TV Channels On Mobile: শুধু টিভি নয়, মোবাইলেও মিলবে সব চ্যানেল; বাড়ির বাইরেও লাইভ দেখবেন খেলা থেকে সিরিয়াল

DTH TV Channels In Mobile: টিভির সব চ্যানেল যদি ফোনেই চলে আসে, তাহলে কেমন হবে? তেমনটাই হতে চলেছে। এতদিন প্রায় সব কিছু দেখা গেলেও সেই সব চ্যানেলগুলি ফোনে আনা যেত না। এবার সেই সুবিধাও দিতে চলেছে ভারত সরকার।

TV Channels On Mobile: শুধু টিভি নয়, মোবাইলেও মিলবে সব চ্যানেল; বাড়ির বাইরেও লাইভ দেখবেন খেলা থেকে সিরিয়াল
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 12:50 PM

আজকাল স্মার্টফোনেই প্রায় সমস্ত কাজ হয়ে যায়। আর বিনোদনের কথা বললে, তারও প্রায় অনেক কিছুই স্মার্টফোনই পূরণ করে দেয়। সিনেমা, ওয়েব সিরিজ, খেলা, সিরিয়াল সব কিছুই ফোনেই দেখা হয়ে যায়। কোনও কোনও অ্যাপে তো নিজের সময় মতো টিভির যাবতীয় জিনিস দেখে ফেলা যায়। এবার টিভির সব চ্যানেল যদি ফোনেই চলে আসে, তাহলে কেমন হবে? তেমনটাই হতে চলেছে। এতদিন প্রায় সব কিছু দেখা গেলেও সেই সব চ্যানেলগুলি ফোনে আনা যেত না। এবার সেই সুবিধাও দিতে চলেছে ভারত সরকার। বর্তমানে ডাইরেক্ট টু হোম অর্থাৎ ডিটিএইচ চ্যানেল দেখার সময় অনেক মানুষেরই নেই। এর কারণ ওটিটি চ্যানেল। একটা সময় ছিল যখন মানুষ টাটা স্কাই এবং ডিশ টিভির মতো DTH প্ল্যাটফর্ম ব্যবহার করত। এখন ওটিটি অ্যাপগুলি তাদের জায়গা প্রায় অনেকটাই নিয়ে নিয়েছে, বললে ভুল কিছু বলা হবে না। তবে এবার সরকার সরাসরি মোবাইলে লাইভ ডিটিএইচ চ্যানেলের অ্যাক্সেস দিচ্ছে। এর জন্য আপনাকে আলাদা ডিটিএইচ বক্স ইনস্টল করতে হবে না।

কীভাবে মোবাইলে টিভি দেখতে পারবেন?

Economic Times-এর রিপোর্ট অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে কাজ করা একটি প্ল্যাটফর্ম টেলিকমিউনিকেশন বিভাগ আইআইটি কানপুরের সহযোগিতায় এমন একটি ব্যবস্থা নিতে চলেছে। যার মধ্যে সরাসরি DTH টিভি চ্যানেল মোবাইলে সম্প্রচার করা হবে। মনে করা হচ্ছে, টেলিকম সংস্থাগুলি এই প্রস্তাবের বিরোধিতা করতে পারে। কারণ এই ব্যবস্থা ডিটিএইচ চ্যানেলগুলির আয়ের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

5G কানেক্টিভিটি রোলআউটের সুবিধা পাবেন:

সরকারের মতে, 4G কানেক্টিভিটিতে মোবাইলে টিভি চ্যানেল দেখা একটু কঠিন। সেক্ষেত্রে যখন সারা দেশে 5G কানেক্টিভিটি চালু হবে, তখনই এই DTH টিভি চ্যানেল মোবাইলে সম্প্রচার করা হবে। এই সব কিছুর পরে অনেকগুলি প্রশ্ন থেকেই যাচ্ছে। তা হল এতে মানুষ আর আলাদা করে টিভিতে চ্যানেলের জন্য রিচার্জ করবে কিনা? তবে কি টিভি কেনার চাহিদাও মানুষের মধ্যে কমে যাবে? এখন সময়ই দেবে এই সব প্রশ্নের উত্তর।