PDF Scam: ফোনে যে PDF ফাইল ডাউনলোড করছেন, সেটা ম্যালওয়্যার নয় তো? এই 5 কৌশলেই চিনতে পারবেন

PDF-এর মাধ্যমেই এখন প্রতারকরা সাধারণ-ছাপোষা মানুষকে টার্গেট করছে। এই অনলাইনে এখন সবই যেখানে সম্পূর্ণ ভাবে সুরক্ষিত নয়, সেখানে PDF File ফাইল সংক্রান্তও যে কোনও সাইবার দুর্বলতা এড়াতে আপনার সতর্ক থাকা উচিত।

PDF Scam: ফোনে যে PDF ফাইল ডাউনলোড করছেন, সেটা ম্যালওয়্যার নয় তো? এই 5 কৌশলেই চিনতে পারবেন
PDF ফাইল নিয়ে দরকার অতি সতর্কতা।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 2:25 PM

PDF ফাইল এখন আমাজের ডিজিটাল জীবনের অঙ্গ হয়ে উঠেছে। আধার কার্ড থেকে শুরু করে নানাবিধ ডিজিটাল রিসিপ্ট, এমনকি স্কুল-কলেজের শিক্ষকরাও আজকাল পড়ুয়াদের কাছে নোটস শেয়ার করেন PDF File-এর মাধ্যমেই। তবে পিডিএফ ফাইল নিয়ে আপনার এবার অত্যন্ত সজাগ থাকার সময় এসে গিয়েছে। কারণ, PDF-এর মাধ্যমেই এখন প্রতারকরা সাধারণ-ছাপোষা মানুষকে টার্গেট করছে। এই অনলাইনে এখন সবই যেখানে সম্পূর্ণ ভাবে সুরক্ষিত নয়, সেখানে PDF File ফাইল সংক্রান্তও যে কোনও সাইবার দুর্বলতা এড়াতে আপনার সতর্ক থাকা উচিত।

আপনি যদি অনলাইনে ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে আসা কোনও মেসেজে PDF File দেখতে পান এবং তা যদি আপনাকে একান্তই ডাউনলোড করতে হয়, তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করার আগে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এমনই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

1) ভাইরাসের জন্য স্ক্যান করা

একটা PDF ফাইলের মধ্যে থাকতে পারে অত্যন্ত ক্ষতিকারক ভাইরাস বা ম্যালওয়্যার, যা আপনার কম্পিউটার এবং মোবাইলকে সংক্রামিত করতে পারে। তাই, কোনও পিডিএফ ফাইল ডাউনলোড করার আগে ভাল অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে তা স্ক্যান করিয়ে নিতে হবে।

2) বিশ্বস্ত সূত্র থেকে PDF ডাউনলোড করা

কোনও PDF ফাইল ডাউনলোড করার আগে আপনাকে নিশ্চিত করতে হবে, তা যেন বিশ্বস্ত সূত্র থেকে করেন। এই ইন্টারনেটে এমন অনেক PDF-এ ভরপুর ওয়েবসাইট রয়েছে, যেগুলির সব নিরাপদ নয়। অপরিচিত, অযাচিত ওয়েবসাইট থেকেই পিডিএফ ফাইল ডাউনলোড করবেন। নিশ্চিত থাকবেন যেন আপনি নামজাদা ওয়েবসাইট, অফিসিয়াল সূত্র থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করেন।

3) যাতে ক্লিক করছেন, তা নিয়ে সতর্ক থাকা

আপনার কাছে আসা কোনও PDF ফাইলে কোনও লিঙ্ক থাকলে, সেটি ক্লিক করার আগে ভাল করে যাচাই করে নিন। তার ইঙ্গিতটা আপনি পেয়ে যাবেন সেই পিডিএফ ফাইলে থাকা তথ্যের মধ্যেই। একমাত্র PDF ফাইলটি বিশ্বস্ত হলে তবেই আপনি ক্লিক করুন তাতে থাকা কোনও লিঙ্কে।

4) লিঙ্ক এবং পপ-আপ নিয়ে বাড়তি সতর্কতা

এখন কোনও লিঙ্ক থেকে যদি আপনাকে PDF ফাইল ডাউনলোড করতে হয়, তাহলে তা নিয়েও সতর্ক হতে হবে। কম্পিউটার বা মোবাইল অনেক সন্দেহজনক লিঙ্ক এবং পরপর পপ-আপ বিজ্ঞাপন চলতে থাকে। সেই লিঙ্কটি যে ম্যালিশিয়াস হতে পারে, তারই ইঙ্গিত হল পপ-আপ বিজ্ঞাপনগুলি। প্রতারকরাও এই ধরনের লিঙ্ক ছড়িয়ে দেয়, যাতে ক্লিক করলে একটি দূষিত পিডিএফ ফাইল ডাউনলোড করে ফেলতে পারেন আপনি।

5) ফিশিং অ্যটাক সম্পর্কে জ্ঞান

এমন কোনও পিডিএফ ফাইলে ক্লিক করতে যাবেন না, যা আপনার ব্যক্তিগত তথ্য চেয়ে বসে। পাশাপাশি এক্সটার্নাল কোনও ওয়েবসাইটে নিয়ে যায়, এমন লিঙ্কেও ক্লিক করা থেকে আপনার সতর্ক থাকা উচিত। ফিশিং অ্যাটাকের মাধ্যমে হ্যাকাররা আপনার স্পর্শকাতর এবং জরুরি তথ্য বাজারে ছড়িয়ে দিতে পারে।