Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basketball Robot: ড্রিবল ও পাসিং শিখছে কৃত্রিম মেধা চালিত বাস্কেটবল রোবট

Toyota Basketball Robot: CUE হিউম্যানয়েড রোবটটি 2021 সালে টোকিও অলিম্পিকে বাস্কেটবল ইভেন্টের হাফ-টাইমে উপস্থিত থাকার পর যথেষ্ট প্রাধান্য পেয়েছিল। এখন টয়োটার একটি ডেভেলপমেন্ট টিম ওই হিউম্যানয়েড রোবটকে ড্রিবল শেখানোর চেষ্টা করছে।

Basketball Robot: ড্রিবল ও পাসিং শিখছে কৃত্রিম মেধা চালিত বাস্কেটবল রোবট
ড্রিবল শিখছে টয়োটার বাস্কেটবল রোবট।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2022 | 5:55 PM

CUE Humanoid Robot: গত বছর টোকিও অলিম্পিক্সের একটি বাস্কেটবল ইভেন্টে একটা ঝলক দেখা গিয়েছিল তার। উচ্চতায় সাত ফুট, ওজন 125kg। বিশ্বসেরা বাস্কেটবল প্লেয়ারদের আকার-আয়তন ঠিক এমনই হয়। কিন্তু এই আকার-আয়তন এখন এক হিউম্যানয়েড রোবটেরও। টোকিও অলিম্পিকে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত হিউম্যানয়েড রোবট ফ্রি থ্রো এবং থ্রি-পয়েন্টারগুলির জন্য টানা 2,000 শট তৈরি করে বিশ্ব রেকর্ড গড়ে। এ যেন তার কাছে জলভাতের থেকে কোনও অংশে কম নয়। সেই শুরু। CUE হিউম্যানয়েড রোবটটি 2021 সালে টোকিও অলিম্পিকে বাস্কেটবল ইভেন্টের হাফ-টাইমে উপস্থিত থাকার পর যথেষ্ট প্রাধান্য পেয়েছিল। সংবাদমাধ্যম CNN-এর একটি রিপোর্ট অনুযায়ী, টয়োটার একটি ডেভেলপমেন্ট টিম ওই হিউম্যানয়েড রোবটকে ড্রিবল শেখানোর চেষ্টা করছে। পাশাপাশি তার মধ্যে শুটিংয়ে দক্ষতার মতো পারফেকশন দেওয়ারও চেষ্টা করছে।

গত বার অলিম্পিকের সেই অনন্য কৃতিত্বটি CUE3 দ্বারা অর্জিত হয়েছিল। প্রশিক্ষিত ওই রোবটের বুকে একটি সেন্সর রয়েছে, যার মাধ্যমে সে বাস্কেটবল কোর্টে যে কোনও অবস্থান থেকে শট করতে প্রয়োজনীয় শটের কোণ, উচ্চতা এবং ওজন বিচার করতে পারে। 2017 সালে অপেশাদার প্রকল্প CUE1-এর মতো অপেশাদার প্রকল্পের ফ্রি থ্রো লাইন থেকে শুটিংয়ের প্রতিশ্রুতি খুঁজে পাওয়ার পর টয়োটা তার পরবর্তী সংস্থানগুলিকে পাইপলাইনেই রেখে দিয়েছি। রোবটটির পরবর্তী সংস্করণগুলির একটি হল টোকিওতে আবির্ভাব হওয়া সেই অটোমেটিক বাস্কেটবল প্লেয়ার থুড়ি হিউম্যানয়েড রোবটটি। আক্ষরিক অর্থে একটি শ্যুটিং মেশিন। কিন্তু “মানুষের মতো গতি এবং নমনীয়তার একই পরিসর” পেতে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে বলে জানালেন CUE-এর ডেভেলপমেন্ট টিমের নেতা টোমোহিরো নোমি।

এই প্রশিক্ষিত রোটের সর্বশেষ সংস্করণটি হল CUE5, যাকে আরও উন্নত মানের বলে দাবি করা হচ্ছে। তার সেন্সর এবং ক্যামেরাগুলি কোর্টে অবস্থান ম্যাপ করতে পারে এবং হাতে নতুন, উন্নত মুভমেন্টের মাধ্যে হাত এবং বলের মধ্যে দূরত্বও ম্যাপ করতে পারে। তার থেকেও বড় কথা হল, ওই সেন্সর রোবটটিকে অনায়াসে ড্রিবলও করতে দেয়। নোমির কথায়, “আমরা ভবিষ্যতে আরও দূরত্ব থেকে শুটিং করার চেষ্টা করতে চাই। উদাহরণস্বরূপ, বিপরীত কোর্টের 3-পয়েন্ট লাইন থেকে বা ফ্রি-থ্রো লাইন থেকে শুটিংয়ে দক্ষ করতে চাই তাকে।”

