1 মিনিটে Password ভেঙে ফেলছে AI, তা সে যত কঠিনই হোক না কেন! সুরক্ষার চাবিকাঠি?
PassGAN AI Password Cracker: গবেষণায় 15,680,000 পাসওয়ার্ডের একটি তালিকা পরীক্ষা করার জন্য PassGAN নামক একটি AI পাসওয়ার্ড ক্র্যাকার ব্যবহৃত হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, সর্বাধিক হারে ব্যবহৃত প্রায় 51 শতাংশ পাসওয়ার্ড এক মিনিটেরও কম সময়ে ক্র্যাক করতে সক্ষম হয়েছিল ওই AI নির্ভর পাসওয়ার্ড ক্র্যাকারটি।
AI Password Cracker: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তির পরখ করতে শুরু করে দিয়েছে এই বিশ্ব। কিছু মানুষ যেখানে AI-এর ক্ষমতা নিয়ে শঙ্কিত, কিছু মানুষ আবার তা থেকে উপকৃত হওয়ার একাধিক নতুন উপায় খুঁজে বের করেছেন। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মতো AI-এরও ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকই রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিগত কয়েক মাসে একটা নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। তা হল, কীভাবে এই প্রযুক্তি মানুষের সাইবার নিরাপত্তার সঙ্গে আপস করতে পারে। সাম্প্রতিকতম একটি সমীক্ষা অনুযায়ী, সাধারণত আমরা যে সব পাসওয়ার্ড বেশি করে ব্যবহার করি, AI সেগুলিকে এক মিনিটের মধ্যেই ক্র্যাক করতে পারে।
1 মিনিটে Password ক্র্যাক করতে পারে AI
হোম সিকিওরিটি হিরোজ়ের একটি সমীক্ষা অনুযায়ী, সাধারণ ভাবে ব্যবহৃত 50 শতাংশেরও বেশি পাসওয়ার্ড এক মিনিটেরও কম সময়ে ক্র্যাক করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। ওই গবেষণায় 15,680,000 পাসওয়ার্ডের একটি তালিকা পরীক্ষা করার জন্য PassGAN নামক একটি AI পাসওয়ার্ড ক্র্যাকার ব্যবহৃত হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, সর্বাধিক হারে ব্যবহৃত প্রায় 51 শতাংশ পাসওয়ার্ড এক মিনিটেরও কম সময়ে ক্র্যাক করতে সক্ষম হয়েছিল ওই AI নির্ভর পাসওয়ার্ড ক্র্যাকারটি। ওই সমীক্ষায় পরিষ্কার করে দেখানো হয়েছে, 65 শতাংশ পাসওয়ার্ড এক ঘণ্টার মধ্যে এবং 81 শতাংশ পাসওয়ার্ড এক মাসের মধ্যে লঙ্ঘিত হতে পারে AI দ্বারা।
AI যেখানে এক মিনিটের মধ্যেই পাসওয়ার্ড অনুমান করতে পারে, লক্ষণীয় বিষয়টি হল এটা তখনই সম্ভব হবে, যখন আপনার পাসওয়ার্ডও সহজে অনুমানযোগ্য হবে। কয়েকটা মাত্র অক্ষরের মেলবন্ধনে জেনেরিক পাসওয়ার্ড তৈরি করলেই এই সমস্যার সম্মুখীন হতে হবে। উদাহরণ হিসেবে, আপনার ফোন নম্বর, জন্মতারিখ ইত্যাদি যদি পাসওয়ার্ড হিসেবে সেট করে রাখেন, তাহলে তা ক্র্যাক করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য মামুলি বিষয়। এখন আপনার পাসওয়ার্ড যদি 18 অক্ষর লম্বা হয়, সেক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা তা সনাক্ত করতে আর একটু বেশি সময় নেয়।
গবেষণা থেকে একটা বিষয়ে পরিষ্কার হওয়া গিয়েছে যে, 18 বা তার বেশি সংখ্যা বা অক্ষরের পাসওয়ার্ডগুলিই AI Password Cracker থেকে অনেকটা হলেও নিরাপদ। এই দৈর্ঘ্যের পাসওয়ার্ড ক্র্যাক করতে অন্তত 10 মাস বা তার বেশি সময় লেগে গিয়েছে। পাশাপাশি বিভিন্ন চিহ্ন, সংখ্যা, বড় ও ছোট হাতের অক্ষরের সংমিশ্রণ সম্বলিত পাসওয়ার্ডগুলি সবচেয়ে নিরাপদ। কারণ, সেগুলি ক্র্যাক করতে AI-এর কয়েক লক্ষ বছর লেগে যেতে পারে।
সুরক্ষার চাবিকাঠি
এখন এই পাসওয়ার্ড বিভ্রাট এড়াতে একটাই কাজ করতে হবে আপনাকে। এমন পাসওয়ার্ড দেওয়া যাবে না, যা সহজে অনুমানযোগ্য। অন্তত 15 ক্যারেক্টার দৈর্ঘ্যের পাসওয়ার্ড দিতে হবে। সেখানে আপার কেস, লোয়ার কেস মিলিয়ে দুটো অক্ষর থাকলেও সে পাসওয়ার্ড AI-এর ভাঙার জন্য বেশ কঠিন হবে। কমন পাসওয়ার্ড অর্থাৎ ‘12345’, ‘Password’ এই সবগুলি আপনাকে অতি অবশ্যই এড়িয়ে চলতে হবে।