দামি হচ্ছে Hero-র সব বাইক ও স্কুটার, Passion থেকে Maestro কিনতে এখন কত খরচ হবে, জেনে নিন
Hero MotoCorp Price Hike: হিরো-র প্রত্যেকটি মোটরবাইক ও স্কুটারের দাম কমপক্ষে 1.5% করে বাড়ানো হবে। এখন কোন মডেলের দাম কত টাকা বাড়ানো হবে, তা নির্ভর করছে সেই নির্দিষ্ট বাইক বা স্কুটারের উপরে।
Hero মোটরসাইকেল ভক্তদের জন্য দুঃসংবাদ! Hero MotoCorp তাদের প্রায় সব মোটরসাইকেল এবং স্কুটারের দাম বাড়াতে চলেছে। গত শুক্রবার, 30 জুন সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। হিরো-র প্রত্যেকটি মোটরবাইক ও স্কুটারের দাম কমপক্ষে 1.5% করে বাড়ানো হবে। এখন কোন মডেলের দাম কত টাকা বাড়ানো হবে, তা নির্ভর করছে সেই নির্দিষ্ট বাইক বা স্কুটারের উপরে।
এই মুহূর্তে কোম্পানির ঝুলিতে যে কয়েকটি মোটরসাইকেল রয়েছে, সেগুলি হল HF 100, HF Deluxe, Splendor+, Splendor+ Xtec, Super Splendor, Super Splendor Xtec, Passion+, Passion Xtec, Glamour, Glamour Xtec, Glamour Canvas, Xtreme 160R, Xtreme 160R 4V, Xtreme 200S, Xpulse 200 4V এবং Xpulse 200T 4V। হিরো মোটোকর্পের তরফে একটি বিবৃতি জারি করা বলা হচ্ছে, “ইনপুট খরচ এবং ব্যবসায়িক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিভিন্ন সময়ে মোটরবাইকের দাম বাড়ানো হয়। এবারও আমরা সেরকমই কিছু প্রাইস রিভিউ করেছি, যাতে গ্রাহকদের খুব একটা অসুবিধা না হয়।”
সংস্থাটি আরও যোগ করে লিখছে, ‘গ্রাহকমহলে যাতে প্রভাব না পড়ে, তার জন্য আমরা বেশ কিছু ফাইন্যান্সিং প্রোগ্রামও নিয়ে আসব।’ Hero MotoCorp-এর তরফে জানানো হয়েছে, দেশের বেশিরভাগ অংশেই বর্ষার আগমন এবং অন্যান্য অর্থনৈতিক সূচকগুলি চাহিদা বৃদ্ধির জন্য ভাল দিক নির্দেশ করছে। সামনের উৎসবের মরশুমে বিক্রিবাট্টাও যে ভালই হবে, সেই কথাটাও জানিয়েছে সংস্থাটি।
জুন মাসের শুরুতে Hero MotoCorp তাদের দীর্ঘ প্রতীক্ষিত 160R 4V 2023 মোটরবাইকটি নিয়ে আসে, যার দাম 1,27,300 টাকা থেকে 1,36,500 টাকার (দিল্লির এক্স-শোরুম) মধ্যে। এই বাইকে রয়েচে 163cc 4-ভাল্ভ এয়ার কুলড ইঞ্জিন, যা 16.9PS সর্বাধিক পাওয়ার জেনারেট করে এবং 14.6Nm পিক টর্ক দিতে পারে। ইঞ্জিনটি পেয়ার করা হয়েছে একটি 5 স্পিড গিয়ারবক্সের সঙ্গে।