আপনার ঘরের ওই AC চালাতে পারেন বিদ্যুৎ ছাড়াই, মাসে-মাসে মোটা টাকার বিল থেকে রেহাই, কীভাবে?

Tips To Run AC Without Electricity: আপনার ঘরের এয়ার কন্ডিশনার এখন ইলেকট্রিক ছাড়াই চালাতে পারবেন। হ্যাঁ, যদি লোডশেডিংও হয়ে যায়, সেই সময়ও চালাতে পারবেন AC। কীভাবে তা সম্ভব? খুব সহজ কিছু পদ্ধতি রয়েছে, জেনে নিন।

আপনার ঘরের ওই AC চালাতে পারেন বিদ্যুৎ ছাড়াই, মাসে-মাসে মোটা টাকার বিল থেকে রেহাই, কীভাবে?
ইলেকট্রিসিটি ছাড়াও চলবে এয়ার কন্ডিশনার।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 2:11 PM

AC Without Electricity: প্রচণ্ড গরমে বেঁচে থাকতে Air Conditioner ব্যবহার করা ছাড়া আর কোনও উপায় থাকছে না। কিন্তু AC ব্যবহার করতে গিয়েও যে একাধিক সমস্যা রয়েছে। এসির দাম একদিকে যেমন চড়া, তেমনই আবার ইলেকট্রিক বিল নিয়েও চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। তার থেকেও বড় কথা সকলের পক্ষে তো আর 30,000 টাকারও বেশি খরচ করে একটা AC কেনা সম্ভব নয়। আর বহু কষ্ট করে তা কিনে ফেললও ইলেকট্রিসিটি বিল একটা বড় বিষয়। এখন আপনাকে যদি এমন এয়ার কন্ডিশনারের সন্ধান দিই, যা চালাতে এক টাকাও বিদ্যুৎ বিল খরচ করতে হবে না, কেমন হয় বলুন তো তাহলে? আপনার বাড়িতে যে AC রয়েছে, সেটার কথাই বলছি। সেই এসি চালাতেই আপনার বিদ্যুৎ খরচ হবে না। তার জন্য দরকার স্রেফ একটা ব্যাটারি আর সোলার প্যানেলের। কীভাবে ব্যাটারি আর সোলার প্যানেল দিয়ে আপনার বাড়ির Air Conditioner চালাবেন এবং মোটা টাকার ইলেকট্রিসিটি বিল থেকে নিজেকে মুক্ত রাখবেন, সেই সব কিছুই জেনে নিন।

ব্যাটারি ও সোলার প্যানেল দিয়ে AC চালাবেন কীভাবে?

আপনার AC সরাসরি যুক্ত করতে পারেন সোলার প্যানেলের সঙ্গে। আবার সেই সোলার প্যানেলের সাহায্যে ব্যাটারি চার্জ করে রাখলে, তা দিয়ে আপনি রাত্রিবেলাতেও AC চালাতে পারবেন। এই ভাবে সোলার ব্যাটারি দিয়ে এয়ার কন্ডিশনার চালানোর ব্যবস্থাপনাকে বলা হয় ‘অফ গ্রিড’। আপনি যেমন দিনের বেলায় কেবল সোলার প্যানেলের সাহায্য নিয়েই এয়ার কন্ডিশনারটি চালাতে পারবেন, তেমনই আবার রাতে সোলার প্যানেল দিয়ে বা অন্য কোনও উপায়ে চার্জ করা ব্যাটারির দ্বারা AC চালাতে পারবেন।

এক্ষেত্রে মাথায় রাখতে হবে, ব্যাটারিতে যদি চার্জ না থাকে, তাহলে আপনি এসি চালাতে পারবেন না। যে সৌর প্যানেল দিয়ে আপনি এসি চালাচ্ছেন, তা আসলে অন-গ্রিডে এয়ার কন্ডিশনারের সঙ্গে সংযুক্ত থাকবে। তবে, তার জন্য আপনার ইনভার্টারের মতো আরও একটি ডিভাইস দরকার হবে, যা DC-কে AC শক্তিতে রূপান্তর করে এবং তার আপনি প্যানেল থেকে সরাসরি এসি ব্যবহার করতে পারে। যদিও, অন-গ্রিড সিস্টেম সেটআপের জন্য আপনাকে সরকারের অনুমোদন নিতে হবে।

সৌর প্যানেলের সাহায্যে AC চালাতে কতটা শক্তির প্রয়োজন?

1 টন এসি চালাতে আপনার ব্যাটারির ক্ষমতা 700 থেকে 800mAh হওয়া প্রয়োজন। এর অর্থ হল, আপনার প্রতিটি 150mAh সেল ক্ষমতাসম্পন্ন 4 থেকে 5টি ব্যাটারির দরকার হবে। এখন আপনি যদি সোলার প্যানেল থেকে 1.5 টন এসি চালাতে চান তবে আপনার 2.5 বা 3 কিলোওয়াট পাওয়ার সিস্টেম বা ব্যাটারির প্রয়োজন হবে।