এখন এই রোবট ডেভেলপমেন্ট দলের পরবর্তী লক্ষ্য হল, জাপানি বি-লিগ অল-স্টার গেমে CUE6 তথা পরবর্তী CUE হিউম্যানয়েড রোবটের পরবর্তী সংস্করণটিকে প্রিমিয়াম করা। সেখানে এই রোবট একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে। বেসিক ড্রিবলিং ও শুটিং ছাড়াও যাতে রোবটটি অ্যান্টিসিপেশন ও পাসিংও করতে পারে, সে দিকটায় বেশি করে জোর দিতে চাইছেন ডেভেলপাররা। ডিসেম্বরের প্রথম দিকে আলভার্ক টোকিওর একটি হোম গেমে, বি-লিগের একটি হোম গেমে ডেভেলপমেন্ট টিমটি তাদের পরবর্তী প্রজন্মের রোবটটিকে নামাতে চাইছে। কিন্তু তার সাফল্য অর্জনে আরও কাঠখড় পোড়াতে হবে বলেই মনে করছেন ডেভেলপাররা।

নোমি বিশ্বাস করেন যে, CUE-তে দেখা এই অগ্রগতিগুলি কেবল বাস্কেটবলের জন্যই ভাল তা নয়। বরং, সমগ্র রোবোটিক্স ক্ষেত্রেই বিপ্লব ঘটাতে পারে এই ধরনের হিউম্যানয়েড রোবট। তিনি একপ্রকার জোর দিয়েই বললেন, সেই দিনও খুব একটা দূরে নেই যখন রোবটগুলি মানুষের গতিবিধি অনুকরণ করে হুবহু মানুষের মতোই ব্যবহার করবে।

আপার সার্কিট হিট করল ভারতের অন্যতম বড় লজিস্টিক্স সংস্থা!
আপার সার্কিট হিট করল ভারতের অন্যতম বড় লজিস্টিক্স সংস্থা!
বিরাট ছাড়ে পাবেন টাটার শেয়ার, লক্ষ্য রাখতেই পারেন...
বিরাট ছাড়ে পাবেন টাটার শেয়ার, লক্ষ্য রাখতেই পারেন...
বাজারকে টাইম করতে যাওয়া ‘বোকামি', তবে এখন এই 'খারাপ সময়ে' কী করণীয়?
বাজারকে টাইম করতে যাওয়া ‘বোকামি', তবে এখন এই 'খারাপ সময়ে' কী করণীয়?
একধাক্কায় পড়েছে বাজার, হাল ফিরতে পারে এই সপ্তাহেই, বলছেন বিশেষজ্ঞরা
একধাক্কায় পড়েছে বাজার, হাল ফিরতে পারে এই সপ্তাহেই, বলছেন বিশেষজ্ঞরা
বাজারে 'সবুজ সংকেত', তাও লোয়ার সার্কিট হিট করল এই ডিফেন্স স্টক!
বাজারে 'সবুজ সংকেত', তাও লোয়ার সার্কিট হিট করল এই ডিফেন্স স্টক!
Royal Bengal Tiger: কেন দক্ষিণরায় ঢুকে পড়ছে লোকালয়ে?
Royal Bengal Tiger: কেন দক্ষিণরায় ঢুকে পড়ছে লোকালয়ে?
মাত্র ৩০ হাজার বিনিয়োগে রিটায়ারের সময় হাতে ৩ কোটি এলে কেমন লাগবে?
মাত্র ৩০ হাজার বিনিয়োগে রিটায়ারের সময় হাতে ৩ কোটি এলে কেমন লাগবে?
চাকরি ছাড়ছেন, ঠিক কত টাকা গ্র্যাচুইটি পাবেন আপনি, জানেন?
চাকরি ছাড়ছেন, ঠিক কত টাকা গ্র্যাচুইটি পাবেন আপনি, জানেন?
ট্রাম্পের দ্বিতীয় ইনিংসের কারণেই ব্যাকফুটে ভারতের বাজার?
ট্রাম্পের দ্বিতীয় ইনিংসের কারণেই ব্যাকফুটে ভারতের বাজার?
একসঙ্গে ৬ সংস্থা হিট করল ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর!
একসঙ্গে ৬ সংস্থা হিট করল ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর!