ফ্রান্সের জনপ্রিয় Ligier Mygi ভারতে আসছে MG Comet EV-র সঙ্গে টক্কর দিতে, সবথেকে সস্তার ইলেকট্রিক গাড়ি
Affordable EV In India: Ligier-এর সবথেকে সস্তার ইলেকট্রিক গাড়ি হল Mygi Electric Car। তিন দরজার এই গাড়িটিকেই ভারতের রাস্তায় দেখা গিয়েছে। আর সেই Ligier Mygi ইলেকট্রিক গাড়িটিকেই এবার ভারতের বাজারে নামানো হতে পারে MG Comet EV-র সঙ্গে টক্কর দেওয়ার জন্য।
Ligier Mygi EV In India: দিনটা খুব একটা দেরি নেই, যখন আপনার সাধ্যের মধ্যেই একটা ইলেট্রিক গাড়ি কিনতে পারবেন। মোটরস্পোর্ট নিয়ে যদি আপনার আগ্রহ থাকে, তাহলে নিশ্চয়ই ফ্রেঞ্চ কোম্পানি Ligier-এর নাম শুনে থাকবেন। কার রেসিং যদি আপনাকে উত্তেজিত করে, তাহলে Ligier-এর নাম তো অতি অবশ্যই শুনবেন! এই কোম্পানির একাধিক স্পোর্টস কার দেখা যেত 1970-1975 এবং 1976-1996 সময়কালের মধ্যে। কোম্পানির ঝুলিতে এই মুহূর্তে একাধিক মাইক্রো ইলেকট্রিক কার, CV রয়েছে। সংস্থাটি তাদের 50 তম বছরে ফ্রান্সের মার্কেটে একটি স্পোর্টস কার নিয়ে আসবে বলেও জানা গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ফ্রান্সের একটা কোম্পানির গাড়ি নিয়ে ভারতে এত মাতামাতির কী আছে! Ligier এবার ভারতেও তাদের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে। সম্প্রতি দেশের রাস্তায় গাড়িটি টেস্টিংয়ের সময় তার একটি ছবিও প্রকাশ্যে এসেছে।
Ligier-এর সবথেকে সস্তার ইলেকট্রিক গাড়ি হল Mygi Electric Car। তিন দরজার এই গাড়িটিকেই ভারতের রাস্তায় দেখা গিয়েছে। আর সেই Ligier Mygi ইলেকট্রিক গাড়িটিকেই এবার ভারতের বাজারে নামানো হতে পারে MG Comet EV-র সঙ্গে টক্কর দেওয়ার জন্য।
Ligier Mygi Electric Car
ভারত অত্যন্ত দ্রুততার সঙ্গে ইলেকট্রিক গতিশীলতায় মুভ করছে! বিগত এক দুই বছরে একাধিক ইলেকট্রিক গাড়ি লঞ্চ হয়েছে দেশে। এই মুহূর্তে ভারতে মোট 28টি ইলেকট্রিক গাড়ি বিক্রি করা হয়। তাদের মধ্যে সবথেকে সস্তার হল MG Comet EV, যার দাম শুরু হচ্ছে 7.98 লাখ টাকা থেকে। ভারতে Ligier Mygi Electric Car গাড়িটি তারও কম দামেই লঞ্চ করা হতে পারে, যদি MG Comet EV-র সঙ্গে প্রতিযোগিতা করতেই হয়। ফ্রান্সে এই গাড়িটি সবথেকে সস্তার। সে দেশে এই গাড়ির দাম EUR 13,995 থেকে EUR 21,695 এর মধ্যেই, যা ভারতীয় মুদ্রায় 12.57 লাখ টাকা থেকে 19.49 লাখ টাকার মধ্যে। কিন্তু ভারতে গাড়িটির দাম এত হবে না।
Ligier Mygi EV: গাড়িতে বিশেষ কী রয়েছে
Ligier Mygi ইলেকট্রিক গাড়িটি মোট টারটি ভিন্ন ট্রিমে পাওয়া যায় ইউরোপের মার্কেটে। সেগুলি হল G.OOD, I.DEAL, E.PIC এবং R.EBEL। এদের মধ্যে প্রথম দুটি মডেলের রেঞ্জ এক চার্জে 63 কিলোমিটার। এদের মধ্যে G.OOD বেস মডেলটিতে রয়েছে 13 ইঞ্চির স্টিল হুইল। এই মডেলটিতে কোনও অডিও সিস্টেম না থাকলেও চারটি ডিস্ক ব্রেক অফার করে বেস ভার্সনটি। পরবর্তী I.DEAL গাড়িতে 14” অ্যালয় হুইল এবং 1-DIN অডিও সিস্টেম রয়েছে।
শেষ দুটি ট্রিম এক চার্জে 123 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। রয়েছে 15 ইঞ্চির অ্যালয় হুইল এবং 10 ইঞ্চির টাচ স্ক্রিন সিস্টেম। Android Auto এবং Apple CarPlay সাপোর্ট করে এই ভার্সন দুটি। রয়েছে একটি রিভার্স ক্যামেরা ও তার সঙ্গে ডিজ়াইনেও সামান্য বদল রয়েছে বেস মডেল দুটির থেকে।