Amazon Prime মেম্বার হলে Uber রাইডে প্রচুর ডিসকাউন্ট, কীভাবে পাবেন দেখুন এখনই

Amazon Prime Membership: ই-কমার্স ওয়েবসাইট Amazon এবং Uber সম্প্রতি তাদের অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে। এখন Amazon Prime সদস্যরা Uber-এ রাইড বুক করার সময় অতিরিক্ত সুবিধা পাবেন।

Amazon Prime মেম্বার হলে Uber রাইডে প্রচুর ডিসকাউন্ট, কীভাবে পাবেন দেখুন এখনই
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2023 | 8:30 AM

Amazon Prime Benefits: অনেকেই হয়তো জানেন Amazon Prime-এর মেম্বারশিপে বহু সুবিধা পাওয়া যায়। এবার সেই তালিকায় আরও একটি সুবিধা যুক্ত হল। আপনার যদি অ্যামাজন প্রাইমের মেম্বারশিপ থাকে, তাহলে আপনি এখন কোম্পানি থেকে মিউজিক, ভিডিয়ো এবং ফ্রি ফাস্ট ডেলিভারির সাপোর্ট পাবেন। এরসঙ্গে, পরের মাস থেকে Amazon প্রাইম সদস্যরা প্রতিটি Uber রাইডে ছাড় পাবেন। এই জন্য, তাদের শুধুমাত্র Amazon Pay-এর মাধ্যমে রাইডের পেমেন্ট করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন Amazon Prime-এর মেম্বারশিপের সুবিধা আরও অনেক বেড়ে গেল।

ই-কমার্স ওয়েবসাইট Amazon এবং Uber সম্প্রতি তাদের অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে। এখন Amazon Prime সদস্যরা Uber-এ রাইড বুক করার সময় অতিরিক্ত সুবিধা পাবেন। 2023 সালের মে থেকে, অ্যামাজন প্রাইম সদস্যরা আনলিমিটেড রাইডগুলিতে 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন। এর জন্য, তাদের Amazon Pay-এর সাহায্যেই পেমেন্ট করতে হবে। এছাড়াও বিভিন্ন উপায়ে রাইডের উপর 5% ছাড় দেবে কোম্পানিটি। অর্থাৎ, মোট 5 শতাংশের মধ্যে, ব্যবহারকারীরা Uber ক্রেডিট হিসাবে 4 শতাংশ এবং Amazon Pay ক্যাশব্যাক হিসাবে 1 শতাংশ পাবেন। প্রাইম সদস্যরা এই ক্যাশব্যাকটি ব্যবহার করে ভবিষ্যতে Amazon.in-এ কম দামে কেনাকাটাও করতে পারবেন।

Amazon এবং Uber-এর মধ্যে প্রথম অংশীদারিত্ব 2022 সালে হয়েছিল। কোম্পানিটি তখন UberGo-এর খরচে প্রাইম সদস্যদের UberPremier-এর সুবিধা দিয়েছিল। এছাড়াও তখন Uber অটো, মোটো, এই সব পরিষেবাগুলির জন্য প্রতি মাসে 3টি আপগ্রেডের উপর 20% পর্যন্ত ছাড় এবং প্রতি মাসে 3টি ট্রিপ পর্যন্ত অফার করছিল, যা প্রায় 60 টাকা। এখনও সেই সব সুবিধা থাকবে। তাতে কোনও রকম পরিবর্তন করা হয়নি।

সম্প্রতি প্রাইম লাইট প্ল্যান অ্যামাজন থেকে চালু হয়েছে। আমাজন সম্প্রতি প্রাইম লাইট নামে একটি সস্তা বার্ষিক প্ল্যান চালু করেছে। এই প্ল্যানের দাম 999 টাকা এবং এটিতে 12 মাসের বৈধতা পাওয়া যাচ্ছে। প্রাইম লাইটে ব্যবহারকারীরা HD কন্টেন্ট এবং 2টি ডিভাইসের সাপোর্ট পাবেন।