Mobile Tips: আইফোন থেকে অ্যান্ড্রয়েড, থার্ড পার্টি অ্যাপ ছাড়াই সব স্মার্টফোনে বাংলা টাইপ করুন এই উপায়ে..
Bangla Font Tips: কাজের ক্ষেত্রেই হোক বা ব্যক্তিগত বিষয়ে, অনেকেরই বাংলা লেখার প্রয়োজন পড়ে। আর তার ফলে দুম করে ডাউনলোড করে বসেন একটি থার্ড পার্টি অ্যাপ। আপনিও যদি সেই দলে হন, তাহলে এমন কিছু টিপস দেখে নিন।
ফোনে বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা সব অ্যাপ ডাউনলোড করা থাকে। অনেকেই মনে করেন, অ্যাপ ডাউনলোড করে রাখা মানেই সব সমস্যার সমাধান হবে। কিন্তু না, আদতে হয় ঠিক উল্টোটা। ফোনের স্টোরেজ ধীরে ধীরে ভর্তি হতে থাকে। আর তারপরেই দেখা দেয়, নানা রকম সমস্যা। তাই যতটা সম্ভব কম অ্যাপ ব্যবহার করে ফোনের সেটিংস পরিবর্তন করে নিলেই সেই কাজ মিটে যায়। তেমনই একটি কাজ হল ফোনে বাংলা লেখা। কাজের ক্ষেত্রেই হোক বা ব্যক্তিগত বিষয়ে, অনেকেরই বাংলা লেখার প্রয়োজন পড়ে। আর তার ফলে দুম করে ডাউনলোড করে বসেন একটি থার্ড পার্টি অ্যাপ। আপনিও যদি সেই দলে হন, তাহলে এমন কিছু টিপস দেখে নিন, যাতে আপনাকে আর আলাদা করে কোনও অ্যাপ ডাউনলোড করতে হবে না।
অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস পাল্টে নিন:
এর জন্য আপনাকে আপনার ফোনে কিছু সেটিংস করতে হবে, এর জন্য আপনার ফোন বা ট্যাবলেটে Gboard ইনস্টল করুন। এর পরে, যে কোনও অ্যাপ্লিকেশন খুলুন যাতে আপনি টাইপ করতে চান। যেমন জিমেইল, হোয়াটসঅ্যাপ বা মেসেজে যান। এখন আপনার কীবোর্ডের নিচের বাম পাশে উপস্থিত কমা ক্লিক করে ধরে রাখুন।
এবার সেটিংস অপশনে যান। এতে আপনি Gboard এর সেটিংস অ্যাক্সেস করতে পারবেন। এরপর Priority-এ ক্লিক করুন, এখন এখানে আপনি change the language বাটন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
আইফোনে কীভাবে বাংলা টাইপ করবেন?
- এর জন্য আপনাকে অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো জিবোর্ড ইনস্টল করতে হবে না।
- এবার আপনার আইফোনে WhatsApp খুলুন, যেখানে আপনি মেসেজ পাঠাতে চান সেই চ্যাটটি খুলুন।
- চ্যাট বিভাগে ক্লিক করুন, এখানে আপনি একটি গ্লোব দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন।
- এখন এখানে কিছু অপশন দেখানো হবে, তাতে বাংলা সিলেক্ট করুন।
- এই অপশনটি আপনি নিজের প্রয়োজন অনুযায়ী পাল্টে ফেলতে পারবেন।