GPay করার আগে এই অ্যাপ খুললেই সর্বনাশ, গ্রাহকদের সতর্ক করল Google

অনলাইনে বিশেষ করে Google Pay-র মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকেও সুরক্ষিত থাকতে হবে। তার জন্য GPay ব্যবহারকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপসও দিয়েছে প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের উদ্দেশ্যে গুগলের পরামর্শ, Google Pay ব্যবহার করার সময় ফোনের মধ্যে থাকা সমস্ত স্ক্রিন শেয়ারিং অ্যাপগুলি বন্ধ করে রাখুন। লেনদেন করার সময় ভুলেও স্ক্রিন শেয়ারিং অ্যাপ ব্যবহার করবেন না।

GPay করার আগে এই অ্যাপ খুললেই সর্বনাশ, গ্রাহকদের সতর্ক করল Google
গুগল পে ব্যবহার করার সময় চাই বাড়তি সতর্কতা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2023 | 4:17 PM

Google Pay এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় UPI পেমেন্ট অ্যাপ। ভারতের মার্কেট শেয়ারের নিরিখে GPay সর্বাধিক ব্যবহৃত পাঁচটি অ্যাপের একটি। তার থেকেও বড় কথা মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা Google-এর পেমেন্ট অ্যাপের সবথেকে বড় মার্কেট হল ভারত। এহেন GPay ব্যবহার করতে গিয়েও মানুষকে জালিয়াতদের খপ্পরে পড়তে হয়। সার্চ ইঞ্জিন জায়ান্টের তরফে বলা হয়েছে, ‘রিয়্যাল টাইম ভিত্তিতে সন্দেহজনক লেনদেন ধরার জন্য গুগলের সেরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ পদ্ধতি ব্যবহার করা হয়।

তবে Google-এর তরফ থেকে আরও একটি বিষয়ে জোর দিয়ে বলা হয়েছে যে, শুধু তাদের প্ল্যাটফর্মেই নিরাপত্তা জোরদার করলে হবে না। সংস্থাটি বলেছে, “আমরা আপনাদের নিরাপদে রাখতে সমগ্র ইন্ডাস্ট্রির সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি।” অর্থাৎ, অনলাইনে বিশেষ করে Google Pay-র মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকেও সুরক্ষিত থাকতে হবে। তার জন্য GPay ব্যবহারকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপসও দিয়েছে প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের উদ্দেশ্যে গুগলের পরামর্শ, Google Pay ব্যবহার করার সময় ফোনের মধ্যে থাকা সমস্ত স্ক্রিন শেয়ারিং অ্যাপগুলি বন্ধ করে রাখুন। লেনদেন করার সময় ভুলেও স্ক্রিন শেয়ারিং অ্যাপ ব্যবহার করবেন না।

স্ক্রিন শেয়ারিং অ্যাপ কী

স্ক্রিন শেয়ারিং অ্যাপ হল সেগুলিই, যেগুলি অন্য মানুষজনকেও আপনার ডিভাইসের স্ক্রিন দেখতে দেয়। ফোন, ট্যাবলেট, কম্পিউটার সব ক্ষেত্রেই এই ধরনের অ্যাপগুলি ব্যবহার করা যায়। দূরবর্তী স্থান থেকে ফোন বা ল্যাপটপ সারাইয়ের কাজে এই অ্যাপগুলি বিশেষ করে ব্যবহৃত হয়। আপনার ফোন বা ল্যাপটপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যেতে পারে এই অ্যাপগুলির মাধ্যমে। স্ক্রিন শেয়ার, এনিডেস্ক এবং টিমভিউয়ারের মতো অ্যাপগুলি হল এর সবথেকে বড় উদাহরণ।

Google Payতে টাকা পাঠানোর সময় কেন স্ক্রিন শেয়ার অ্যাপ ব্যবহার করা উচিত নয়

1) প্রতারকরা স্ক্রিন শেয়ারিং অ্যাপ ব্যবহার করতে পারে। আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আপনার হয়ে লেনদেন করতে পারে।

2) দেখে নিতে পারে আপনার এটিএম বা ডেবিট কার্ডের সব তথ্য।

3) আপনার ফোনে পাঠানো ওটিপি দেখে নিতে পারে এবং আপনার অ্যাকাউন্ট থেকে মানি ট্রান্সফারও করতে পারে।

Google তার GPay ব্যবহারকারীদের সতর্ক করে বলছে যে, এই বিষয়ে কখনও তারা থার্ড পার্টি ডাউনলোড বা ইনস্টল করতে বলে না। এখন কেউ যদি অ্যাপগুলিকে ডাউনলোড করেও ফেলেন, তাহলে গুগল পে ব্যবহারের আগে অবশ্যই সেগুলিকে বন্ধ করুন। Google বলছে, “গুগল পে-র প্রতিনিধি হয়ে কেউ যদি আপনাকে থার্ড পার্টি স্ক্রিন শেয়ারিং অ্যাপগুলি ডাউনলোড করার পরামর্শ দেয়, তাহলে খবরদার করবেন না। আপনার ফোনে থাকলেও ওই অ্যাপগুলি আনইনস্টল এবং ডিলিট করুন। বিষয়টি নিয়ে গুগল পে-র কাছে রিপোর্টও করতে পারেন।”