আসছে টাটা সুপার অ্যাপ, একছাদের তলায় মিলবে একগুচ্ছ সুবিধা, জানালেন সংস্থার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন
ইলেকট্রনিক্স থেকে শুরু করে গ্রসারি আইটেম (মুদি দোকানের জিনিস), ফ্যাশন, লাইফস্টাইল, রূপচর্চা, ট্র্যাভেল, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন---- সব ধরনের পরিষেবা পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে।
সুপার অ্যাপ আনতে চলেছে টাটা গ্রুপ। ইলেকট্রনিক্স থেকে শুরু করে গ্রসারি আইটেম (মুদি দোকানের জিনিস), ফ্যাশন, লাইফস্টাইল, রূপচর্চা, ট্র্যাভেল, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন—- সব ধরনের পরিষেবা পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। টাটা গ্রুপে চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানিয়েছেন, একবারে এতগুলো ক্যাটেগরি খোলা সম্ভব নয়। তবে ধীরে ধীরে সব ধরনের পরিষেবার ব্যবস্থা করা হবে। এক ছাদের তলায় অর্থাৎ একই অ্যাপে পাওয়া যাবে একগুচ্ছ পরিষেবা।
সদ্যই টাটা ডিজিটাল চালু হয়েছে। তারই অন্তর্ভুক্ত এই সুপার অ্যাপ। ই-কমার্সের বাজারে অন্যান্য সংস্থাকে পাল্লা দিতেই এই সুপার অ্যাপ আনতে চলেছে টাটা সংস্থা। ইতিমধ্যেই দু’টি বৃহৎ অনলাইন গ্রসারি কোম্পানি বিগবাস্কেট এবং ই-ফার্মেসি চেনের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য কথাবার্তা শুরু করেছে টাটা। চন্দ্রশেখরন জানিয়েছেন, তাঁরা তাঁদের সমস্ত গ্রাহকদের চাহিদা অনুযায়ী পরিষেবা প্রদান করার চেষ্টাতেই এই সুপার অ্যাপ আনতে চলেছেন।
টাটার বিভিন্ন রিটেল কোম্পানি Trent, Infinity Retail, Tata Consumer Products, Titan এবং Voltas, ফিনান্সিয়াল প্রোডাক্ট কোম্পানি Tata Capital, Tata Asset Management, Tata AIA, Tata AIG, সুপার অ্যাপকে সংবদ্ধ করার জন্য একত্রিত হচ্ছে এই সমস্ত সংস্থা। যদিও কবে এই অ্যাপ আসবে সে ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছু জানাননি চন্দ্রশেখরন। তবে তিনি বলেছেন, “আমাদের সংস্থার অসংখ্য ক্রেতা রয়েছেন। তাঁরা আমাদের ভালবাসেন। আমাদের গ্রুপের সঙ্গে অনেকে ব্যবসাও করতে চান। তাই আমরাও চাই ক্রেতাদের এমন পরিষেবা প্রদান করতে, যাতে তাঁদের জীবন সহজ সরল হয়ে যায়। পাশাপাশি তাঁদের চাহিদাও পূরণ হয়।”
বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে অ্যামাজন, ফ্লিপকার্ট, জিও মার্টের মতো সংস্থাকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলবে টাটার এই সুপার অ্যাপ।