Driving License New Rules 2022: ঝক্কি এড়াতে জুলাইয়ের আগেই ড্রাইভিং লাইসেন্স করে নিন, না হলে পস্তাবেন!

1st July, 2022: ড্রাইভিং লাইসেন্স করিয়েছেন? যদি না করান, তাহলে ১ জুলাইয়ের আগে করে ফেলুন। কারণ, ১ জুলাই থেকে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার নিয়মে একাধিক বদল হতে চলেছে। এখনই জেনে নিন নতুন নিয়মগুলি সম্পর্কে।

Driving License New Rules 2022: ঝক্কি এড়াতে জুলাইয়ের আগেই ড্রাইভিং লাইসেন্স করে নিন, না হলে পস্তাবেন!
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2022 | 6:57 PM

গাড়ি চালানো শিখছেন? আর শেখা হয়ে গেলেই একটা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তার জন্য যে ড্রাইভিং লাইসেন্স (Driving License) দরকার। তা হলে জেনে নিন, ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার একাধিক নতুন নিয়ম (New Rules 2022) লাগু করতে চলেছে ভারত সরকার। বলা ভাল, পুরনো নিয়মগুলো বদলে যেতে চলেছে। আপনি যদি চার চাকা বা দু’চাকা গাড়ি চালান, তাহলে নিশ্চয়ই জানেন যে, এখন আর রিজিওনাল ট্রান্সপোর্টেশন অফিস বা আরটিও-তে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হয় না। এই নিয়মটা অনেক দিন আগে চালু হলেও সম্প্রতি কেন্দ্রের সড়ক ও মোটরওয়েজ় মন্ত্রণালয়ের তরফ থেকে ড্রাইভারের লাইসেন্স সংগ্রহ করার নিয়মগুলি মডিফাই করা হয়েছে। ১ জুলাই, ২০২২ থেকে কার্যকর হতে চলেছে ড্রাইভিং লাইসেন্স নতুন নিয়ম ২০২২। ৫ পয়েন্টে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নতুন নিয়ম সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।

১) ড্রাইভিং লাইসেন্স নতুন নিয়ম ২০২২

১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার নতুন নিয়ম। এই নতুন নিয়মের আওতায় কেবল মাত্র প্রাইভেট ড্রাইভিং সেন্টারগুলি অপারেট করা হবে, তা সে রাজ্যের ট্রান্সপোর্ট অথরিটি হোক বা হোক সে কেন্দ্রের। ৫ বছরের জন্য এই সেন্টারগুলি বৈধ থাকবে এবং পরবর্তীতে সময়ান্তরে সেগুলিকে রিনিউ করা হবে।

২) ড্রাইভিং টেস্টের দরকার হবে না

ডিপার্টমেন্ট অফ রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট রেগুলেশনস অনুযায়ী, রাজ্য দ্বারা স্বীকৃত ড্রাইভিং ট্রেনিং সেন্টারে পরীক্ষায় আপনি পাশ করলেই আপনার আর আরটিও অফিসে গিয়ে ড্রাইভিং টেস্ট দেওয়ার প্রয়োজন হবে না। ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার জন্য প্রাইভেট ড্রাইভার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেটই যথেষ্ট।

৩) প্রাইভেট ড্রাইভিং ট্রেনিং সেন্টার খোলার নিয়ম

প্রাইভেট ড্রাইভিং ট্রেনিং সেন্টার খোলারও এখন একাধিক নতুন নিয়ম রয়েছে। সেগুলি একবার দেখে নিন –

১) দু’চাকা বা চার চাকা গাড়ির ট্রেনিং সেন্টার খুলতে অন্তত ১ একর জমি থাকতে হবে। বড় গাড়ির ক্ষেত্রে দরকার হবে ২ একর জমির।

২) প্রাইভেট ড্রাইভিং ট্রেনিং সেন্টারের একটি স্টিমুলেটর এবং টেস্ট ট্র্যাক থাকতে হবে।

