বাড়ি বসেই ভিআই (ভোডাফোন-আইডিয়া)-তে পোর্ট, কীভাবে করবেন? জেনে নিন

ভিআই-এর ওয়েবসাইটে গিয়ে আপনি পোর্ট করে নিতে পারবেন আপনার নম্বর।

বাড়ি বসেই ভিআই (ভোডাফোন-আইডিয়া)-তে পোর্ট, কীভাবে করবেন? জেনে নিন
প্রিপেড এবং পোস্টপেড দুই ক্ষেত্রেই এই সুবিধে পাবেন গ্রাহকরা।
Follow Us:
| Updated on: Dec 22, 2020 | 1:55 PM

ভোডাফোন আর আইডিয়া, এই দুই কোম্পানি এখন একসঙ্গে গাঁটছড়া বেঁধেছে। নতুন সংস্থার নাম হয়েছে ভিআই। ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এই সংস্থা। দীর্ঘদিন ধরেই ভোডাফোনের গ্রাহক সংখ্যা প্রচুর। বর্তমানে তাঁরা ভিআই-এর আওতাভুক্ত।

অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে পাল্লা দিতে ২জি, ৩জি এবং ৪জি সব ক্ষেত্রেই আকর্ষণীয় সব প্ল্যান চালু করেছে ভিআই। ক্রেতাদের নজর টানতে প্রিপেড এবং পোস্টপেড, দুই পরিষেবাতেই রয়েছে প্রচুর অফার। রয়েছে ৪জি ভলটি কানেকশনও। তবে এইসবের পাশাপাশি মোবাইল নম্বর পোর্টেবেলিটি (এমপিএন)-এর সাহায্যে গ্রাহকদের বর্তমান নম্বরকে ভিআই নেটওয়ার্কে স্থানান্তর করার সুবিধাও দিচ্ছে এই টেলিকম সংস্থা।

অর্থাৎ এমপিএন-এর সাহায্যে নিজের বর্তমান নম্বরকে পোর্ট করাতে পারবেন আপনি। প্রিপেড এবং পোস্টপেড দুই ক্ষেত্রেই এই সুবিধে পাবেন গ্রাহকরা। অনলাইন এবং অফলাইন, দু’ভাবেই এই পরিষেবা পাওয়া যাবে। অনলাইনে সমস্ত কাজ হয়ে গেলে ভিআই-এর তরফ থেকে আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে নতুন সিম। যার ফলে আপনার নম্বর আগেরটাই থাকবে। খালি কানেকশন বদলে যাবে। ভিআই-এর ওয়েবসাইটে গিয়ে আপনি পোর্ট করে নিতে পারবেন আপনার নম্বর।

বাড়ি বসেই নিজের নম্বর পোর্ট করার আগে কয়েকটি বিষয় নজরে রাখুন-

১। হাতের কাছে আপনার ঠিকানা এবং পরিচয়পত্রের প্রমাণ রাখতে হবে

২। আগে আপনার যে কানেকশন ছিল তার সমস্ত টাকাপয়সা মিটিয়ে দিতে হবে (পোস্ট পেড-এর ক্ষেত্রে বিশেষ করে)।

৩। আপনার আগের প্ল্যানের ব্যালেন্স নতুন কানেকশনে অর্থাৎ নম্বর পোর্ট করার পর কাজ করবে না।

কীভাবে প্রি-পেড নম্বর পোর্ট করবেন-

১। প্রথমে ভিআই এমএনপি ওয়েবপেজে যেতে হবে।

২। সেখানে একটি ফর্ম থাকবে। তার মধ্যে আপনার বর্তমান মোবাইল নম্বর এবং পিনকোড লিখতে হবে।

৩। এরপর পছন্দমতো প্রি-পেড বা পোস্ট-পেড প্ল্যান বেছে নিতে হবে।

৪। এরপর কমপ্লিট ইওর অর্ডার অপশনে ক্লিক করুন।

৫। এরপর স্ক্রিনে আরও ডিটেলস দেখতে পারেন। সেখানে আপনাকে ঠিকানা দিতে হবে। যেখানে আপনি সিম ডেলিভারি নিতে চান সেই ঠিকানাই দেবেন।

৬। এরপর প্রসিড টু চেকআউট অপশনে ক্লিক করুন।

৭। এরপর আপনার স্ক্রিনে পেমেন্ট সংক্রান্ত একটি ফর্ম আসবে। আপনি যে প্যাক বেছে নিয়েছেন তার জন্য যে টাকা প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে।

৮। এরপর সবটা ভাল করে পড়ে বুঝে পেমেন্ট করুন। পেমেন্ট কমপ্লিট হলে ভিআই আপনাকে একটি কনফারমেশন মেসেজ পাঠাবে। তারপর আপনার ঠিকানায় সিম ডেলিভারি দেওয়া হবে।

নতুন সিম নিয়ে আপনার ঠিকানায় আসবেন ভিআই-এর একজন এক্সিকিউটিভ। সিম দেওয়ার আগে আপনার অ্যাড্রেস এবং আইডেন্টিটিটি প্রুফ দেখতে চাইবেন তিনি। বাকি যা যা কাজ করতে হবে সেই ব্যাপারে ওই এক্সিকিউটিভই আপনাকে সাহায্য করবেন। আপনার মোবাইল নম্বর থেকে ১৯০০ নম্বরে ‘পোর্ট’ লিখে একটি মেসেজ পাঠাতে হবে। এর ফলে আপনার ইউনিক পোর্টিং কোড জেনারেট হবে। এক্সিকিউটিভকে ওই কোড জানাবেন আপনি। নম্বর পোর্ট হতে ৪৮ ঘণ্টা সময় লাগবে। যদি গ্রাহক জম্মু-কাশ্মীর, অসম কিংবা উত্তর-পূর্বের সার্ভিস এরিয়ার হন তাহলে ১৫ দিন (ওয়ার্কিং ডে) সময় লাগবে নতুন সিম অ্যাকটিভেট হতে।

পোস্ট-পেড কানেকশনের ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় একই। তবে এক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দু’ক্ষেত্রেই পরিষেবা পাওয়া যাবে। আপনার বাড়ির কাছাকাছি ভিআই স্টোর বা কোনও অথরাইজড ডিলারের কাছে গিয়ে আপনি পোর্ট করাতে পারবেন।