Odysse E2GO ই-স্কুটারের নতুন ‘Graphene’ ভ্যারিয়েন্ট, দাম মাত্র 63,650 টাকা

Odysse E2GO Graphene ইলেকট্রিক স্কুটারের দাম দেশের বাজারে 63,650 টাকা (এক্স-শোরুম, আমেদাবাদ)। এক্কেবারে বেস মডেলের এই দাম রাখা হয়েছে। কাস্টমাররা চাইলে Flipkart থেকে এই মডেলটি অর্ডার করতে পারেন। মজাদার ব্যাপারটি হল, এই স্কুটার আপনি বাইরে নিয়ে বেরোতে পারবেন কোনও ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন ছাড়াই।

Odysse E2GO ই-স্কুটারের নতুন 'Graphene' ভ্যারিয়েন্ট, দাম মাত্র 63,650 টাকা
এই স্কুটার চালাতে ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে না।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 9:15 AM

Latest Electric Scooter: ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থা Odysse তাদের জনপ্রিয় একটি ইলেকট্রিক স্কুটারের নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। সেই দেশি Odysse E2GO বৈদ্যুতিক স্কুটারটির নতুন ভ্যারিয়েন্টের নাম গ্র্যাফিন (Graphene)। মডেলটির দাম দেশের বাজারে 63,650 টাকা (এক্স-শোরুম, আমেদাবাদ)। এক্কেবারে বেস মডেলের এই দাম রাখা হয়েছে। কাস্টমাররা চাইলে Flipkart থেকে এই মডেলটি অর্ডার করতে পারেন। এছাড়া নিকটবর্তী ডিলারশিপে গেলেও পেয়ে যাবেন Odysse E2GO Graphene ইলেকট্রিক স্কুটারটি। মজাদার ব্যাপারটি হল, এই স্কুটার আপনি বাইরে নিয়ে বেরোতে পারবেন কোনও ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন ছাড়াই।

E2GO Graphene ইলেকট্রিক স্কুটারটি এক চার্জে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এতে রয়েছে একটি পোর্টেবল ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় মাত্র আট ঘণ্টা। একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে এই ই-স্কুটারে রয়েছে কিলেস ইলেকট্রিক স্টার্ট সিস্টেম, USB চার্জিং, অ্যান্টি-থেফট লক, ডিজিটাল স্পিডোমিটার। Odysse E2GO-এর নতুন ভ্যারিয়েন্টের উপরে তিন বছরের ওয়ারান্টি দিচ্ছে সংস্থাটি।

মোট ছয়টি কালার অপশন রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের: ম্যাট ব্ল্যাক, কম্ব্যান্ট রেড, স্কারলেট রেড, টিল গ্রিন, অ্যাজ়িওর ব্লু এবং কম্ব্যাট ব্লু। শহুরে থেকে গ্রামীণ, মফস্সল- সবরকমের চালকদের জন্য স্কুটারটি আদর্শ। নতুন বিদ্যুচ্চালিত স্কুটার সম্পর্কে কোম্পানির সিইও নেমিন ভোরা বলছেন, “ইলেকট্রিক মোবিলিটি স্পেসে আমাদের কম দাম, দুর্দান্ত কোয়ালিটি এবং অভিনবত্বের মিশেল হল E2GO-এর গ্রাফিন ভ্যারিয়েন্টটি।”

এই গ্রাফিন মডেলটি ছাড়া Odysse E2GO ইলেকট্রিক স্কুটারের আরও তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে- E2GO, E2GO + এবং E2GO PRO। কোম্পানির ই-স্কুটার পোর্টফোলিওতে আরও তিনটি মডেল রয়েছে। সেগুলি হল, Hawk, V2 এবং V2+। এই রেঞ্জে রয়েছে দুটি ইলেকট্রিক বাইকও, যাদের নাম EVOQIS এবং Vader।