পাবজি কি ফিরছে ভারতে? ক্র্যাফটনের ‘জব লিস্টিং’ ঘিরে জল্পনা তুঙ্গে
কিছুদিন আগে অবশ্য শোনা গিয়েছিল, পাবজির নির্মাতা দক্ষিণ কোরিয় সংস্থা ক্র্যাফটন ভারতে ফের এই গেম লঞ্চের ব্যাপারে মরিয়া হয়ে উঠেচ্ছে। এমনকি এদেশের সরকারের সঙ্গেও আলাপ-আলোচনা শুরু করেছিলেন ক্র্যাফটন কর্তৃপক্ষ।
ভারতে কবে ফিরবে পাবজি? এই প্রশ্নের উত্তর দীর্ঘদিন ধরে খুঁজছেন গেমাররা। তবে সদুত্তর মেলেনি। যদিও এবার গেম নির্মাতা সংস্থা ক্র্যাফটনের সাম্প্রতিক গতিবিধি দেখে গেমারদের মনে আশা জেগেছে। উল্লেখ্য, গতবছর সেপ্টেম্বর মাসে ভারতে নিষিদ্ধ হয়েছিল পাবজি। তারপর থেকে অনেকবার শোনা গিয়েছে যে, ভারতে পুনরায় লঞ্চ হবে পাবজি। তবে এখনও তা হয়নি। বরং পাবজিকে পাল্লা দেওয়ার গেম ‘ফৌজি’ (ভারতের নিজস্ব নির্মিত গেম) রিলিজ হয়ে গিয়েছে।
কিছুদিন আগে অবশ্য শোনা গিয়েছিল, পাবজির নির্মাতা দক্ষিণ কোরিয় সংস্থা ক্র্যাফটন ভারতে ফের এই গেম লঞ্চের ব্যাপারে মরিয়া হয়ে উঠেচ্ছে। এমনকি এদেশের সরকারের সঙ্গেও আলাপ-আলোচনা শুরু করেছিলেন ক্র্যাফটন কর্তৃপক্ষ। এবার শোনা গিয়েছে, এই পেরেন্ট কোম্পানি একটি জব লিস্ট বা চাকরির তালিকা তৈরি করেছে। আর সেই তালিকায় ভারত থেকে একজন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অ্যানালিস্ট- কে যুক্ত করতে চায় ক্র্যাফটন। অনুমান করা হচ্ছে, এই অ্যানালিস্ট গেম নির্মাণ সংস্থাকে ভারতে বর্তমানে পাবজির কী পরিস্থিতি, গেম লঞ্চ করলে কতটা লাভ হবে, গেমারদের মনোভাব কী— এইসব প্রসঙ্গে সঠিক তথ্য দিতে পারবেন।
এর আগে ক্র্যাফটনের তরফে জানানো হয়েছিল যে, সংস্থা ভারতে ৭২৪ কোটি টাকা লগ্নি করতে চায়। এ দেশের স্থানীয় বা লোকাল বিভিন্ন ভিডিয়ো গেম, ইস্পোর্টস, বিনোদন এবং আইটি ইন্ডাস্ট্রিতে— বিনিয়োগ করতে চায় তারা। তারপর এবার প্রকাশ্যে এসেছে এই জব লিস্টিংয়ের খবর। আর তার জেরেই দুইয়ে দুইয়ে চার করেছেন পাবজি প্রেমীরা। অনেকেই আশাবাদী যে এবার হয়তো ভারতে ফিরবে পাবজি। যদিও গতবছর ভারতে এই গেম নিষিদ্ধ হওয়ার পর থেকেই বহুবার শোনা গিয়েছে যে ফের রি-লঞ্চ হবে পাবজি। তবে এই প্রসঙ্গে ক্র্যাফটনের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি। যদিও তাঁরা এমনটাও বলেননি যে, ভারতে আর ফিরবে না এই গেম।
এই প্রসঙ্গে উল্লেখ্য, PUBG Corp- এর অন্তর্ভুক্ত সংস্থা পাবজি মোবাইল ইন্ডিয়া।এই কোম্পানি ভারতে লোকাল অফিস খুলতে এবং ১০০ জন কর্মীকে কাজে নিযুক্ত করতে ইচ্ছুক। তাই পাবজির ফের ভারতে ফেরা নিয়ে আশা থেকেই যায়।