দেশি মাইক্রোব্লগিং অ্যাপ ‘কু’, ক্রমশ বাড়ছে জনপ্রিয়তা
'কু' অ্যাপের বিশেষ বৈশিষ্ট্য হল এই প্ল্যাটফর্মে ইউজাররা নিজেদের পছন্দের ভাষায় পোস্ট করতে পারেন।
নতুন মাইক্রোব্লগিং অ্যাপ ‘কু’। অনেকেই একে বলেছেন টুইটারের ভারতীয় ভার্সান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, রেলমন্ত্রী পীযূষ গোয়েলের মতো অনেকেই এই প্ল্যাটফর্মের ফলোয়ার। সম্প্রতি এই ‘কু’ অ্যাপের জনপ্রিয়তাও বাড়ছে। উল্লেখ্য, বর্তমানে কৃষক আন্দোলনের সমর্থনে করা ৭০০-র বেশি টুইট মুছে ফেলেছেন কর্তৃপক্ষ। এরপর থেকেই ‘কু’ অ্যাপের রমরমা বেড়েছে। ২০১৯ সালের নভেম্বর মাসে ‘কু’ অ্যাপ নিয়ে কাজ শুরু হয়েছিল। গতবছর মার্চ মাসে এই অ্যাপ লঞ্চ হয়েছে। এমনটাই জানিয়েছেন, ‘কু’ অ্যাপের সিইও এবং কো-ফাউন্ডার অপ্রামেয় রাধাকৃষ্ণ।
এই ‘কু’ আসলে কী?
টুইটারের মতোই মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম হল এই ‘কু’। আইওএস এবং গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এই অ্যাপ। নিজের মতামত সকলের সঙ্গে শেয়ার করার জন্য ‘কু’-এর প্ল্যাটফর্মে পোস্ট করতে পারবেন আপনি। এছাড়াও অন্যান্য ইউজারদের ফলো করতে পারবেন। ৪০০-এর ক্যারেক্টারের মধ্যে পোস্ট করা সম্ভব এই প্ল্যাটফর্মে। মোবাইল নম্বর ব্যবহার করে ‘কু’ অ্যাপে সাইন ইন করতে পারবেন ইউজাররা। নিজেদের ‘কু’ প্রোফাইলের সঙ্গে ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব এবং টুইটারের ফিড যুক্ত করতে পারবেন ইউজাররা।
‘কু’ অ্যাপের একজন ইউজার নিজের ওয়ালে অডিয়ো এবং ভিডিয়ো দুটোই পোস্ট করতে পারবেন। এছাড়া একজন ‘কু’ ইউজার টুইটারের মতো হ্যাশট্যাগও ব্যবহার করতে পারবেন। নিজের কোনও পোস্টে চাইলে অন্য কাউকে ট্যাগ করার অপশনও পাবেন ইউজাররা। @- এই চিহ্ন দিয়েই কাউকে ট্যাগ করা সম্ভব। ফটো শেয়ারের পাশাপাশি পোল তৈরির অবশনও থাকবে।
কারা তৈরি করেছেন এই ‘কু’ অ্যাপ?
বেঙ্গালুরুর Bombinate Technologies Private Limited নামের একটি বেসরকারি সংস্থা এই অ্যাপ নির্মাণ করেছে। ইতিমধ্যেই আত্মনির্ভর অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ খেতাব জিতেছে এই ‘কু’ অ্যাপ। সংস্থার সিইও-র দাবি, এ যাবৎ ৩ মিলিয়ন অর্থাৎ ৩০ লক্ষ ডাউনলোড হয়েছে ‘কু’ অ্যাপ।
এই অ্যাপের বিশেষত্ব কী?
‘কু’ অ্যাপের বিশেষ বৈশিষ্ট্য হল এই প্ল্যাটফর্মে ইউজাররা নিজেদের পছন্দের ভাষায় পোস্ট করতে পারেন। তবে একই সময়ে একজন ইউজার একটিই ভাষা ব্যবহার করতে পারবেন। অ্যাপে সাইন ইন বা লগ ইন করার পর পছন্দমতো ভারতীয় ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবেন। সমস্ত আঞ্চলিক ভাষা এই অ্যাপে পাওয়া যাবে।