Battlegrounds Mobile India: অ্যানড্রয়েড ইউজারদের জন্য ফেসবুক লগইন বন্ধ করছে ক্র্যাফটন
আপাতত অ্যানড্রয়েড ইউজারদের ক্ষেত্রেই প্রভাব ফেলবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের এই নতুন পরিবর্তন। এই মুহূর্তে আইওএস ডিভাইসের ক্ষেত্রে কোনও পরিবর্তন আসছে না।
ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে লগ-ইন করার পদ্ধতি আগামী ৫ নভেম্বর থেকে বন্ধ হতে চলেছে। আপাতত এই পরিবর্তন কেবলমাত্র অ্যানড্রয়েড ইউজারদের ক্ষেত্রেই প্রভাব ফেলবে। বিজিএমআই গেমের নির্মাতা ক্র্যাফটন সংস্থা জানিয়েছে, যেসব গেমাররা ফেসবুকের মাধ্যমে এই ভিডিয়ো গেমে লগ-ইন করে, তাঁদের এবার থেকে ফোনে ফেসবুক অ্যাপ ইনস্টল রাখতে হবে। যদি গেমাররা নিজেদের ফোনে ফেসবুক অ্যাপ ইনস্টল করে না রাখেন, তাহলে আর ফেসবুক লগ-ইনের মাধ্যমে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম খেলা যাবে না। ফেসবুক SDK- এর একটি পলিসি আপডেটের কারণেই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে এই এই পরিবর্তন করা হচ্ছে।
ক্র্যাফটন কর্তৃপক্ষ তাঁদের সংস্থার ওয়েবসাইটে এই পরিবর্তনের ঘোষণা করেছেন। তাঁরা জানিয়েছেন যে, ফেসবুক লগ-ইনের সমস্ত অ্যাকাউন্ট যা অ্যানড্রয়েড ডিভাইসের ব্রাউজারে যুক্ত, সেই সমস্ত অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হবে। তাই বিজিএমআই গেমের যেসব গেমার ফেসবুক লগ-ইনের মাধ্যমে এই গেম খেলেন, তাঁদের সবাইকেই ফোনে অতি অবশ্যই ফেসবুক অ্যাপ ইনস্টল রাখতে হবে। আর যদি কোনও গেমার ফেসবুক অ্যাপ ইনস্টল করে ইচ্ছুক না থাকেন, অথচ এতদিন ফেসবুক লগ-ইনের মাধ্যমেই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম খেলেছেন, তাঁদের পুরনো অ্যাকাউন্ট এবার আর কাজ করবে না। ফলে এইসব গেমারদের নিয়ম মেনে নতুন অ্যাকাউন্ট খুলতে। যদিও এক্ষেত্রে গেমাররা আগের সমস্ত ডেটা হারিয়ে ফেলবেন। এই সমস্ত ডেটা আর পাওয়া যাবে না।
আপাতত অ্যানড্রয়েড ইউজারদের ক্ষেত্রেই প্রভাব ফেলবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের এই নতুন পরিবর্তন। এই মুহূর্তে আইওএস ডিভাইসের ক্ষেত্রে কোনও পরিবর্তন আসছে না। তবে আগামী দিনে আইওএস ভার্সানে কোপ পড়বে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের অনেকেই। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে প্রথমবার ফেসবুক লগ-ইন সংক্রান্ত এই পরিবর্তনের কথা প্রকাশ্যে এসেছিল। তবে তখন নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। যদিও এবার জানা গিয়েছে যে ৫ নভেম্বর থেকে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে অ্যানড্রয়েড ইউজারদের জন্য ফেসবুক লগ-ইন বন্ধ হতে চলেছে। গেমারদের ফোনে ফেসবুক অ্যাপ ইনস্টল থাকলে তবেই তার সাহায্যে বিজিএমআই গেম খেলতে পারবেন গেমাররা।
গত ২ জুলাই ভারতে লঞ্চ হয়েছিল এই গেম। তখন অবশ্য শুধু অ্যানড্রয়েড ভার্সানের জন্যই রিলিজ হয়েছিল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। এরপর শেষ পর্যন্ত অগস্ট মাসে আইওএস ভার্সানে লঞ্চ হয় বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাটেল রয়্যাল ফ্রি টু প্লে ভিডিয়ো গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। অ্যাপেল স্টোর থেকে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম নিজেদের আইওএস ডিভাইসে ডাউনলোড করতে পারবেন গেমাররা। আইফোন, আইপ্যাড, আইপড টাচ- এই তিনটি ডিভাইসে খেলা যাবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম। আইওএস ৯.০ কিংবা আইপ্যাড ওএস ৯.০- বিজিএমআই গেম খেলার জন্য এই ভার্সান অন্তত প্রয়োজন।
আরও পড়ুন- PUBG 14.2 Update: পাবজির নতুন আপডেটে থাকছে একাধিক চমক, এবার বিপদ দেখলেই ছুটে বেড়াবে মুরগি…