Google Account যতটা সম্ভব খালি রাখুন, অব্যবহৃত অ্যাপ ও সাইট থেকে সরিয়ে নিন Access
Google Account Tips: আপনি কি কখনও এটা দেখেছেন যে, আপনার Google অ্যাকাউন্ট কত জায়গায় খোলা আছে এবং কোন ওয়েবসাইট এবং অ্যাপগুলিকে আপনি এতে অ্যাক্সেস দিয়েছেন? অনেকেই এমনটা করে না। ফলে বিরাট বিপদের মুখে পড়তে হয়।
এই ডিজিটাল যুগে সব ডেটাই ডিজিটাল। আর সেগুলি যাতে সব সময় সুরক্ষিত থাকে, তা দেখার দায়িত্বও আপনার। সেই সব ডেটাকে অনেকেই Google অ্যাকাউন্টে সেভ করে রাখেন। কিন্তু আপনি কি কখনও এটা দেখেছেন যে, আপনার Google অ্যাকাউন্ট কত জায়গায় খোলা আছে এবং কোন ওয়েবসাইট এবং অ্যাপগুলিকে আপনি এতে অ্যাক্সেস দিয়েছেন? অনেকেই এমনটা করে না। ফলে বিরাট বিপদের মুখে পড়তে হয়। এমনকি ব্যক্তিগত সব ডেটা অন্য কারও হাতে পৌছে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনি কীভাবে বুঝবেন, কোথায় কোথায় আপনার Google অ্যাকাউন্ট খোলা আছে।
আপনি যখন কোনও ওয়েবসাইট বা অ্যাপে ‘Sign In With Google’ করেন, তখন সেই ওয়েবসাইট বা অ্যাপে Google অ্যাকাউন্ট নিজে থেকেই সেভ হয়ে যায়। ওয়েবসাইটে আপনার ডেটা যেমন নাম, প্রোফাইল, Gmail ইত্যাদি দেখতে পাওয়া যায়। এটা সেই সব ভুয়ো ওয়াবসাইটগুলি তাদের দরকারে কাজ করে। এই কারণেই শেষ হওয়ার পরে, সমস্ত ওয়েবসাইট এবং অ্যাপ থেকে Google অ্যাকাউন্ট সরিয়ে ফেলা এবং Google অ্যাকাউন্টটি লগ-আউট করা খুবই প্রয়োজন। বেশিরভাগ লোকই ‘Sign In With Google’ অপশনটি বেছে নেয়, কারণ এতে অন্য কোনও বিবরণ ইত্যাদি পূরণ করতে হয় না। এতে সরাসরি লগ ইন হয়ে যায়।
- আপনার গুগল অ্যাকাউন্ট কোন ডিভাইসে খোলা আছে তা চেক করতে প্রথমে Google- যান।
- এখানে দেখানো প্রোফাইলে ক্লিক করুন এবং গুগল অ্যাকাউন্টের অপশনে ক্লিক করুন।
- তারপর সিকিউরিটি অপশনে আসুন এবং ‘Your Device’-এ ক্লিক করুন।
- এখানে আপনি এই জানতে পারবেন যে, মোবাইল এবং ল্যাপটপে কতবার অ্যাকাউন্ট খোলা হয়েছে। আপনি যদি এখানে কোনও অজানা ডিভাইস দেখতে পান, তাহলে সেটি সরিয়ে ফেলুন এবং আবার আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন।
- আপনি কোন ওয়েবসাইট এবং অ্যাপগুলিকে আপনার Google অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়েছেন তা পরীক্ষা করতে, ‘Signing in with Google’ অপশনে আসুন, যা আপনি সিকিউরিটি ট্যাবের ভিতরে পাবেন।
- এটিতে ক্লিক করে, আপনি কোথায় গুগল অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়েছেন তা দেখতে পাবেন। এখান থেকে আপনি অজানা ওয়েবসাইট এবং অ্যাপস মুছে ফেলতে পারবেন।