Threads Web Version: শুধু মোবাইলে নয়, এবার ডেস্কটপ আর ল্যাপটপেও চলবে Threads, দেখে নিন কৌশল

Threads In Laptop: থ্রেডের ওয়েব সংস্করণ ব্যবহার করতে, আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারের ব্রাউজারে https://www.threads.net/ খুলতে হবে এবং তাতে লগ ইন করতে হবে। তার পরে, আপনি ইনস্টাগ্রাম বা টুইটারের মতো ডেস্কটপে থ্রেড ব্যবহার করতে পারবেন।

Threads Web Version: শুধু মোবাইলে নয়, এবার ডেস্কটপ আর ল্যাপটপেও চলবে Threads, দেখে নিন কৌশল
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 11:55 AM

থ্রেডস (Threads) ভারতে চালু হওয়ার পর থেকে বিরাট জনপ্রিয়তা পেয়েছে। চালু হওয়ার পর একদিন অতিক্রান্ত হওয়ার আগেই অ্যাপটি 10 মিলিয়ন বা এক কোটিরও বেশি ডাউনলোডের নজির সৃষ্টি করেছিল। এবার তারই ডেস্কটপ ভার্সন চলে এল। আগে, ব্যবহারকারীরা শুধুমাত্র অ্যাপের মাধ্যমে থ্রেড ব্যবহার করতে পারত। এখন এই প্ল্যাটফর্মটি হোয়াটসঅ্যাপ, টুইটার বা ইনস্টাগ্রামের মতো ওয়েব এবং মোবাইল উভয় সংস্করণেই কাজ করবে। যদিও থ্রেডের ওয়েব ভার্সন দুই দিন আগে লাইভ হয়েছিল, কিন্তু এখন ইনস্টাগ্রামের প্রধান (Adam Mosseri, head of Instagram) এটি নিশ্চিত করেছেন।

থ্রেডের ওয়েব সংস্করণ ব্যবহার করতে, আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারের ব্রাউজারে https://www.threads.net/ খুলতে হবে এবং তাতে লগ ইন করতে হবে। তার পরে, আপনি ইনস্টাগ্রাম বা টুইটারের মতো ডেস্কটপে থ্রেড ব্যবহার করতে পারবেন।

ওয়েব ভার্সনে কি বেশি সুবিধা পাবেন?

থ্রেডের ওয়েব ভার্সনে, আপনি শুধুমাত্র মোবাইল সংস্করণের ফিচারগুলি পাবেন। এখান থেকে আপনি লাইক, প্রোফাইল, সার্চ, ফিড এবং পোস্ট দেখতে পারবেন। দেখে নিন কীভাবে ডেস্কটপ ব্রাউজারে থ্রেডস করবেন।

এই ধাপগুলি মেনে চলুন:

  • ডেস্কটপ ব্রাউজারে threads.net খুলুন।
  • আপনার Instagram-এর ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
  • যে নম্বর দিয়ে লগ ইন করছেন, সেই নম্বরে একটি OTP আসবে, তা লিখুন।
  • এখন থ্রেডস অ্যাপ আপনার কম্পিউটারে চলতে শুরু করবে।

থ্রেডস অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। থ্রেড চালু হওয়ার পরে, ব্যবহারকারীরা এর অ্যাপটি ডাউনলোড করেছেন। মাত্র 5 দিনে এই প্ল্যাটফর্মে 100 মিলিয়ন ব্যবহারকারী যুক্ত হয়েছে এই অ্যাপে। তবে কিছুদিনের মধ্যেই এর ক্রেজ কমে যায়। এক প্রতিবেদনে বলা হয়েছে, থ্রেড ব্যবহারকারীর সংখ্যা দ্রুত কমেছে। তার একটি কারণ হল থ্রেডস অ্যাপে ব্যবহারকারীর অ্যাকাউন্ট ডেটা ডিলিট করা। থ্রেডস অ্যাপে অ্যাকাউন্ট ডিলিট করতে গেলে ব্যবহারকারীকে ইনস্টা অ্যাকাউন্টও মুছে ফেলতে হয়। ফলে এর জনপ্রিয়তা অনেকটাই কমেছে।