Volvo মাইল্ড-হাইব্রিড XC40, XC60, XC90, S90 চারটে গাড়ি নিয়ে এল, দাম-ফিচার্স দেখে নিন

Volvo XC40 মডেলের দাম 45.90 লাখ টাকা (এক্স-শোরুম)। আবার Volvo XC60-এর দাম 65.90 লাখ টাকা (এক্স-শোরুম)। অন্য দিকে পেট্রল মাইল্ড-হাইব্রিড Volvo XC90 এবং S90 মডেল দুটির দাম যথাক্রমে 94.90 লাখ টাকা (এক্স-শোরুম) এবং 66.90 লাখ টাকা (এক্স-শোরুম)।

Volvo মাইল্ড-হাইব্রিড XC40, XC60, XC90, S90 চারটে গাড়ি নিয়ে এল, দাম-ফিচার্স দেখে নিন
একসঙ্গে চারটি নতুন গাড়ি নিয়ে এল Volvo।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2022 | 3:29 PM

Volvo Latest Cars: ভারতে এক সঙ্গে মোট চারটি গাড়ি লঞ্চ করল Volvo। এগুলি পেট্রল মাইল্ড হাইব্রিড গাড়ি, যাদের রেঞ্জের মধ্যে রয়েছে XC40, XC60, XC90 এবং S90। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, প্রযুক্তিগত উৎকর্ষ দিয়ে নির্মিত প্রতিটি গাড়িই। 21 সেপ্টেম্বর থেকে দেশের সমস্ত Volvo ডিলারশিপে গাড়িগুলি টেস্ট ড্রাইভের জন্য উপলব্ধ হয়ে গিয়েছে।

নয়া রেঞ্জের গাড়িগুলি লঞ্চ করে Volvo India-র তরফে একটি টুইট করে বলা হচ্ছে, “আমরা গতিশীলতার ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি এবং Volvo আপনাকে সাহায্য করতেই এই সেগমেন্টে হাজির হয়েছে। আমরা আপনাদের সামনে পেটরোল মাইল্ড হাইব্রিড গাড়ির নতুন রেঞ্জ উপস্থাপন করছি, যা প্রযুক্তিগত উৎকর্ষতার সঙ্গে তৈরি। আজই আপনার স্থানীয় Volvo ডিলারশিপে একটি টেস্ট ড্রাইভ বুক করুন।”

সদ্য লঞ্চ হওয়া মাইল্ড-হাইব্রিড Volvo XC40 মডেলের দাম 45.90 লাখ টাকা (এক্স-শোরুম)। আবার Volvo XC60-এর দাম 65.90 লাখ টাকা (এক্স-শোরুম)। অন্য দিকে পেট্রল মাইল্ড-হাইব্রিড Volvo XC90 এবং S90 মডেল দুটির দাম যথাক্রমে 94.90 লাখ টাকা (এক্স-শোরুম) এবং 66.90 লাখ টাকা (এক্স-শোরুম)।

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, XC40, XC60 এবং XC90 মডেল দুটির মোট পাঁচটি আকর্ষণীয় রঙের মডেল রয়েছে। অন্য দিকে S90 মডেলের চারটি কালার অপশন রয়েছে। 5-সিটার Volvo XC40 গাড়িটি মিলবে সাদা, সাগা গ্রিন, ফিউসন রেড, ওনিক্স ব্ল্যাক এবং জর্ড ব্লু ইত্যাদি কালারে। অন্য দিকে XC60 এবং XC90 গাড়ি দুটি ক্রিস্টাল হোয়াইট, ওনিক্স ব্ল্যাক, ডেনিম ব্লু, প্লাটিনাম গ্রে এবং ব্রাইট ডাস্ক এই কয়েকটি রঙে পাওয়া যাবে।

ব্রাইট ডাস্ক কালার অপশন ব্যতিরেকে 5-সিটার পেট্রল মাইল্ড-হাইব্রিড Volvo S90 গাড়িটির ক্রিস্টাল ব্ল্যাক, ডেনিম ব্লু এবং প্লাটিনাম গ্রে ইত্যাদি রঙে পাওয়া যাবে। এদিকে আবার সিট ক্যাপাসিটির দিক থেকে 5-সিটারে উপলব্ধ XC60 এবং 7-সিটারে উপলব্ধ XC90।

ভলভোর সদ্য লঞ্চ হওয়া গাড়িগুলির কালার অপশন প্রায় এক হলেও চারটি গাড়ির ফুয়েল কনজ়াম্পশন অনেকটাই আলাদা। XC40, XC60, XC90 এবং S90 গাড়িগুলি যথাক্রমে 7.8 l/100km, 12.49 km/l, 11.04 km/l এবং 14.07 km/l কনজ়িউম করবে।