2021 Skoda Kushaq Compact SUV: ভারতে লঞ্চ হতে চলেছে এই নতুন গাড়ি, জেনে নিন সম্ভাব্য ফিচার এবং দাম

Skoda Kushaq SUV- তে রয়েছে দু'টি ইঞ্জিন। একটি এক লিটারের এবং অন্যটি দেড় লিটারের TSI motor।

2021 Skoda Kushaq Compact SUV: ভারতে লঞ্চ হতে চলেছে এই নতুন গাড়ি, জেনে নিন সম্ভাব্য ফিচার এবং দাম
পাঁচটি রঙে পাওয়া যাবে Skoda Kushaq SUV।
Follow Us:
| Updated on: Mar 18, 2021 | 11:09 PM

ভারতে ২০ বছর ধরে ব্যবসা করছে অটোমোবাইল সংস্থা Skoda। এ দেশে ২০ বছর পূর্তিতে নতুন মডেল Kushaq SUV ফার্স্ট লুক প্রকাশ করল সংস্থা। মুম্বইয়ে আজ গ্লোবাল প্রিমিয়ার হয়েছে Skoda- র এই গাড়ির। Skoda VISION IN- এর মাধ্যমেই গতবছরের অট এক্সপোতে এই এসইউভি- র কথা প্রথম জানিয়েছিল এই অটোমোবাইল সংস্থা। তাদের লক্ষ্য নতুন এই মডেলের সাহায্যে ভারতে ব্যবসার পরিমাণ আরও বাড়ানো। India 2.0 Project- এর অংশ এই এসইউভি। ব্র্যান্ড নিউ মডেলের সাহায্যে আগামী দিনে নিজেদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন বলে আশাবাদী Skoda কর্তৃপক্ষ।

2021 Skoda Kushaq SUV sports ডিজাইনের দিক থেকে খুবই শার্প এবং অ্যাগ্রেসিভ। বোল্ড লুকের সঙ্গে মডার্ন ডিজাইন থাকছে এই মডেলে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই গাড়ির ডিজাইন তৈরি হয়েছে ভারতে। তবে এই গাড়ি ভারত- সহ গোটা বিশ্বের জন্যই নির্মাণ করা হয়েছে। কর্তৃপক্ষ আশাবাদী বিশ্বের সমস্ত দেশের গাড়ির বাজারেই প্রশংসা পাবে এই গাড়ি।

এই অটোমোবাইল সংস্থার সিগনেচার ফিচার Skoda grille রয়েছে Kushaq SUV মডেলের ফ্রন্টাল পোরশন অর্থাৎ সামনে অংশে। এছাড়াও রয়েছে দু’টি prominent twin ribs। সেটা আবার ক্রিস্টাল লাইন দিয়ে ডিজাইন করা রয়েছে। এর পাশাপাশি রয়েছে split এলইডি হেডলাইট। এই গাড়ির ক্ষেত্রে গ্রাউন্ট ক্লিয়ারেন্স রয়েছে ১৮৮ মিলিমিটার। আর হুইলবেস ২৬৫১ মিলিমিটার। Skoda কর্তৃপক্ষের দাবি, Kushaq SUV- র এই ফিচার এই সেগমেন্টের মধ্যে বেস্ট কোয়ালিটির।

গাড়ির বাইরের অংশের পাশাপাশি ভিতরের ডিজাইনেও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং মডার্ন ডিজাইনের ছোঁয়া। কেবিনে রয়েছে ১০ ইঞ্চির একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, একটি sub woofer, ওয়ারলেস চার্জিং, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং অন্যান্য অনেক উন্নত প্রযুক্তি।

Skoda Kushaq SUV- তে রয়েছে দু’টি ইঞ্জিন। একটি এক লিটারের এবং অন্যটি দেড় লিটারের TSI motor। এক লিটারের ইঞ্জিনে রয়েছে হয় একটি six-speed manual অথবা 6-speed torque-converter গিয়ারবক্স। অন্যদিকে দেড় লিটারের ইঞ্জিনে রয়েছে একটি six-speed manual অথবা seven-speed DSG transmission অপশন।

পাঁচটি রঙে পাওয়া যাবে Skoda Kushaq SUV। Candy White, Brilliant Silver, Carbon Steel, Honey Orange এবং Tornado Red— এই পাঁচটি রঙে পাওয়া যাবে এই মডেল। মনে করা হচ্ছে, এই গাড়ির দাম হবে ১২ থেকে ১৬ লাখ টাকা (এক্স শোরুম)।