Honda Amaze Facelift 2021 : মাত্র ২১,০০০ টাকায় প্রি-বুক করা যাবে হোন্ডা অ্যামেজের নতুন মডেল

হোন্ডা-এর (Honda) তরফ থেকে জানানো হয় যে তারা চলতি বছরের ১৮ অগাস্ট তাদের Amaze Facelift গাড়িটি বাজারে আনবে। গাড়িটির প্রস্তুতকারি সংস্থা হিসেবে হোন্ডার তরফ থেকে প্রি-বুকিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।

Honda Amaze Facelift 2021 : মাত্র ২১,০০০ টাকায় প্রি-বুক করা যাবে হোন্ডা অ্যামেজের নতুন মডেল
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 5:39 PM

হোন্ডা-এর (Honda) তরফ থেকে জানানো হয় যে তারা চলতি বছরের ১৮ অগাস্ট তাদের Amaze Facelift গাড়িটি বাজারে আনবে। গাড়িটির প্রস্তুতকারি সংস্থা হিসেবে হোন্ডার তরফ থেকে প্রি-বুকিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। এই গাড়িটি যে কেউ হোন্ডা অনুমোদিত শোরুম থেকে ২১,০০০ টাকায় বুক করতে পারবেন। এছাড়াও, যারা অনলাইনেও ৫,০০০ টাকায় অগ্রিম বুকিং করার সুবিধে থাকছে।

হোন্ডার তরফ থেকে জানানো হয়েছে, Amaze Facelift-এর ভেতরের পরিকাঠামো অনেক বেশি উন্নত। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফিচার থাকবে এই গাড়িতে। বিস্তারিতভাবে না জানানো হলেও, টাচস্ক্রিন থেকে শুরু করে আরও যাবতীয় নতুন বৈশিষ্ট্যগুলি থাকবে বলেই অনুমান করা হচ্ছে।

নতুন এই গাড়িটিতে থাকছে দু’ধরনের ইঞ্জিনের অপশন। ১) ১.৫ লিটারের i-DTEC ডিজেল ইঞ্জিন, ২) ১.২ লিটারের i-VTEC পেট্রল ইঞ্জিন। পেট্রল ইউনিটটি প্রায় ৯০ পিএস ক্ষমতা প্রদান করতে সক্ষম, এর সঙ্গে ১১০ এনএম-এর পিক টর্ক প্রদান করতেও সক্ষম ইঞ্জিনের এই ইউনিটটি। অন্যদিকে, ডিজেল ইউনিটটি প্রায় ১০০ পিএস ক্ষমতা দিতে পারবে আর সঙ্গে ২০০ এনএম-এর পিক টর্ক দিতে সক্ষম।

এই মুহূর্তে হোন্ডা অ্যামেজের দাম ৬.২২-৯.৯৯ লাখের মধ্যে। হোন্ডা অ্যামেজের এই নতুন ভার্সেনের দাম তুলনায় এর চেয়ে বেশিই হবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই। হোন্ডা অ্যামেজ হোন্ডার অন্যতম বহুল পরিমাণে বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে প্রথম সারির গাড়ি।