সস্তার Tata Punch EV-র দেখা মিলল দেশের রাস্তায়, 300 কিলোমিটার রেঞ্জ, শিগগিরই লঞ্চ

Tata Punch EV যে সেগমেন্টে প্রবেশ করতে চলেছে, সেখানে ইতিমধ্যেই একাধিক গাড়ি প্রতিযোগী হিসেবে উঠে এসেছে। সম্প্রতি Citroen E-C3 গাড়িটি লঞ্চ করেছে, যার দাম 11.50 লাখ টাকা থেকে 12.43 লাখ টাকার মধ্যে। মনে করা হচ্ছে, Tata Punch EV-র দাম এর কিছুটা কম হতে পারে।

সস্তার Tata Punch EV-র দেখা মিলল দেশের রাস্তায়, 300 কিলোমিটার রেঞ্জ, শিগগিরই লঞ্চ
টাটা পাঞ্চ এবার ইলেকট্রিক অবতারে!
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2023 | 3:22 PM

Tata Punch Launch News: দেশে একের পর এক ইলেকট্রিক গাড়ি লঞ্চ করে চলেছে Tata Motors। ইলেকট্রিক ভেহিকলের পোর্টফোলিও বাড়ানোর লক্ষ্যে সংস্থাটি আরও একাধিক বিদ্যুচ্চালিত গাড়ি নিয়ে আসতে চলেছে। তাদের মধ্যেই অন্যতম একটি হল Tata Punch EV। এই প্রথমবার দেশের রাস্তায় গাড়িটিকে টেস্ট করতে দেখা গেল। মাইক্রো এসইউভি-র ইলেকট্রিক ভার্সনটিকে একটি ফ্ল্যাটবেড থেকে নামাতে দেখা গিয়েছে সম্প্রতি।

Tata Punch EV কিছু কসমেটিক আপগ্রেড পেতে চলেছে। পেট্রল পাওয়ার্ড মডেলের সঙ্গে তুলনায় এই আপগ্রেডেশনই বৈদ্যুতিক গাড়িটির মূল বৈশিষ্ট্য হতে চলেছে। জানা গিয়েছে, Tata এই ইলেকট্রিক গাড়িতে একাধিক ব্লু অ্যাক্সেন্ট এবং অ্যারো হুইল দিচ্ছে। ঠিক যেমনটা Tiago ও Tigor EV-র ক্ষেত্রেও হয়েছিল। আর এই বৈশিষ্ট্যগুলোই কোথাও যেন পরিষ্কার করে দেয়, গাড়িটি ইলেকট্রিক। ফুয়েল ট্যাঙ্কের কাছে থাকছে একটি চার্জিং পোর্ট, অলবেইট থাকছে পেট্রল মডেলের মতো একই জায়গায়। এছাড়া অটো হোল্ড, ওয়্যারলেস চার্জিং-সহ ইলেকট্রিক মডেল হিসেবে একাধিক ফিচার্স থাকবে গাড়িটিতে।

Tata Punch EV Spy Shots

গাড়িটির ড্যাশবোর্ড লেআউট পেট্রল মডেলের মতো একই হতে চলেছে। থাকছে হারমান 7 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। মনে করা হচ্ছে, Tata Punch-এর ইলেকট্রিক ভার্সনটিতে নতুন এবং বড় ইউনিট দেওয়া হতে পারে, যা সম্প্রতি Harrier, Safari-র মতো নতুন টাটার মডেলগুলিতে দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, একটি ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল এবং প্রিমিয়াম আপহলস্ট্রি থাকছে গাড়িটিতে।

যদিও Tata Punch EV-র পাওয়ারট্রেইন সংক্রান্ত কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে, সিটে Tiago EV-র মতোই হতে চলেছে। Tata এই গাড়িটির কেবল হাই-পাওয়ার্ড ভার্সনেই অফার করবে, যাতে PMS মোটর থাকবে। গাড়িটি 74 bhp এবং 114 Nm পিক টর্ক দিতে সক্ষম হবে। ইলেকট্রিক গাড়িটি ভারতে আসতে পারে মোট দুটি মডেলে- সিটি এবং স্পোর্ট। 24 kWh ব্যাটারি প্যাক দেওয়া হচ্ছে, যা একবার চার্জে 300 Km পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। ওই একই ব্যাটারি রয়েছে Tiago EV-তেও। সেটি একবার চার্জে 315 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

Tata Punch EV Interior

Tata Punch EV যে সেগমেন্টে প্রবেশ করতে চলেছে, সেখানে ইতিমধ্যেই একাধিক গাড়ি প্রতিযোগী হিসেবে উঠে এসেছে। সম্প্রতি Citroen E-C3 গাড়িটি লঞ্চ করেছে, যার দাম 11.50 লাখ টাকা থেকে 12.43 লাখ টাকার মধ্যে। মনে করা হচ্ছে, Tata Punch EV-র দাম এর কিছুটা কম হতে পারে। আর তা যদি হয়, তাহলে দুটি গাড়ির মধ্যেই জোরদার টক্কর হবে। কারণ, এই দুটি গাড়িই SUV স্টাইলিং অফার করছে। তার সঙ্গে ইলেকট্রিক গতিশীলতা তো আছেই।

Tata Punch EV কবে নাগাদ লঞ্চ করবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে বা 2024 সালের প্রথম দিকে দেশে লঞ্চ করা হতে পারে টাটা পাঞ্চ ইভি। তবে পাইপলাইনে শুধু এই একটাই গাড়ি নয়। Harrier EV এবং Curvv EV-ও লঞ্চ করা হবে এর পরে।