ফ্লিপকার্ট কুইজ, পাঁচ প্রশ্নের সঠিক জবাবেই মিলবে সুপার কয়েন, গিফট কুপন, আকর্ষণীয় পুরস্কার

প্রতিদিন রাত ১২টায় শুরু হচ্ছে কুইজ। চলছে পরের দিন বেলা ১২টা পর্যন্ত।

ফ্লিপকার্ট কুইজ, পাঁচ প্রশ্নের সঠিক জবাবেই মিলবে সুপার কয়েন, গিফট কুপন, আকর্ষণীয় পুরস্কার
বছর শেষে দারুণ কার্নিভাল ফ্লিপকার্টে
Follow Us:
| Updated on: Dec 21, 2020 | 2:54 PM

ফ্লিপকার্টে হাজির বছর শেষের কার্নিভাল। কুইজের মাধ্যমে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। ফ্লিপকার্টের এই কুইজে থাকছে মোট পাঁচটি প্রশ্ন। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারলেই পাওয়া যাবে অসংখ্য উপহার। বিভিন্ন কুপন পাওয়ার সুযোগও থাকছে। কুইজের প্রশ্নের সঠিক জবাব দিলে পাওয়া যাবে সুপার কয়েনও। এছাড়াও নানা রকমের দুরন্ত অফার আর গিফট তো থাকছেই। বছর শেষে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের তরফে এমন আকর্ষণীয় কার্নিভালের আয়োজন পেয়ে খুশি গ্রাহকরাও।

আনড্রয়েড এবং আইওএস, দুই ভারসানেই উপলব্ধ ফ্লিপকার্টের এই কুইজ। প্রতিদিন রাত ১২টায় শুরু হচ্ছে কুইজ। চলছে পরের দিন বেলা ১২টা পর্যন্ত। প্রতিদিনের জীবনের বিভিন্ন ঘটনা আর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে কুইজের পাঁচটি প্রশ্ন। অ্যামাজন অ্যাপ কুইজের সঙ্গে অনেক মিল রয়েছে ফ্লিপকার্টের এই অ্যাপ কুইজের।

এমনিতেও এখন চলছে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেল। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে অফার। দামি রেঞ্জের স্মার্টফোন যেমন অ্যাপেল এক্স-আর, রিয়েল মি ৬, স্যামসাং গ্যালাক্সি এফ-৪১ ও আরও অনেকে স্মার্টফোনের ক্ষেত্রে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। এছাড়াও যাঁরা এসবিআই-এর কার্ডে জিনিস কিনবেন তাঁদের জন্য রয়েছে বিশেষ অফার। ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ফ্লিপকার্টের প্রাইম মেম্বাররা।

এই বিশেষ সেলের জন্য ফ্লিপকার্টে একটি স্পেশ্যাল পেজও তৈরি হয়েছে। গত ১৮ ডিসেম্বর শুক্রবার শুরু হয়েছে ফ্লিপকার্টের এই বিগ সেভিং ডেজ সেল।  সেল শুরুর একদিন আগে অর্থাৎ ১৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে অফার চালু হয়েছিল প্রাইম মেম্বারদের জন্য।