পাঁচশ টাকার নিচে এয়ারটেলের প্রি-পেড প্ল্যানে রয়েছে একগুচ্ছ নয়া চমক আর ফ্রি অফারের সমাহার
কী কী রয়েছে প্ল্যানে জেনে নিন এক ঝলকে...
TV9 বাংলা ডিজিটাল: আপনি কি এয়ারটেল গ্রাহক? তা হলে আপানার জন্য সুখবর। এয়ারটেল নিয়ে এসেছে ৫০০টাকার মধ্যে ২৮ দিনের সেরা প্রি-পেড প্ল্যান (Airtel prepaid plans) যা আপনাকে চমকে দেবে। কী কী রয়েছে প্ল্যানে জেনে নিন এক ঝলকে…
এয়ারটেলের ২১৯ টাকার প্রি-পেড প্ল্যান এই প্ল্যানের সময়সীমা ২৮ দিন। এই প্ল্যানের মাধ্যমে প্রতি দিন আপনি পেয়ে যাবেন ১ জিবি ডেটা। এ ছাড়াও করতে পারবেন আনলিমিটএড ফোন কলস। প্রতি দিন ফ্রি পাবেন ১০০ এসএমএস-ও। সঙ্গে পাবেন উইঙ্ক মিউজিক, হ্যালো টিউন্স এবং এয়ারটেল এক্সট্রিমে ফ্রি সাবস্ক্রিপশনও।
এয়ারটেলের ২৪৯ টাকার প্রি-পেড প্ল্যান
এই প্ল্যানেরও সময়সীমা ২৮ দিন। এই প্ল্যানের মাধ্যমে প্রতি দিন আপনি পেয়ে যাবেন দেড় জিবি ডেটা। বিনামূল্যে পাবেন ১০০ এসএমএস-ও। সঙ্গে পাবেন উইঙ্ক মিউজিক, হ্যালো টিউন্স এবং এয়ারটেল এক্সট্রিমে ফ্রি সাবস্ক্রিপশনও।
এয়ারটেলের ২৮৯ টাকার প্রিপেড প্ল্যান এই প্ল্যানেরও সময়সীমা ২৮ দিন। প্রতি দিন পেয়ে যাবেন দেড় জিবি ডেটা। এ ছাড়াও রয়েছে বিনামূল্যে ১০০ টি এসএমএস করার সুবিধে। বাড়তি পাওনা জি ফাইভ অ্যাপে এক মাসের জন্য বিনামূল্যে সাবস্ক্রিপশন। এ ছাড়াও রয়েছে ফাস্ট ট্যাগের ক্ষেত্রে ১৫০টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।
এয়ারটেলের ২৯৮ টাকার প্রিপেড প্ল্যান
এই প্ল্যানেরও সময়সীমা ২৮ দিন। প্রতি দিন পেয়ে যাবেন দুই জিবি ডেটা। সঙ্গে থাকছে এয়ারটেল এক্সট্রিম, উইঙ্ক মিউজিক এবং শাহ অ্যাকাডেমি তে ফ্রি সাবস্ক্রিপশনের সুযোগ। এখানেই শেষ নয়। গ্রাহক পেয়ে যাবেন বিনামূল্যে পছন্দের হ্যালো টিউন এবং একই সঙ্গে ফাস্ট ট্যাগের ক্ষেত্রে ১৫০টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।
আরও পড়ুন এ মাস থেকেই খেলতে পারবেন ভারতীয় অ্যকশন গেম ‘ফৌজি’
এয়ারটেলের ৩৯৮ টাকার প্রিপেড প্ল্যান এই প্ল্যানেরও সময়সীমা ২৮ দিন। প্রতি দিন পেয়ে যাবেন তিন জিবি ডেটা। সঙ্গে থাকছে অ্যামাজন প্রাইমে বিনামূল্যে এক মাসের সাবস্ক্রিপশন। এ ছাড়াও থাকছে বিনামূল্যে পছন্দের হ্যালো টিউন এবং একই সঙ্গে ফাস্ট ট্যাগের ক্ষেত্রে ১৫০টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগও।
এয়ারটেলের ৪৪৮ টাকার প্রিপেড প্ল্যান বাকি প্ল্যানগুলির মতো এই প্ল্যানেরও সময়সীমা ২৮ দিন। প্রতি দিন পাবেন ৩ জিবি ডেটা। এ ছাড়াও থাকছে ডিজনি প্লাস হটস্টারে বিনামূল্যে বার্ষিক ভিআইপি সাবস্ক্রিপশন পাওয়ার সুযোগ। এ ছাড়াও রয়েছে বিনামূল্যে পছন্দের হ্যালো টিউন এবং একই সঙ্গে ফাস্ট ট্যাগের ক্ষেত্রে ১৫০টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। থাকছে এয়ারটেল এক্সট্রিম, উইঙ্ক মিউজিক এবং শাহ অ্যাকাডেমি তে ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধেও।