PS5 India: দ্বিতীয় দফার প্রিবুকিং শুরুর কয়েক মিনিট পরই ‘আউট অফ স্টক’ সোনির গেমিং কনসোল

২৭ মে বৃহস্পতিবার বেলা ১২টায় শুরু হয়েছিল পিএস৫- এর প্রি-বুকিং। সূত্রের খবর, মিনিট ১০-এর মধ্যেই 'আউট অফ স্টক' হয়ে যায় সোনির এই গেমিং কনসোল। এমনকি অনেক ওয়েবসাইট প্লেস্টেশনের প্রিবুকিং শুরুই করতে পারেনি।

PS5 India: দ্বিতীয় দফার প্রিবুকিং শুরুর কয়েক মিনিট পরই ‘আউট অফ স্টক’ সোনির গেমিং কনসোল
ভারতে ফের আউট অফ স্টক হল পিএস-৫।

আবারও সেই একই ঘটনা। সোনির প্লেস্টেশন ৫ রি-স্টক হয়ে প্রি-বুকিং শুরুর কয়েক মিনিটের মধ্যেই ‘আউট অফ স্টক’ হয়ে গেল গেমিং কনসোল। ২৭ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হয়েছিল পিএস৫- এর প্রি-বুকিং। কিন্তু মিনিট খানেকের মধ্যেই শেষ হয়ে যায় গেমিং কনসোলের স্টক। জানা গিয়েছে, একমাত্র অ্যামাজনেই প্রি-বুকিং শুরু করা সম্ভব হয়েছিল। অন্যান্য সংস্থা যেমন ফ্লিপকার্টে ‘কামিং সুন’ থেকেই সটান ‘আউট অফ স্টক’- এর বোর্ড ঝোলাতে হয়েছে। এমনকি ১২টা বাজার আগেই অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গিয়েছে সোনির প্লেস্টেশন ৫- এর স্টক।

আগের বারও ভারতে পিএস৫- এ রি-স্টক হয়ে প্রি-বুকিং শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই গেমিং কনসোল আউট অফ স্টক হয়ে গিয়েছিল। প্রি-বুকিং শুরুর নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই শেষ হয়ে গিয়েছিল গেমিং কনসোলের স্টক। এইবারও ঠিক তাই-ই হয়েছে। প্রি-বুকিং করতে বসে বিভিন্ন সাইটে একাধিকবার ‘কানেকশন লস্ট’ নয়তো ‘এরর’- এর সমস্যা পেয়েছেন গেমাররা। প্লেস্টেশন কেনার জন্য ‘বাই’ অপশনটাই খুঁজে পাননি তাঁরা।

প্লেস্টেশন ৫- এর নির্মাণ সংস্থা সোনি কর্তৃপক্ষ অবশ্য আগেই জানিয়েছিল যে ২০২২ সাল পর্যন্ত তাদের গেমিং কনসোকের যোগানে ঘাটতি থাকবে। সোনির এই পিএস৫ ভারতে লঞ্চ হয়েছিল চলতি বছর জানুয়ারি মাসে। তখন থেকেই চাহিদা অনুযায়ী যোগানে ঘাটতি ছিল। প্রথম প্রি-বুকিংয়ের সময় থেকেই ‘আউট অফ স্টক’- এর সমস্যা শুরু হয়েছিল। লঞ্চের পর প্রথম দফার রি-স্টকের ক্ষেত্রেও একই সমস্যা দেখা যায়। এবার দ্বিতীয় দফার রি-স্টকের ক্ষেত্রেও প্রি-বুকিং শুরুর পর মুহূর্তের মধ্যেই পিএস-৫ এর স্টক শেষ হয়ে গিয়েছে।

আরও পড়ুন- Call of Duty: Mobile, চতুর্থ সিজনে যুক্ত হয়েছে একাধিক নতুন ফিচার, দেখে নিন…

উল্লেখ্য, এর আগে গত ১৭ মে পিএস ৫- এর রি-স্টক হওয়ায় প্রি-বুকিং শুরু হয়েছিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায় স্টক। এমনকি বেশ কিছু ওয়েবসাইট তো প্রি-বুকিংয়ের অপশন শুরুই করতে পারেনি। এই ঘটনার ১০ দিনের মধ্যেই ফের পিএস৫ রি-স্টক হয়ে প্রি-বুকিং শুরু হয়েছিল। বেশ কিছু শর্তাবলীও প্রযোজ্য হয়েছিল এবারের প্রি-বুকিংয়ের ক্ষেত্রে। অনলাইন সংস্থাগুলির তরফে বলা হয়েছিল, এর আগে যাঁরা পিএস ৫ কিনে ফেলেছেন, তাঁরা আর এইসব ওয়েবসাইটের মাধ্যমে এবার প্রি-বুকিং করে আর একটা গেমিং কনসোল কিনতে পারবেন না। এমনকি একটাই গেমিং কনসোল কেনার অপশন ছিল গেমারদের জন্য। কিন্তু এত কিছুর পরেও ফের ‘আউট অফ স্টক’ হয়ে গিয়েছে সোনির গেমিং কনসোল প্লেস্টেশন ৫।