Online Gaming Rules: অনলাইন গেমিংয়ে আরও কড়াকড়ি, একগুচ্ছ নতুন নিয়মের খসড়া প্রকাশ করল কেন্দ্র

Rules To Regulate Online Gaming: অনলাইন গেমিংয়ে আর্থিক ঝুঁকির বিষয় দেখা দিলে গেম পাবলিশিং সংস্থাগুলি কী করতে পারবে আর কী করতে পারবে না, তার নতুন নিয়মগুলি কার্যকর হবে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই।

Online Gaming Rules: অনলাইন গেমিংয়ে আরও কড়াকড়ি, একগুচ্ছ নতুন নিয়মের খসড়া প্রকাশ করল কেন্দ্র
অনলাইন গেমিং নিয়ে আরও কড়া কেন্দ্র। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2023 | 1:19 AM

Online Gaming News: অনলাইন গেমিংয়ের জন্য ড্রাফ্ট নোটিফিকেশন ইস্যু করল ভারত সরকার। অনলাইন গেমিংয়ে আর্থিক ঝুঁকির বিষয় দেখা দিলে গেম পাবলিশিং সংস্থাগুলি কী করতে পারবে আর কী করতে পারবে না, তার নতুন নিয়মগুলি কার্যকর হবে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই। এই নোটিফিকেশনে AI, VR এবং মেটাভার্সকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের বিশেষ মন্ত্রণালয় এবার থেকে অনলাইন গেমিং নিয়ন্ত্রণ করবে। পাবলিক কনসাল্টেশনের জন্যই এই খসড়া নিয়ে প্রকাশ করেছে কেন্দ্র। এই সেগমেন্টের স্টেক হোল্ডারদের কাছ থেকে 30 দিনের মধ্যেই নোটিফিকেশনের উপরে মতামত চেয়েছে কেন্দ্র। নোটিফিকেশনে বলা হয়েছে, কোম্পানিগুলিকে সেল্ফ-রেগুলেটরি বা স্ব-নিয়ন্ত্রক বডি গঠন করতে হবে। পাশাপাশি গেমিং সাইটে রেজিস্টারও করতে হবে।

সম্প্রতি কেন্দ্রের তরফে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের হাতে ঝুঁকি থাকা অনলাইন গেমিংয়ের নোডাল মিনিস্ট্রির দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ, দেশের অনলাইন গেমিংয়ের ভূত-ভবিষ্যত এবার থেকে কেন্দ্রের এই বিশেষ মন্ত্রকই নির্ধারণ করবে। কেন্দ্রের এই বিশেষ মন্ত্রণালয় নোটিস জারি করে বলেছে, অনলাইন গেমিং কোম্পানিগুলিকে এই সেল্ফ-রেগুলেটরি প্র্যাক্টিস করতে হবে। নোটিসে এ-ও জানানো হয়েছে, নিজেদের প্ল্যাটফর্মে প্লেয়ারদের ভেরিফাই করার বিষয়টি বাধ্যতামূলক করতে হবে গেমিং কোম্পানিগুলিকে।

এর আগে জানা গিয়েছিল, সরকার খুব শীঘ্রই অনলাইন গেমিং শিল্পে বর্তমানের GGR-এ 18 শতাংশের পরিবর্তে মোট পরিমাণের উপর 28 শতাংশ পণ্য ও পরিষেবা কর (GST) আরোপ করা হতে পারে। প্রসঙ্গত, GGR হল একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের দ্বারা চার্জ করা ফি যা খেলোয়াড়দের তাদের প্ল্যাটফর্মে একটি গেমে অংশগ্রহণের সুবিধার্থে পরিষেবা চার্জ হিসাবে চার্জ করা হয়। মূলত, কন্টেস্ট এন্ট্রি অ্যামাউন্ট (CEA) বা প্রতিযোগিতার প্রবেশের পরিমাণ হল, সেই গেমিং প্ল্যাটফর্মে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খেলোয়াড়ের দ্বারা জমা করা সম্পূর্ণ অর্থের পরিমাণ।

সম্প্রতি কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীদের একটি প্যানেল, GST কাউন্সিল দ্বারা গঠিত অনলাইন গেমিং এবং ক্যাসিনোগুলির ট্যাক্সের দিকে নজর দেওয়ার জন্য সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে রিপোর্ট জমা দিয়েছে। ক্যাসিনো, রেসকোর্স এবং অনলাইন গেমিং শিল্প সম্পর্কিত বিষয়গুলি দেখাশোনা করে এই কাউন্সিল। ইতিমধ্যেই ভারত সরকার Esports-কে সরকারি স্বীকৃতি দিয়েছে। এটি এখন দেশের দেশের প্রধান খেলার ডিসিপ্লিনের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে।

দেশে রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মু, ‘সংবিধানের 77 অনুচ্ছেদের ধারা (3) দ্বারা প্রদত্ত’ ক্ষমতা প্রয়োগ করে Esports নিয়ন্ত্রণকারী নিয়মগুলি সংশোধন করেছেন। তিনিই ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রককে দেশের মাল্টি-স্পোর্টস ইভেন্টের অংশ হিসেবে Esports-কে অন্তর্ভুক্ত করতে বলেছেন।

গত 23 ডিসেম্বর রাষ্ট্রপতি দ্বারা জারি করা বিজ্ঞপ্তির পরে কেন্দ্রের ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক, অনলাইন গেমিং-সম্পর্কিত বিষয়গুলি নিয়ন্ত্রণ করার জন্য নোডাল সংস্থা হয়ে ওঠে। এর পাশাপাশি এখন ক্রীড়া মন্ত্রককে এটিকে কারিকুলামের অন্তর্ভুক্ত করতে হবে। এই সব কিছু মিলিয়েই ভারতে অনলাইন গেমিং ও সর্বোপরি ইস্পোর্টস সামনের দিনে আরও সিরিয়াস জায়গায় পৌঁছে যাবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।