Mobile Charging Tips: স্নান করে ফোন চার্জে বসান? এই যুবতীর কী হল দেখলে ঘুম উড়ে যাবে আপনার!

Smartphone Tips: বেশিরভাগ মানুষই প্রতিদিন এই ধরনের ভুল করেন। হাতে জল থাকা অবস্থাতেই ফোনটি হাতে নিয়ে চার্জে বসান। কখনও বৃষ্টি থেকে ফোনটি নিয়ে বাড়িতে এসেই চার্জে বসিয়ে দেন। এতেই ঘটে যায় আসল বিপদ।

Mobile Charging Tips: স্নান করে ফোন চার্জে বসান? এই যুবতীর কী হল দেখলে ঘুম উড়ে যাবে আপনার!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 7:54 PM

ব্রাজিলের ক্যাম্পিনা গ্র্যান্ডে একটি ভয়ানক ঘটনা ঘটেছে, যেখানে জেনিফার ক্যারোলিন নামে 17 বছর বয়সী গর্ভবতী কিশোরী বৈদ্যুতিক শকে তার প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকালে মন্টে কাস্তেলো পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় জেনিফারের পাশাপাশি তার গর্ভস্থ সন্তানেরও মৃত্যু হয়েছে। কিন্তু এই ঘটনা কীভাবে ঘটেছে, তা জানলে আপনি অনেক হবেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ঘটল এই ঘটনা।

দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় তার স্বামীও সেখানে উপস্থিত ছিলেন। জেনিফার স্নান করে বেরিয়ে এসে একটি এক্সটেনশন কর্ড ব্যবহার করে তার ফোন চার্জ করার চেষ্টা করেছিলেন। হঠাৎ তারে বিদ্যুৎ চলে গিয়ে দুর্ঘটনা ঘটে। তিনি হঠাৎ জেনিফারের চিৎকার শুনতে পান। আর তারপরেই সেখানে জেনিফারকে মাটিতে পড়ে থাকতে দেখেন। জেনিফারকে তোলার চেষ্টা করলে, তিনিও বৈদ্যুতিক শক পান। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ডাক্তার জেনিফারকে মৃত বলে ঘোষনা করেন।

বেশিরভাগ মানুষই প্রতিদিন এই ধরনের ভুল করেন। হাতে জল থাকা অবস্থাতেই ফোনটি হাতে নিয়ে চার্জে বসান। কখনও বৃষ্টি থেকে ফোনটি নিয়ে বাড়িতে এসেই চার্জে বসিয়ে দেন। এতেই ঘটে যায় আসল বিপদ। আর এই ভুল প্রায়ই অনেকে করেন। তাই আপনার উচিত ফোন চার্জ করার সময় সচেতনতা অবলম্বন করা। জেনে নিন ফোন চার্জ করার সময় কোন কোন দিকে নজর রাখবেন।

  • সব সময় ফোনের আসল চার্জার ব্যবহার করুন। প্রায়শই অনেকে ফোন চার্জ করার জন্য যে কোনও চার্জার ব্যবহার করে। সেক্ষেত্রেও চার্জারটিতে শর্ট সার্কিট হতে পারে।
  • ভুলেও ফোন চার্জ করার সময় ব্যবহার করবেন না। এতেও সমস্যা দেখা দিতে পারে। ফোন গরম হয়ে গিয়ে ফেটে যেতে পারে।
  • সারারাত ফোন চার্জে রাখবেন না। কেউ কেউ রাতে ঘুমানোর আগে ফোন চার্জে রেখে ঘুমান। শুধুমাত্র প্রয়োজন অনুযায়ীই ফোন চার্জ করুন। অযথা সারা রাত চার্জে ফোনটি বসিয়ে রাখবেন না।