাংশ হায়ার সিপিইউ পারফরম্যান্স, ২৮ শতাংশ হায়ার জিপিইউ এফিশিয়েন্সি এবং 1.4x ফাস্টার অ্যাপ লঞ্চ টাইম দেয়।

৩। রিয়েলমি নারজো ৩০ প্রো ফোনে থাকতে পারে হোল পাঞ্চ ডিসপ্লে। উপরে বাঁদিকে কোণে থাকতে পারে সেলফি ক্যামেরা। এছাড়াও থাকতে পারে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

৪। এই ফোনে থাকতে পারে ট্রিপেল ক্যামেরা সেটআপ। ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে গ্লসি গ্র্যাডিয়েন্ট ফিনিশ।

৫। রিয়েলমি নারজো ৩০এ ফোনে স্কোয়ার শেপ মডিউলে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। সেই সঙ্গে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।