Ola-র সব ই-স্কুটারে 1 মাসের জন্য ঢালাও অফার, এক্কেবারে 17,500 টাকা পর্যন্ত ছাড়
Bharat EV Fest সেল নিয়ে হাজির হয়েছে Ola Electric। উৎসবের মরশুমে নতুন ক্রেতারা Ola ই-স্কুটার ক্রয় করতে চাইলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। ওলা-র প্রায় সব শোরুম থেকেই এই সেলের অফারগুলি পাওয়া যাবে। 16 অক্টোবর থেকে শুরু হয়ে 15 নভেম্বর পর্যন্ত চলবে এই ভারত ইভি ফেস্ট। প্রায় এক মাস ব্যাপী এই ফেস্টিভ্যালে কোন কোন স্কুটারে কত টাকা পর্যন্ত ছাড় পাবেন, জেনে নিন।
সামনেই দীপাবলি। তার আগে Ola Electric তাদের বিবিধ রেঞ্জের প্রোডাক্টে আকর্ষণীয় ছাড়ের ঘোষণা করল। Bharat EV Fest সেল নিয়ে হাজির হয়েছে ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থাটি। উৎসবের মরশুমে নতুন ক্রেতারা Ola ই-স্কুটার ক্রয় করতে চাইলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। ওলা-র প্রায় সব শোরুম থেকেই এই সেলের অফারগুলি পাওয়া যাবে। 16 অক্টোবর থেকে শুরু হয়ে 15 নভেম্বর পর্যন্ত চলবে এই ভারত ইভি ফেস্ট। প্রায় এক মাস ব্যাপী এই ফেস্টিভ্যালে কোন কোন স্কুটারে কত টাকা পর্যন্ত ছাড় পাবেন, জেনে নিন।
Ola Electric Bharat EV Fest: কোন ইলেকট্রিক স্কুটারে কত টাকার ছাড়
1) প্রথমেই থাকছে এক্সচেঞ্জ অফার। আপনার পুরনো স্কুটার বদলে যদি নতুন ওলা ইলেকট্রিক স্কুটারে নিজেকে আপগ্রেড করে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 10,000 টাকার এক্সচেঞ্জ বোনাস। ওলা ইলেকট্রিকের অফিসিয়াল এক্সপিরিয়েন্স স্টোর থেকেও এই অফার পেয়ে যাবেন।
2) IDFC, BOB, SCB, Yes Bank, Federal, ICICI এবং HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এই সেল থেকে আপনি 5% বা 5,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। আবার ওয়ানকার্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারীরাও 10% বা 7,500 টাকা পর্যন্ত ছাড় পাবেন।
3) HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্যও থাকছে নো-কস্ট ইএমআই অপশন। 3 এবং 6 মাসের জন্য অফারটি পাবেন কাস্টমাররা। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, ইএমআই অফারে ওলা ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে জ়িরো প্রসেসিং ফি এবং জ়িরো ডাউন পেমেন্ট দিতে হবে।
4) ওলা প্রোডাক্টগুলির উপরে থাকছে তিন বছরের ব্যাটারি ওয়ারান্টি। আবার Ola S1 Pro (2nd Generation)-এর ক্রেতারা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই দুই বছরের এক্সটেন্ডেড ওয়ারান্টি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। সব মিলিয়ে মোট পাঁচ বছরের ওয়ারান্টি পেয়ে যাচ্ছেন ক্রেতারা।
5) আবার Ola S1 ক্রেতারা 50% ছাড় পেয়ে যাবেন এক্সটেন্ডেড ব্যাটারি ওয়ারান্টির উপরে।