Stella Moto তার দুর্ধর্ষ Buzz ই-স্কুটার লঞ্চ করল, মাত্র 95,000 টাকায় 90km রেঞ্জ, সর্বাধিক গতি 55kmph

Stella Moto-র Buzz ইলেকট্রিক স্কুটারের দাম ভারতে 95,000 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। ই-স্কুটারটিতে রয়েছে 2.16kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং 2kW BLDC মোটর। চলতি মাসেই এই স্কুটারের ডেলিভারি শুরু হয়ে যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Stella Moto তার দুর্ধর্ষ Buzz ই-স্কুটার লঞ্চ করল, মাত্র 95,000 টাকায় 90km রেঞ্জ, সর্বাধিক গতি 55kmph
Buzz ক্রিয়েট করতে হাজির Buzz ইলেকট্রিক স্কুটার!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2022 | 7:19 PM

Stella Buzz E-Scooter: দেশের ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে বিগত কয়েক মাসে একপ্রকার জোয়ার এসেছে। তবে বিদ্যুচ্চালিত চারচাকা গাড়ির তুলনায় দেশে দু’চাকা ইলেকট্রিক বাইক বা স্কুটারের রমরমা আজকাল একটু বেশিই। আর পাল্লা দিয়ে সেই নতুন ই-স্কুটার বা ই-বাইকগুলি নিয়ে আসছে একের পর এক স্টার্ট-আপ সংস্থা। তেমনই এক সংস্থার নাম Stella Moto, যারা ইলেকট্রিক স্কুটার প্রস্তুত করে এবং তাদের সাপোর্ট করছে Jaidka গ্রুপ। এই Stella Moto সম্প্রতি একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ভারতে, যার নাম Buzz। কত দাম এই লেটেস্ট ই-স্কুটারের, কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

দাম

Stella Moto-র Buzz ইলেকট্রিক স্কুটারের দাম ভারতে 95,000 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। ই-স্কুটারটিতে রয়েছে 2.16kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং 2kW BLDC মোটর। চলতি মাসেই এই স্কুটারের ডেলিভারি শুরু হয়ে যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

রেঞ্জ ও সর্বাধিক গতি

এখন প্রশ্ন হচ্ছে, এই এক লাখ টাকার কাছাকাছি দামের এই ইলেকট্রিক স্কুটারে রেঞ্জ কত পাওয়া যাবে? সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, Buzz ই-স্কুটারটি একবার চার্জে 90km-রও বেশি ছুটতে পারবে। এছাড়াও এই বিদ্যুচ্চালিত স্কুটারের সর্বাধিক গতি 55kmph বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে।

ব্যাটারির প্রযুক্তি

Stella Moto-র তরফে বলা হচ্ছে, “Buzz ইলেকট্রিক স্কুটারটিতে একটি গ্রেড লিথিয়াম আয়রন ফসফেট (LFP) ব্যাটারি প্রযুক্তি দেওয়া হয়েছে, যা বিশেষভাবে ভারতীয় জলবায়ু পরিস্থিতির জন্য ডিজাইন করা হয়েছে।” মোট চারটি টেম্পারেচার সেন্সর রয়েছে এই ব্যাটারিতে, যা ব্যাটারি প্যাকের বিভিন্ন অবস্থানে তাপমাত্রা নিরীক্ষণ করে এবং উচ্চ তাপমাত্রায় পাওয়ার বন্ধ করে দেয়। এছাড়াও, ব্যাটারি প্যাকটিতে একটি মাইক্রো প্রসেসর ভিত্তিক স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন

Buzz ইলেকট্রিক স্কুটারের সামনে একটি ডিস্ক ব্রেক এবং টিউবলেস টায়ার রয়েছে। লেটেস্ট ই-স্কুটারটিতে একটি ডিজিটাল স্পিডোমিটার, সেন্ট্রাল লকিং, ইউএসবি চার্জার, ক্রুজ় কন্ট্রোল এবং একটি অ্যান্টি-থেফট্ সিস্টেমের মতো বৈশিষ্ট্যও রয়েছে। Buzz ইলেকট্রিক স্কুটারটি 180mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং 150kg লোডিং ক্ষমতা সম্পন্ন বলে কোম্পানি জানিয়েছে।

সংস্থার CEO কী বলছেন

Stella Moto-র CEO এবং প্রতিষ্ঠাতা নকুল জ়াইদকা বলছেবন, “শেষ পর্যন্ত বাজারে স্কুটারটি উপস্থাপন করতে পেরে আমরা গর্বিত। স্টেলা মোটোতে আমরা মাইক্রো-মোবিলিটি শিল্পে নতুন মান স্থাপনের লক্ষ্য নিয়েছি এবং আমাদের যানবাহনের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার উপর দৃঢ়ভাবে জোর দিয়েছি। আমরা একটি সাশ্রয়ী মূল্যে স্কুটারটি লঞ্চ করেছি, যাতে সবাই এটি কিনতে পারেন। এটি গ্রাহকদের একটি বিস্তৃত পরিসরের কাছে অ্যাক্সেসযোগ্য। মডেলগুলি ডিসেম্বরের শুরুতে সারা দেশে স্টেলা-র সমস্ত শোরুমে পাওয়া যাবে, এই মাসে ডেলিভারিও শুরু হবে।”

চারটে রং ও তিন বছরের ওয়ারান্টি

Stella Buzz ইলেকট্রিক স্কুটারটি পাওয়া যাবে মোট চারটি রঙের বিকল্পে— গ্রে, ম্যাট ব্লু, রেড এবং ব্রাউন। পাশাপাশি এই ই-স্কুটারের সঙ্গে তিন বছরের ওয়ারান্টিও দেওয়া হচ্ছে।