Online Shopping Tips: অনলাইন শপিংয়ে বিরাট বিপদ! লোভনীয় অফারে বয়ে যাওয়ার আগে মাথায় রাখুন এই 4 বিষয়

Flipkart And Amazon Sale: উৎসবের মরশুমে অনলাইনে কেনাকাটি করার আগে আপনাকে একাধিক বিষয় খেয়াল রাখতে হবে। কারণ, প্রতারকরা এই সময় মানুষকে নানাবিধ কৌশলে প্রলুব্ধ করে, তাঁদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। যে চারটি বিষয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে, জেনে নিন।

Online Shopping Tips: অনলাইন শপিংয়ে বিরাট বিপদ! লোভনীয় অফারে বয়ে যাওয়ার আগে মাথায় রাখুন এই 4 বিষয়
অনলাইনে কেনাকাটির আগে দরকার অতিসতর্কতা।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 3:44 PM

Online Shopping Guide: উৎসবের মরশুমে অফারের ডালি সাজিয়ে হাজির হয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলি। মানুষও অপেক্ষা করে বসে থাকেন, Flipkart এবং Amazon-এর মতো প্ল্যাটফর্ম কবে তাদের সেল নিয়ে হাজির হবে। স্মার্টফোন থেকে শুরু করে জামাকাপড়, বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট, ডিভাইস সবকিছুতেই এমন চিত্তাকর্ষক ছাড় দেওয়া হয়, যা মানুষকে প্রলুব্ধ করে। মানুষের সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই প্রতারকরা নানাবিধ কৌশলে মানুষের কষ্টার্জিত অর্থ হাতানোর প্রচেষ্টা চালানো যায়। তাই, উৎসবের সময়ই আপনাকে অতি অবশ্যই সচেতন হতে হবে, কারণ প্রতারকরা এই সময়েই সবথেকে বেশি সক্রিয় হয়। অনলাইনে কেনাকাটি করার সময় যে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, জেনে নিন।

1) আপনার কাছে আসা উড়ো মেসেজ থেকে দূরে থাকতে হবে। হোয়াটসঅ্যাপ, ইমেল, এমনকি টেক্সট মেসেজেও প্রতারকরা Flipkart এবং Amazon সেলের নাম করে আপনার সামনে এমনই কিছু লোভনীয় অফার নিয়ে আসবে, যা দেখে আপনি খুব সহজেই প্রলুব্ধ হবেন এবং লিঙ্কে ক্লিক করে বসবেন। সেই লিঙ্কে ক্লিক করা মানে বাকিটা যে কী হতে পারে, তা নিশ্চয়ই আপনার জানা। ভুয়ো, ম্যালিশিয়াস ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখানেই যখনই আপনি ব্যক্তিগত তথ্যগুলি দেবেন, সেখান থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে পড়ার রাস্তা তৈরি করে ফেলবে প্রতারকরা।

2) Amazon এবং Flipkart যে প্ল্যাটফর্ম থেকেই আপনি শপিং করুন না কেন, পেমেন্ট করার সময় আপনাকে অতিরিক্ত সতর্কতা নিতে হবে। অনলাইনে পেমেন্ট করার সময় অর্ডারের সব খুটিনাটি তথ্য ভাল ভাবে চেক করে দেখুন। তার থেকেও বড় কথা হল, আপনি যে প্রোডাক্টগুলি কিনছেন সেগুলি সম্পর্কেও ভাল করে যাচাই করুন। সেই প্রোডাক্টের ডেসক্রিপশন ভাল করে পড়ে নিন। তারপরই সেটি অর্ডার করুন এবং অনলাইনে টাকা দিন।

3) পেমেন্ট করতে আপনি যদি ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলেও আপনাকে সতর্ক থাকতে হবে। যে কোনও ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড হোক না কেন, অনলাইনে পেমেন্ট করার সময় কার্ডের কোনও তথ্য সেভ করতে যাবেন না। লক্ষ্য করে দেখবেন, ব্রাউজ়ার থেকে আপনার কার্ডের তথ্য সেভ করার বিকল্প দেখানো হয়, যাতে আপনি পরের বার পেমেন্ট করতে গেলে কার্ডের বিভিন্ন তথ্য নতুন করে আবার ম্যানুয়ালি না বসাতে হয়। এখন আপনি যদি কার্ডের তথ্যগুলি সেভ করে রাখেন, তাহলে তা কিন্তু যে কোনও সময় হ্যাকারের হাতে চলে যেতে পারে।

4) অনলাইনে কেনাকাটি করার সময় অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্ডার করবেন। কখন ফ্লিপকার্ট ও অ্যামাজন তার সেল শুরু করছে, তা নিশ্চয়ই আপনি জানতে পারছেন। আগে থেকে জানার পরেই কোন কোন ডিভাইসে কী অফার থাকছে, সেগুলি সম্পর্কে নিশ্চিত হতে চলে যান ই-কমার্স প্ল্যাটফর্মের অফিসিয়াল সাইটে। তারপরেই সেখানে কেনাকাটি করুন।