E-Scooter: দামি হতে চলেছে ই-স্কুটি! ভর্তুকি কমানোর প্রস্তাব সরকারের

E-Scooty: সরকার বৈদ্যুতিক যানবাহনের বিক্রয়মূল্যের উপর ভর্তুকি বর্তমানে ৪০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করছে। ভারী শিল্প মন্ত্রক (MHI) এই বিষয়ে সুপারিশটি উচ্চ-স্তরের আন্তঃমন্ত্রণালয় কমিটির কাছে পাঠিয়েছে।

E-Scooter: দামি হতে চলেছে ই-স্কুটি! ভর্তুকি কমানোর প্রস্তাব সরকারের
ই-স্কুটির দাম বাড়ছে!
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2023 | 10:09 PM

নয়া দিল্লি: আপনি কি বৈদ্যুতিক স্কুটার (ই-স্কুটি) কেনার পরিকল্পনা করছেন? তাহলে শীঘ্রই কিনে ফেলুন। নয়ত দামি হতে চলেছে এই যান। কেননা সরকার বৈদ্যুতিক গাড়ির উপর ভর্তুকি কমাতে চলেছে। ভর্তুকি কমানোর পর বৈদ্যুতিক গাড়ির দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে। অর্থাৎ, ভর্তুকি কমানোর জন্য ই-স্কুটারও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। তখন ই-স্কুটার কিনতে বর্তমান সময়ের থেকে আরও বেশি কড়ি গুনতে হবে।

কেন্দ্রীয় এক আধিকারিক জানান, সরকার বৈদ্যুতিক যানবাহনের বিক্রয়মূল্যের উপর ভর্তুকি বর্তমানে ৪০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করছে। ভারী শিল্প মন্ত্রক (MHI) এই বিষয়ে সুপারিশটি উচ্চ-স্তরের আন্তঃমন্ত্রণালয় কমিটির কাছে পাঠিয়েছে। সেই কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রস্তাবটি পাস হলে স্বাভাবিকভাবেই ই-স্কুটি সহ বৈদ্যুতিক গাড়ির দাম বাড়বে।

সূত্রের খবর, ইভি টু-হুইলারের বিস্তার বাড়ানোর জন্য সরকার ভর্তুকি কম করার প্রস্তাব দিয়েছে। এছাড়া তিন চাকার জন্য ভর্তুকি বরাদ্দের অংশটিও দুই চাকার জন্য ব্যবহার করা হবে। মূলত, অতিরিক্ত ই-যান বাজারে নামতেই এই প্রস্তাব নিয়েছে সরকার। এটি কার্যকর হলে গ্রাহকদের জন্য প্রতি ইউনিট খরচ বৃদ্ধি পাবে। তবে বৃহত্তর সংখ্যক ক্রেতা উপকৃত হবেন বলে সরকারের দাবি।

নির্মাতারা এই প্রকল্প থেকে সাহায্য পান কেন্দ্রীয় সরকার ১০,০০০ কোটি টাকার ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকেলস ইন ইন্ডিয়া (FAME India) ইনসেনটিভ স্কিমের অধীনে বৈদ্যুতিক যানবাহন নির্মাতাদের আর্থিক সহায়তা প্রদান করে। FAME ইন্ডিয়ার দ্বিতীয় পর্বের অধীনে বৈদ্যুতিক দু-চাকার জন্য মোট তহবিল বরাদ্দ ৩,৫০০ কোটি টাকায় পৌঁছবে এবং বৈদ্যুতিক তিন চাকা যানের জন্য বরাদ্দ ১,০০০ কোটি টাকা। দেশে প্রতি মাসে প্রায় ৪৫ হাজার ইউনিট বৈদ্যুতিক দু-চাকার যান বিক্রি হয় বলে সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে।