স্মার্টফোনের পর ফিটব্যান্ড লঞ্চ করছে ওয়ানপ্লাস, জেনে নিন সম্ভাব্য ফিচার-ডিজাইন

ওয়ানপ্লাস সংস্থার তরফে বলা হয়েছে, এই ফিটনেস ব্যান্ডে থাকবে 'সিমলেস কানেকটিভিটি'। সেই সঙ্গে গ্রাহকদের 'বেস্ট ইন ক্লাস এক্সপিরিয়েন্স' দেবে এই স্মার্টওয়াচ।

স্মার্টফোনের পর ফিটব্যান্ড লঞ্চ করছে ওয়ানপ্লাস, জেনে নিন সম্ভাব্য ফিচার-ডিজাইন
ওয়ান প্লাসের এই ফিট ব্যান্ডে থাকবে ৪ জিবি স্টোরেজ
Follow Us:
| Updated on: Mar 18, 2021 | 10:31 PM

চলতি বছরের প্রথমের ওয়ান প্লাস সংস্থার তরফে জানানো হয়েছিল মোবাইলে দুনিয়ায় জমিয়ে ব্যবসা করার পর, এবার স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে তারা। আগামী ২৩ মার্চ লঞ্চ হবে ওয়ান প্লাসের প্রথম স্মার্টওয়াচ। এই গ্যাজেট লঞ্চের আগে বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন জানিয়েছেন ওয়ান প্লাস কর্তৃপক্ষ। সংস্থার তরফে বলা হয়েছে, এই ফিটনেস ব্যান্ডে থাকবে ‘সিমলেস কানেকটিভিটি’। সেই সঙ্গে গ্রাহকদের ‘বেস্ট ইন ক্লাস এক্সপিরিয়েন্স’ দেবে এই স্মার্টওয়াচ।

ডিজাইন এবং ফিচার-

১। হার্ট রেটের পাশাপাশি স্টেপ মনিটর করার ফিচার থাকবে ওয়ান প্লাসের এই ফিটনেস ব্যান্ডে।

২। এই ডিভাইস হতে চলেছে ওয়াটার রেসিসট্যান্ট।

৩। যে টিজার প্রকাশ পেয়েছে সেখানে দেখা গিয়েছে, কালো এবং রুপোলি রঙে পাওয়া যাবে এই ফিট ব্যান্ডে।

৪। এই ফিট ব্যান্ডে থাকবে সাইট বাটন, রাবার বা সিলিকনের স্ট্যাপ এবং গোলাকার ডায়াল।

৫। RTOS-based operating system- এ চলবে এই স্মার্টওয়াচ। সেই সঙ্গে থাকবে অত্যাধুনিক ব্যাটারি যা দীর্ঘক্ষণ সচল থাকবে।

৬। এই ফিটনেস ট্র্যাকার ইউজারের ঘুমের প্যাটার্ন, স্ট্রেস লেভেল, ব্লাড প্রেশারও পরিমাপ করতে পারে। এই ফিটনেস ব্যান্ড IP68 rate প্রাপ্ত এবং ডাস্ট অর্থাৎ ধুলোর ক্ষেত্রেও রেসিসট্যান্ট। সুমিং মোডের পাশাপাশি থাকবে অটোম্যাটিক ওয়ার্কআউট ডিটেকশন ফিচার।

৭। ওয়ান প্লাসের এই ফিট ব্যান্ডে থাকবে ৪ জিবি স্টোরেজ এবং ৪৬ মিলিমিটারের ডায়াল। এর সঙ্গেই থাকবে Warp Charge technology। এই ফিচারের সাহায্যে মাত্র ২০ মিনিট চার্জ দিলেই সাতদিন চালু থাকবে ফিট ব্যান্ড।

৮। অন্যান্য স্মার্টওয়াচের মতোই ওয়ান প্লাসের এই ফিটনেস ব্যান্ডের সাহায্যেও ফোন কলের জবাব দেওয়া যাবে। পাশাপাশি ফোনের সমস্ত নোটিফিকেশন কন্ট্রোল করা যাবে। সেই সঙ্গে চালানো যাবে গানও। শোনা যাচ্ছে এই ফিটনেস ব্যান্ডে থাকবে স্ট্যান্ডার্ড এবং এলটিই ভ্যারিয়েন্ট।