সিগন্যালে অ্যাকাউন্ট খুলেছেন, কীভাবে সরিয়ে নিয়ে যাবেন হোয়াটসঅ্যাপের গ্রুপ? জেনে নিন সহজ উপায়
সিগন্যাল অ্যাপেও হোয়াটসঅ্যাপের গ্রুপ ফিরিয়ে আনার সহজ উপায় রয়েছে
প্রাইভেসি পলিসিতে বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন না মানলে ডিলি হতে পারে অ্যাকাউন্ট। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বেজায় ক্ষুব্ধ ইউজারদের একটা অংশ। তাদের একটা অংশ এর মধ্যেই সিগন্যাল অ্যাপ ডাউনলোড করে সেখানে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন।
কিন্তু দীর্ঘদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ফলে অসংখ্য গ্রুপে সঙ্গে যুক্ত হয়েছিলেন ইউজাররা। সেই সমস্ত গ্রুপে সব বন্ধুদের ফের এক জায়গায় ফিরিয়ে আনার কাজ যতটা কঠিন বলে মনে হচ্ছে ঠিক ততটাও অসুবিধের নয়। মুশকিল আসানের উপায় রয়েছে। ফলো করতে হবে সহজ কয়েকটি স্টেপ।
সিগন্যাল অ্যাপেও হোয়াটসঅ্যাপের গ্রুপ ফিরিয়ে আনার সহজ উপায় রয়েছে-
১। সিগন্যাল অ্যাপে নতুন গ্রুপ- হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে সিগন্যাল অ্যাপ ডাউনলোড করে সেখানে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি নতুন গ্রুপও তৈরি করতে হবে। অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খোলার পর দেখা যাবে উপরে ডানদিকের কোণে একটি পেনসিল আইকন রয়েছে। সেখানে ক্লিক করে ‘নিউ গ্রুপ’ অপশন পাওয়া যাবে। সেই অপশনে সিলেক্ট করে ইউজার নতুন গ্রুপ তৈরি করতে পারবেন। যিনি গ্রুপ খুলছেন তিনি ছাড়া অন্তত আরও একজনকে অ্যাড করতে হবে।
২। গ্রুপ লিঙ্ক শেয়ার- সিগন্যাল অ্যাপে নতুন গ্রুপ খোলা হয়ে গেলে গ্রুপ সেটিংসয়ে গিয়ে ওই গ্রুপের লিঙ্ক কপি করে রাখতে পারবেন ইউজাররা। ফোনের মধ্যেই ‘কপি টু ক্লিপবোর্ড’ অপশনের মাধ্যমে গ্রুপ লিঙ্ক কপি করে রেখে দেওয়া সম্ভব।
৩। বন্ধুদের গ্রুপ লিঙ্ক পাঠিয়ে দিন- গ্রুপ তৈরি হয়ে গেলে সেই গ্রুপে লিঙ্ক আপনার আপাতত হোয়াটসঅ্যাপে থাকা গ্রুপে শেয়ার করে দিন। এই লিঙ্ক পেয়ে গেলে অনায়াসেই আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনরা সিগন্যাল অ্যাপের নতুন গ্রুপে জয়েন করতে পারবেন। এক ক্লিকেই হবে সমস্যার সমাধান।