মার্চেই আসছে রেডমি নোট ১০ সিরিজ, সম্ভাব্য ফিচার কী কী?
শোনা যাচ্ছে, রেডমি নোট ১০ এবং রেডমি নোট ১০ প্রো--- এই দুটো মডেল প্রাথমিক ভাবে লঞ্চ হতে চলেছে।
মার্চ মাসেই ভারতে আসছে রেডমি নোট ১০ সিরিজ। বুধবার এমনটাই জানানো হয়েছে শাওমির তরফে। শোনা যাচ্ছে, রেডমি নোট ১০ এবং রেডমি নোট ১০ প্রো— এই দুটো মডেল প্রাথমিক ভাবে লঞ্চ হতে চলেছে। পরবর্তী পর্যায়ে রেডমি নোট ১০ প্রো ম্যাক্স এবং রেডমি নোট ১০ এস লঞ্চ করা হবে। উন্নত ক্যামেরা ফিচার এবং হাই রিফ্রেশ রেট নিয়ে আসতে চলেছে রেডমির নোট ১০ সিরিজ।
ইতিমধ্যেই একটি ভিডিয়ো টিজার লঞ্চ করেছে শাওমি। তৈরি করা হয়েছে একটি মাইক্রোসাইট। রেডমি নোট ৯-এর সাফল্যের পর এই নতুন সিরিজ আনতে চলেছে শাওমি। সূত্রের খবর, রেডমি ৯-এর থেকেও হাই কোয়ালিটির ক্যামেরা থাকতে চলেছে এই নতুন সিরিজের ফোনে। অনলাইন শপিং সাইট অ্যামাজনেও রেডমি নোট ১০ সিরিজের জন্য একটি ল্যান্ডিং পেজ তৈরি হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রিলিজের পর অনলাইনেও কেনা যাবে রেডমির নতুন ফোন।
? ??? ??????, ? ??? ??????? ???? ?? ??????????!#RedmiNote10 series is from another orbit & it's arriving early March this year! ?
Brace yourselves for a #10on10 experience! RT if you want to know more. ?
I ❤️ #Redmi #RedmiNote ? #Launch pic.twitter.com/rRMWkejnI4
— Manu Kumar Jain (@manukumarjain) February 10, 2021
প্রথমে অবশ্য শোনা গিয়েছিল যে, ফেব্রুয়ারিতে লঞ্চ হবে রেডমি নোট ১০ সিরিজ। তবে এবার কোম্পানির তরফেই জানানো হয়েছে যে, মার্চ মাসে লঞ্চ হবে এই ফোন। শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডায়রেক্টর মনু কুমার জৈন টুইট করে একথা জানিয়েছেন। শোনা যাচ্ছে, দু’টি মডেলেই থাকতে পারে ৪জি এবং ৫জি পরিষেবা।
সূত্রের খবর, রেডমি নোট ১০ মডেলে 120Hz LCD ডিসপ্লে থাকতে পারে। সেই সঙ্গে থাকতে পারে Qualcomm Snapdragon 732G chipset। এছাড়াও থাকতে পারে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সিস্টেম। ফোনের ব্যাটারি হতে পারে 5050mAh। থাকতে পারে ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে রেডমি নোট ১০ প্রো মডেল লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে তিনটি ভ্যারিয়েন্টে। ৬জিবি ও ৬৪জিবি, ৬জিবি ও ১২৮জিবি এবং ৮জিবি ও ১২৮জিবি, এই তিনটি কনফিগারেশনে পাওয়া যাবে এই ফোনটি।