TVS Jupiter 125 লঞ্চ হয়ে গেল 96,855 টাকায়, SmartXonnect-এর মতো জরুরি ফিচার
TVS Jupiter 125 স্কুটারটি লঞ্চ করা হয়েছে 96,855 টাকায় (এক্স-শোরুম প্রাইস)। নতুন টিভিএস জুপিটার স্কুটারের মোট দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, তার একটি এলিগ্যান্ট রেড এবং এপরটি ম্যাট কপার ব্রোঞ্জ। TVS Jupiter 125 স্কুটারটি টক্কর দেবে TVS Ntorq 125, Honda Activa 125 এবং Suzuki Access 125-এর সঙ্গে।
TVS এবার ভারতের বাজারে Jupiter 125 স্কুটার নিয়ে এল। নতুন TVS Jupiter 125 স্কুটারের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে SmartXonnect ব্লুটুথ কানেক্টিভিটি। স্কুটারটি লঞ্চ করা হয়েছে 96,855 টাকায় (এক্স-শোরুম প্রাইস)। নতুন টিভিএস জুপিটার স্কুটারের মোট দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, তার একটি এলিগ্যান্ট রেড এবং এপরটি ম্যাট কপার ব্রোঞ্জ। TVS Jupiter 125 স্কুটারটি টক্কর দেবে TVS Ntorq 125, Honda Activa 125 এবং Suzuki Access 125-এর সঙ্গে।
SmartXonnect অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে আইফোন এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্ম থেকেই। আপনার ফোনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিলে তার দ্বারা আপনি টার্ন বাই টার্ন নেভিগেশন, ভয়েস অ্যাসিস্ট্যান্স এবং কল ও মেসেজ নোটিফিকেশন পেয়ে যাবেন। তার পাশাপাশিই আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যালার্ট, ফুড ও শপিং ডেলিভারি অ্যাপের সব তথ্য, রিয়্যাল টাইম ভিত্তিতে খেলার স্কোর, ওয়েদার আপডেট-সহ আরও অনেক কিছুই আপনি স্কুটারের ডিসপ্লে থেকেই দেখে নিতে পারবেন।
TVS এই স্কুটারের সঙ্গে একটি ফলো-মি হেডল্যাম্প ফিচার দিয়েছে। স্কুটারের ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও পরবর্তী 20 সেকেন্ডের জন্য তার হেডল্যাম্প জ্বলবে। পিলিয়নের স্বস্তির জন্য থাকছে একটি নতুন ব্যাকরেস্টও। স্কুটারের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি তৎক্ষণাৎ ফুয়েল ইকোনমি প্রদর্শন করতে পারে। তবে স্কুটারের ইঞ্জিন আগের মতোই রাখা হয়েছে। TVS Jupiter 125-এ থাকছে 124.8cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন, যা 8.18 bhp সর্বাধিক পাওয়ার এবং 10.5 Nm পিক টর্ক দিতে পারে। গিয়ারবক্সের অন-ডিউটি হল একটি CVT ইউনিট।
TVS Jupiter 125: উল্লেখযোগ্য ফিচার্স
1) TVS SmartXonnect প্ল্যাটফর্ম।
2) কালার্ড হাইব্রিড কন্সোল।
3) ভয়েস অ্যাসিস্ট।
4) কল অ্যান্ড মেসেজ অ্যালার্ট।
5) ট্রাফিক টাইম স্ক্রিন: ক্রিকেট স্কোর, নতুন আপডেট।
6) DTE (ডিসট্যান্স টু এম্পটি)
7) ফলো মি হেডল্যাম্প
8) IFE (ইনস্ট্যান্টেনিয়াস ফুয়েল ইকোনমি)
9) AFE (অ্যাভারেজ ফুয়েল ইকোমনি)
10) দুটি নতুন কালার মডেল (এলিগ্যান্ট রেড ও ম্যাট কপার ব্রোঞ্জ)
11) প্রিমিয়াম সিট ও তার সঙ্গে পিলিয়ন ব্যাক রেস্ট।