৩) যিনি প্রশিক্ষণ দেবেন, তাঁর হাই স্কুল ডিপ্লোমা এবং অন্ততপক্ষে ৫ বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে।

৪) ট্রেনিং সেন্টারের ইনফর্মেশন টেকনোলজি এবং বায়োমেট্রিক সিস্টেম থাকতে হবে।

৫) ট্রান্সপোর্ট অথরিটির কারিকুলাম অনুযায়ী, ট্রেনিং সেন্টারটিকে হাই-কোয়ালিটি ড্রাইভিং ট্র্যাক টেস্ট করতে হবে।

৬) লাইট ভেহিকলের ক্ষেত্রে ট্রেনিং চলতে পারে ২৯ ঘণ্টার (৮ ঘণ্টা থিওরি এবং ২১ ঘণ্টা প্র্যাক্টিক্যাল) জন্য এবং শুরু করার ৪ সপ্তাহের মধ্যেই তা শেষ করতে হবে।

৭) মিডিয়াম ও হেভি মোটর ভেহিকলসের ক্ষেত্রে অন্তত ৩৮ ঘণ্টা (৭ ঘণ্টা থিওরি এবং ৩১ ঘণ্টা প্র্যাক্টিক্যাল) ট্রেনিং চলতে পারে এবং ৬ সপ্তাহের মধ্যেই তা শেষ করতে হবে।

৪) ড্রাইভিং লাইসেন্সের ভিন্ন ধরন

ব্যক্তিগত ও চিরস্থায়ী ড্রাইভারের লাইসেন্স

এমসি ৫০সিসি – ৫০সিসি বা তার কমের ইঞ্জিন ক্যাপাসিটির মোটরসাইকেল।

এমসি ইএক্স৫০সিসি – গিয়ার এবং ৫০সিসি বা তার বেশি ইঞ্জিন ক্যাপাসিটির দু’চাকা ও চার চাকা এলএমভি।

এমসিডব্লুওজি/এফভিজি – যে কোনও ইঞ্জিন ক্যাপাসিটির মোটরসাইকেল কিন্তু গিয়ার ছাড়া।

এম/সিওয়াইসিএল.ডব্লুজি – গিয়ার-সহ এবং ছাড়া সমস্ত মোটরসাইকেল।

এলএমভি-এনটি – নন-ট্রান্সপোর্টের ক্ষেত্রে লাইট মোটর ভেহিকলস বা এলএমভি-র।

কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স

এইচএমভি – হেভি মোটর ভেহিকলস।

এইচজিএমভি – হেভি গুডস মোটর ভেহিকল।

এইচজিএমভি – হেভি গুডস মোটর ভেহিকল।

এইচপিএমভি/এইচটিভি – হেভি প্যাসেঞ্জার মোটর ভেহিকল/হেভি ট্রান্সপোর্ট ভেহিকল।

এমজিভি – মিডিয়াম গুডস ভেহিকল।

এলএমভি – মোটরকার, ডেলিভারি ভ্যানস, জিপ এবং ট্যাক্সি।

ট্রেলার – হেভি ট্রেলার লাইসেন্স।

এই সব কিছুর পরেও আবার রয়েছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স।

৫) ড্রাইভিং লাইসেন্সের আবেদন জানাতে কী কী ডকুমেন্ট দরকার

১) বয়সের প্রমাণপত্র (বার্থ সার্টিফিকেট/পাসপোর্ট/প্যান কার্ড, ইত্যাদি)।

২) ঠিকানার প্রমাণপত্র (রেশন কার্ড/পাসপোর্ট/আধার কার্ড, ইত্যাদি)।

৩) একটি পাসপোর্ট সাইজ ছবি।

৪) চারটি অ্যাপ্লিকেশন ফর্ম (ফর্ম ১ এবং ফর্ম ১এ ব্যবহৃত হয় মেটিক্যাল সার্টিফিকেটের জন্য)।