Smartphone Tips: আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে বলে মনে হচ্ছে? নিশ্চিত হতে শীঘ্রই করুন এই কাজ

Mobile Tips: আপনার ফোনটি নিরাপদ আছে তো? না, তা জানতে আপনাকে কোথাও যেতে হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন এবং এর সমাধানও করতে পারবেন। আপনাকে এমন কিছু লক্ষণ জানানো হবে, যাতে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ফোনটি হ্যাক হয়েছে নাকি এখনও নিরাপদ আছে।

Smartphone Tips: আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে বলে মনে হচ্ছে? নিশ্চিত হতে শীঘ্রই করুন এই কাজ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 8:45 AM

প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকিংয়ের মতো অপরাধ। মোবাইল ফোন যত বেশি স্মার্ট হয়েছে, ততই উন্নত হয়েছে হ্যাকাররা। বর্তমানে সাইবার জালিয়াতি এতটাই বেড়ে গিয়েছে যে, স্মার্টফোন হ্যাক করা হ্যাকারদের কাছে বড় কোনও বিষয় নেই। সেকেন্ডের মধ্যে মোবাইল হ্যাক করে হাতিয়ে নিচ্ছে ব্যাঙ্কের সমস্ত টাকা। আপনার ফোনটি নিরাপদ আছে তো? না, তা জানতে আপনাকে কোথাও যেতে হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন এবং এর সমাধানও করতে পারবেন। আপনাকে এমন কিছু লক্ষণ জানানো হবে, যাতে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ফোনটি হ্যাক হয়েছে নাকি এখনও নিরাপদ আছে। এমনকি যদি হ্যাক হয়েও থাকে, তাহলেও আপনি ঠিক করে নিতে পারবেন।

অ্যান্টিভাইরাস বা অ্যান্টিমালওয়্যার সফ্টওয়্যার আপডেট করুন:

আপনার স্মার্টফোনে একটি আপডেটেড অ্যান্টিভাইরাস বা অ্যান্টিম্যালওয়্যার স্ক্যানার ডাউনলোড করুন। আর যদি ডাউনলোড করা থাকে, তবে সময়ে সময়ে তা আপডেট করুন। ম্যালওয়্যার বা অন্যান্য বিপজ্জনক সফ্টওয়্যারকে ফোন থেকে বের করে দেয় এই ধরনের অ্যান্টিভাইরাস।

ফোনের দিকে নজর রাখুন:

আপনি যদি আপনার স্মার্টফোনে কোনও অস্বাভাবিক কার্যকলাপ দেখতে পান, যেমন অ্যাপগুলি নিজে থেকেই চলছে, অতিরিক্ত ব্যাটারি খরচ হচ্ছে, প্রচুর পরিমাণে নেটওয়ার্ক ডেটা ব্যবহার হয়ে যাচ্ছে, অডিয়ো রেকর্ডিং, অজানা মেসেজ ইত্যাদি আসছে। যদি এই ধরনের কোনও কার্যকলাপ হয়, তবে এমন হতে পারে যে, আপনার স্মার্টফোনটি হ্যাক হয়েছে।

অ্যাপ বা ভার্সন চেক করুন:

যদি দেখেন ফোনে হঠাৎই কোনও অ্য়াপ ডাউনলোড হয়ে আছে, তাহলে হতে পারে আপনার ফোনটি হ্যাক হয়েছে। আপনি ডাউনলোড করেননি এমন অ্যাপ যদি ফোনে থাকে, তবে দেখার সঙ্গে সঙ্গে সেটিকে ফোন থেকে মুছে ফেলুন। এমন হতে পারে যে, হ্যাকাররা সেই অ্যাপের মাধ্যমে আপনার স্মার্টফোনের সমস্ত ডেটা চুরি করছে।

ফোন অতিরিক্ত গরম হচ্ছে:

আপনি ব্যবহার করছেন না, তাও ফোনটি নিজে থেকেই গরম হয়ে যাচ্ছে? এমন হলে সতর্ক থাকুন। হতে পারে আপনার ফোন হ্যাক হয়েছে। আপনার মনে হচ্ছে, আপনি তো ফোন ব্যবহার করেননি। তাও এমন হল কীভাবে। আদপে আপনার ফোন হ্যাকাররা ব্যবহার করছে। তাই গরম হয়ে যাচ্ছে। সব সময় যে এই কারণেই গরম হবে, তারও কোনও মানে নেই। ফোন গরম হওয়ার আরও অনেক কারণ থাকে।