₹5.68 লাখে Grand i10 Nios ফেসলিফ্ট নিয়ে এল Hyundai, কড়া টক্কর Maruti Swift-এর সঙ্গে
ভারতে Grand i10 Nios গাড়িটির Facelift মডেল লঞ্চ করল Hyundai। গাড়িটির দাম রাখা হয়েছে 5.68 লাখ টাকা (এক্স-শোরুম)। এর ফিচার ও স্পেসিপিকেশন সংক্রান্ত সব তথ্য জেনে নিন।
নয়ডার Auto Expo 2023 ইভেন্টে বুকিং ওপেন হয়েছিল। তার হাতে গোনা কয়েক দিনের মধ্যেই ভারতে Grand i10 Nios গাড়িটির ফেসলিফ্ট মডেল লঞ্চ করল Hyundai। গাড়িটির দাম রাখা হয়েছে 5.68 লাখ টাকা (এক্স-শোরুম)। আগের Grand i10 Nios মডেলের থেকে নতুন ফেসলিফ্ট গাড়িটিতে তেমন কিছু ফারাক নেই। এক্সটিরিয়ারের দিক থেকে গাড়িটি কিছু স্টাইলিং আপডেট পেয়েছে। গাড়িটির কেবিনে নতুনত্ব রয়েছে, সেই সঙ্গে ইঞ্জিন লাইনআপ আরও স্ট্রিমলাইনড করা হয়েছে।
এখন ক্রেতাদের কাছে একটি পেট্রোল বা সিএনজি ইঞ্জিনের বিকল্প রয়েছে যার আগেরটি ম্যানুয়াল এবং এএমটি গিয়ারবক্স বিকল্পের সঙ্গে উপলব্ধ। লেটেস্ট হ্যাচব্যাকটি মোট 4টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ইরা, ম্যাগনা, স্পোর্টজ এবং আস্তা।
কসমেটিক ফ্রন্টে Grand i10 Nios ফেসলিফ্ট মডেলটিতে নতুন ডিজাইন করা LED DRLসহ সামনে আরও চওড়া আয়তক্ষেত্রাকার গ্রিল দেওয়া হয়েছে। টপ এন্ড মডেলগুলিতে রয়েছে নতুন ডিজাইনের অ্যালয় হুইল। গাড়ির পিছনে রয়েছে টেইল ল্যাম্প এবং পিছনের হ্যাচগুলিকে সংশোধন করা হয়েছে। সেই সঙ্গেই আবার পিছনের লাইট ক্লাস্টারগুলির সঙ্গে সংযোগকারী একটি লাইটবারও যোগ করা হয়েছে।
গাড়িটির অন্দরমহল তথা কেবিনে কিছু অতিরিক্ত সরঞ্জাম এবং সিট ফ্যাবরিক আগের মডেলের তুলনায় পরিবর্তিত হয়েছে। পাশাপাশি জেনেরিক অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের স্যুইচও অন্তর্ভুক্ত রয়েছে। ক্রেতাদের একটি ডুয়াল-টোন গ্রে বা অল-ব্ল্যাক কেবিন ফিনিশ দেওয়া হবে এবং পরবর্তীতে তাতে লাল বা সবুজ হাইলাইট থাকবে বলেও জানা গিয়েছে।
Nios ফেসলিফ্টটি পূর্বে উপলব্ধ 1.0-লিটার T-GDi টার্বো-পেট্রোল ইঞ্জিন থাকছে না। সমস্ত ভ্যারিয়েন্টগুলি ফ্যামিলিয়ার 1.2 লিটার ন্যাচেরালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনের সঙ্গে অফার করা হচ্ছে, যা 82 bhp এবং 113.8 Nm এর জন্য একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। ম্যাগনা ভ্যারিয়েন্টে একটি 5 স্পিড AMT ইউনিটের বিকল্প রয়েছে, যেখানে ম্যাগনা অ্যান্ড স্পোর্টস ভ্যারিয়েন্টে একটি ফ্যাক্টরি-ফিটেড সিএনজি কিট ব্যবহার করা যেতে পারে।
Nios CNG একটি 1.2 লিটার ইউনিট ব্যবহার করে। কিন্তু CNG বার্ন করার সময় 68 bhp এবং 95.2 Nm ইউনিট ডেভেলপ করে। Nios CNG শুধুমাত্র একটি ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে উপলব্ধ। Hyundai-এর তরফ থেকে বলা হচ্ছে, গাড়িটির দুটি ইঞ্জিনই বিকল্প E20 রেডি, অর্থাৎ 20 শতাংশ ইথানল-পেট্রোল মিশ্রণে চলতে সক্ষম।
ইকুইপমেন্টের জন্য Nios গাড়িটি কিছু উল্লেখযোগ্য আপগ্রেড পেয়েছে, বিশেষ করে সুরক্ষার বিষয়টা দেখতে গেলে। গাড়িটির ডুয়াল ফ্রন্ট এবং সাইড এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড করা হয়েছে। অন্য দিকে Asta-য় দেওয়া হয়েছে কার্টেন এয়ারব্যাগ। ম্যাগনা, স্পোর্টস এবং অ্যাস্টা তিনটি ভ্যারিয়েন্টেই থাকছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। আবার ম্যাগনা AMT, স্পোর্টস এবং অ্যাস্টা-য় থাকছে হিল স্টার্ট অ্যাসিস্ট এবং ESC।
কম্ফোর্ট এবং কনভিনিয়েন্সের জন্য গাড়িটির টপ ভ্যারিয়েন্টে 8.0 ইঞ্চির টাচস্ক্রিন ও তার সঙ্গে স্মার্টফোন ইন্টিগ্রেশন, কিলেস গো, ক্রুজ় কন্ট্রোল, অটো ক্লাইমেট কন্ট্রোল, অটো হেডল্যাম্প-সহ আরও একাধিক ফিচার রয়েছে।
Maruti Suzuki Swift-এর সঙ্গে জোরদার টক্কর দিতে পারবে এই Grand i10 Nios ফেসলিফ্ট।