পাঁচ লাখের কমেও পেতে পারেন ফোর হুইলার

গাড়ি কিনতে চান। কিন্তু বাজেট কম।

পাঁচ লাখের কমেও পেতে পারেন ফোর হুইলার
পাঁচ লাখের কমেও হতে পারে গাড়ি
Follow Us:
| Updated on: Nov 25, 2020 | 9:20 AM

Tv9 বাংলা জিজিটাল: গাড়ি কিনতে চান। কিন্তু বাজেট কম। পাঁচ লাখের মধ্যেও পেতে পারেন গাড়ি। দেখে নিন।

মারুতি সুজুকি অল্টো

Car1

মারুতি সুজুকি অল্টো

দাম: ২.৯৪ লক্ষ

মাইলেজ ২২-৩১ কিমি প্রতি লিটার। এই গাড়িটি ১০ টি ভ্যারিয়েন্ট ও ৬ রকমের রঙে পাওয়া যায়। এতে ৭৯৬ সিসির তিন সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন রয়েছে। প্রতিযোগিতার বাজারে এই গাড়ি টাটা ন্যানো, টাটা টিয়েগো, হুন্ডাই ইওন ইত্যাদিকে টেক্কা দিয়ে চলেছে। সেপ্টেম্বর ২০০০-এর লঞ্চের পর বহু আপডেটস হয়েছে গাড়িটিতে। ডুয়াল এয়ারব্যাগ। রিয়ার পার্কিং সেন্সর। ডুয়াল টোন ইন্টিরিয়ার নতুন সংযোজনে রয়েছে।

আরও পড়ুন জানুয়ারিতে ই-স্কুটার বাজারে আনছে ওলা

রেনল্ট কুইড

car-2

রেনল্ট কুইড

দাম: ২.৯২ লক্ষ

অল্টোকে টেক্কা দিতে বাজারে নামে কুইড। মাইলেজ ২২.৭ কিমি প্রতি লিটার। এটি পাঁচটি ভ্যারিয়েন্টে ও পাঁচ রকমের রঙে পাওয়া যায়। এটি ২০১৬ সালে ভারতে চালু হয়। এতে ০.৮ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। এবং স্টাইলের দিক থেকে ডাস্টান গো, মারুতি অল্টোর মতো গাড়ির থেকে অনেক এগিয়ে।

আরও পড়ুন জানুয়ারিতে ই-স্কুটার বাজারে আনছে ওলা

হুন্ডাই স্যান্ট্রো

car 3

হুন্ডাই স্যান্ট্রো

দাম: ৪.৫৭ লক্ষ

শুরুর দিকে স্যান্ট্রোকে বলা হত ‘সানশাইন কার’। কমফর্টেবল কেবিন, রিলায়েবল ড্রাইভ, পাওয়ার স্টিয়ারিং। হুন্ডাই সান্ট্রোর বেশ ভাল ক্যালিব্রেটেড এএমটি সিস্টেম রয়েছে। এই গাড়ির স্টাইলিং নজর কাড়ে। মাইলেজ ২০-২৯ কিমি প্রতি লিটার।

মারুতি সুজুকি ওয়াগন আর

car4

মারুতি সুজুকি ওয়াগন আর

দাম: ৪.৪৫ লক্ষ

মাইলেজ ২৬.৬ কিমি প্রতি লিটার। এই গাড়িটির সাত-সাতটি ভ্যারিয়েন্ট রয়েছে। ১৯৯৯ সালে প্রথম চালু হয় এবং তারপর এতে বেশ কিছু পরিবর্তন আনা হয়। এতে ১ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে। স্পেসিয়াস এূং রাইডিং এক্সপিরিয়েন্স চমৎকার।

টাটা তিয়াগো

car 5

টাটা তিয়াগো

দাম: ৪.৬০ লক্ষ

মাইলেজ ২৭.২৮ কিমি প্রতি লিটার।পাঁচটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় এবং ছ’রকমের রঙে এটি পাওয়া যায়। ১.৫ লিটারের তিনটি সিলিন্ডারের ডিজেল ইঞ্জিন রয়েছে। হুন্ডাই গ্র্যান্ড আই টেন, মারুতি সুজুকি ওয়াগনার এবং মারুতি সেলেরিও এবং হন্ডাই ব্রায়োর মতো গাড়িকে পিছনে ফেলে দিয়েছে।