Bajaj Platina CNG: দেশের প্রথম CNG বাইক আনছে Bajaj, মাস ছয়েকের মধ্যেই বাজারে

Bajaj CNG Bike: এখনও পর্যন্ত দেশে সিএনজি পাওয়ার্ড টু-হুইলার দেখা যায়নি। সেই কাজটাই এবার করতে চলেছে Bajaj Auto। দেশের প্রথম বাইক প্রস্তুতকারক সংস্থা হিসেবে CNG চালিত মোটরসাইকেল নিয়ে আসছে বাজাজ। জানা গিয়েছে, সেটি 110cc CNG Platina হতে চলেছে। এই খবরে এখনও পর্যন্ত সিলমোহর পড়েনি ঠিকই, তবে বাজাজ যে তার CNG Platina নিয়ে কাজ করছে, সে বিষয়ে ইঙ্গিত মিলেছে।

Bajaj Platina CNG: দেশের প্রথম CNG বাইক আনছে Bajaj, মাস ছয়েকের মধ্যেই বাজারে
বাজারে সিএনজি বাইক নিয়ে আসছে বাজাজ।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 1:21 PM

Bajaj Platina CNG: পেট্রল-ডিজ়েল ব্যতিরেকে বিকল্প জ্বালানিতে চারচাকা ও দু’চাকা চলতে শুরু করেছে দেশে। একের পর এক ইলেকট্রিক ভেহিকল লঞ্চ হয়েছে দেশে। ইলেকট্রিক টু-হুইলার এবং ফোর-হুইলার দুই-ই সমানতালে লঞ্চ হয়েছে। তার পাশাপাশিই আবার কম্প্রেসড ন্যাচেরাল গ্যাস অর্থাৎ CNG চালিত গাড়িও লঞ্চ করেছে। যদিও এখনও পর্যন্ত দেশে সিএনজি পাওয়ার্ড টু-হুইলার দেখা যায়নি। সেই কাজটাই এবার করতে চলেছে Bajaj Auto। দেশের প্রথম বাইক প্রস্তুতকারক সংস্থা হিসেবে CNG চালিত মোটরসাইকেল নিয়ে আসছে বাজাজ। জানা গিয়েছে, সেটি 110cc CNG Platina হতে চলেছে। এই খবরে এখনও পর্যন্ত সিলমোহর পড়েনি ঠিকই, তবে বাজাজ যে তার CNG Platina নিয়ে কাজ করছে, সে বিষয়ে ইঙ্গিত মিলেছে।

Bajaj CNG বাইক

সম্প্রতি একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, Bajaj একটি 110cc বাইক নিয়ে কাজ করছে, যা CNG দ্বারা চালিত হবে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সেই বাইকের কোডনেম Bruzer E101। ডেভেলপমেন্টের এক্কেবারে চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে মোটরসাইকেলটি। অন্যান্য CNG ভেহিকলগুলির মতো এই Bajaj Platina CNG বাইকের চালকরাও সুইচ করে নিতে পারবেন সিএনজি এবং প্রথাগত পেট্রল জ্বালানির মধ্যে।

প্রাথমিক ভাবে Bajaj-এর পরিকল্পনা ছিল, প্রতি বছরে 1-1.2 লাখ সিএনজি ভেহিকল তৈরি করা। সেই সংখ্যাটাই বাড়ানোর কথাও ভাবছে বাজাজ অটো। তারা চাইছে বছরে অন্তত 2 লাখ বা তার কিছুটা বেশিই সিএনজি ভেহিকল তৈরি করতে। সুখবরটি হল, বাজারের এই 110cc CNG বাইকের প্রথম কয়েকটি প্রোটোটাইপ এর মধ্যে তৈরিও হয়ে গিয়েছে। রিপোর্ট থেকে জানা গিয়েছে, বাজাজের সিএনজি বাইকগুলি ঔরঙ্গাবাদে কোম্পানির প্ল্যান্টে তৈরি করা হবে। পরবর্তীতে বাজাজের পান্তনগর কারখানাতেও সিএনজি বাইকগুলি তৈরি করা হতে পারে।

আগামী 6 থেকে 12 মাসের মধ্যেই Bruzer E101 সিএনজি বাইকটি তার ‘Platina’ নেমট্যাগ নিয়ে বাজারে হাজির হবে। সারা দেশে সিএনজি পরিকাঠামো উন্নত হওয়ার সঙ্গে বিকল্প জ্বালানির গাড়ির বৃদ্ধি করার সরকারের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তাতে অনেকটাই গতি দেবে বাজাজের এই যুগান্তকারী বাইক। একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, Bajaj Platina CNG দেশে খুবই কম দামে লঞ্চ করা হবে।