Google’s Earthquake Alert: ভূমিকম্প হলে ফোনে অ্যালার্ট পাঠানোর কথা Google-এর, কিন্তু তা এল না কেন?
Earthquake Alert In Mobile: Google জানিয়েছিল, এই ফিচারটি ভূমিকম্প হলে মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহারকারীদের সতর্ক করবে। কিন্তু ভূমিকম্পের সময়, এমনকি তার আগে ব্যবহারকারীদের ফোনে গুগল এলার্ট আসেনি কেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক।
নেপাল সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্য আজ ভূমিকম্পের সম্মুখীন। এদিকে ভূমিকম্পের আগে সেখানকার মানুষের কাছে গুগলের সতর্কতা আসেনি। আর তারপর থেকেই ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। যদিও প্রশ্ন উঠে আসার বিভিন্ন কারণ আছে। আসলে কিছুদিন আগেই গুগল ঘোষণা করেছে যে কোম্পানিটি এমন একটি ফিচার (Google’s earthquake alert feature) নিয়ে আসছে, যা চালু করলেই যে কোনও ব্যবহারকারী পেয়ে যাবেন ভূমিকম্প সতর্কতা। তবে কি সেই ফিচার কাজ করেনি? Google জানিয়েছিল, এই ফিচারটি ভূমিকম্প হলে মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহারকারীদের সতর্ক করবে। কিন্তু ভূমিকম্পের সময়, এমনকি তার আগে ব্যবহারকারীদের ফোনে গুগল এলার্ট আসেনি কেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক।
ফিচারটি পুরনো ফোনে কাজ করবে না…
আপনার যদি পুরনো ফোন থাকে, তাহলে Google Earthquake Alert ফিচার সেই ফোনে কাজ করবে না। গুগলের মতে, ফিচারটি অ্যান্ড্রয়েড 5 অপারেটিং সিস্টেম এবং পরবর্তী সংস্করণেও কাজ করবে। অর্থাৎ তারাই এই অ্যালার্ট পাননি, যাদের কাছে অ্যান্ড্রয়েড 5 অপারেটিং সিস্টেমের আগের ফোন আছে। এছাড়াও রয়েছে আরও একটি কারণ।
Google জানিয়েছিল, কম তীব্রতার ভূমিকম্প হলে গুগলের ভূমিকম্প সতর্কতা ফিচার (earthquake alert feature) কাজ করবে না। গুগল 3 থেকে 4 রিখটার স্কেলের তীব্রতার ভূমিকম্প হলে মোবাইল ব্যবহারকারীদের সতর্কতা পাঠাবে। এরপর 4.5 রিখটার স্কেল বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে দ্বিতীয় সতর্কবার্তা পাঠানো হবে। কিন্তু এমন অনেকেই আছেন, যারা নতুন প্রসেসরের ফোন ব্যবহার করেন। তারা এই ফিচার কীভাবে চালু করবেন দেখে নিন।
কীভাবে ফিচার চালু করবেন?
- প্রথমে ফোনের settings-এ যান।
- এরপর আপনাকে Safety & Emergency section-এ যেতে হবে।
- এবার আপনি Earthquake অপশনটি দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।
- যদি Safety & Emergency section দেখতে না পান, তাহলে আপনাকে advanced-এ ক্লিক করে Earthquake অপশনটি ক্লিক করতে হবে।
- এরপরেই আপনার ফোনে earthquake alert feature ফিচারটি চালু হয়ে যাবে।